ETV Bharat / sports

আতঙ্কের নাম কোরোনা ! কোহলিদের সঙ্গে হাত মেলাতে 'না' প্রোটিয়াদের - south africa cricket team

কোরোনার ভয়ে ভারত সফরে করমর্দন করা থেকে বিরত থাকবে দক্ষিণ আফ্রিকা ৷ জানিয়েছেন প্রোটিয়া কোচ মার্ক বাউচার ৷

Proteas
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
author img

By

Published : Mar 10, 2020, 4:12 PM IST

দিল্লি, 10 মার্চ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে এই পরিচিত দৃশ্য দেখা যাবে না ৷ টস শুরুর আগে এবং ম্যাচের পরে দু'দলের খেলোয়াড়দের মধ্যে হাতমেলানোর রীতি রয়েছে ৷ তবে মারণ ভাইরাস কোরোনার জন্য কোহলিরদের সঙ্গে হ্যান্ডশেক থেকে বিরত থাকবেন প্রোটিয়ারা ৷ জানিয়েছেন কুইন্টন ডি কক'দের হেড কোচ মার্ক বাউচার ৷

এ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে ৷ ইতিমধ্যেই পঞ্চাশের বেশি ভারতীয় কোরোনায় আক্রান্ত ৷ আতঙ্ক থাকলেও সীমিত ওভারের সিরিজ় খেলতে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকা ৷ যদিও সংক্রমণ আটকাতে স্বাস্থ্যবিধি মেনে চলবে তারা ৷ মারণ ভাইরাসের ভয়ে সিরিজ় বাতিল না হলেও মাঠে দেখা যাবে না প্রথাগত করমর্দন ৷

সোমবারই ভারতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতে উড়ে আসার আগে সাংবাদিক সম্মেলনে প্রোটিয়া কোচ বলেন, "দলের সদস্যদের যাতে কোনওরকম ক্ষতি না হয়, তাই এই সিদ্ধান্ত ৷ ক্রিকেটারদের সম্মান দেখাতে করমর্দন করা হয় ৷ কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয় ৷" মেডিকেল এবং সিকিউরিটি টিমের আশ্বাসের পরই ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ৷ ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখার জন্য একটি চিকিৎসকের দল সব সময় থাকছে৷

বৃহস্পতিবার ধরমশালায় রয়েছে প্রথম একদিনের ম্যাচ ৷ এরপর 15 এবং 18 মার্চ যথাক্রমে লখনউ এবং কলকাতায় খেলা হবে বাকি দুটি ম্যাচ ৷

দিল্লি, 10 মার্চ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে এই পরিচিত দৃশ্য দেখা যাবে না ৷ টস শুরুর আগে এবং ম্যাচের পরে দু'দলের খেলোয়াড়দের মধ্যে হাতমেলানোর রীতি রয়েছে ৷ তবে মারণ ভাইরাস কোরোনার জন্য কোহলিরদের সঙ্গে হ্যান্ডশেক থেকে বিরত থাকবেন প্রোটিয়ারা ৷ জানিয়েছেন কুইন্টন ডি কক'দের হেড কোচ মার্ক বাউচার ৷

এ দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে ৷ ইতিমধ্যেই পঞ্চাশের বেশি ভারতীয় কোরোনায় আক্রান্ত ৷ আতঙ্ক থাকলেও সীমিত ওভারের সিরিজ় খেলতে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকা ৷ যদিও সংক্রমণ আটকাতে স্বাস্থ্যবিধি মেনে চলবে তারা ৷ মারণ ভাইরাসের ভয়ে সিরিজ় বাতিল না হলেও মাঠে দেখা যাবে না প্রথাগত করমর্দন ৷

সোমবারই ভারতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতে উড়ে আসার আগে সাংবাদিক সম্মেলনে প্রোটিয়া কোচ বলেন, "দলের সদস্যদের যাতে কোনওরকম ক্ষতি না হয়, তাই এই সিদ্ধান্ত ৷ ক্রিকেটারদের সম্মান দেখাতে করমর্দন করা হয় ৷ কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয় ৷" মেডিকেল এবং সিকিউরিটি টিমের আশ্বাসের পরই ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ৷ ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখার জন্য একটি চিকিৎসকের দল সব সময় থাকছে৷

বৃহস্পতিবার ধরমশালায় রয়েছে প্রথম একদিনের ম্যাচ ৷ এরপর 15 এবং 18 মার্চ যথাক্রমে লখনউ এবং কলকাতায় খেলা হবে বাকি দুটি ম্যাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.