ETV Bharat / sports

টি-20 : ওপেনিংয়ে রোহিত-রাহুল, সূর্যকুমারের ভাগ্যে কি শিকে ছিঁড়বে ? - lokesh rahul

ওপেনিং জুটি নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ রোহিত শর্মার সঙ্গে ইনিংসের সূচনায় কে নামবে তা নিয়ে জল্পনা ছিল ৷

ব্যাক আপ ওপেনার হিসেবে থাকছেন ধাওয়ান
ব্যাক আপ ওপেনার হিসেবে থাকছেন ধাওয়ান
author img

By

Published : Mar 12, 2021, 2:48 PM IST

আমেদাবাদ, 12 মার্চ : টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষায় উতরে গিয়েছে ভারত ৷ এবার পালা টি-20 সিরিজের ৷ আর কুড়ি বিশের সিরিজের জন্য প্রথম একাদশ সাজাতে গিয়ে সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ৷ ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় জসপ্রীত বুমরাকে ছাড়াই দল সাজাতে হয়েছে ৷ আর এবারের আইপিএলে নজর কেড়ে নেওয়া কয়েকটি মুখ প্রথম একাদশে ঢোকার জোর দাবিদার ৷ পাশাপাশি ওপেনিং জুটি বাছতে গিয়েও ভাবতে হচ্ছে কোহলি-শাস্ত্রীদের ৷ তবে এগুলো সুখের সমস্যা ৷ কারণ ভারতের বেঞ্চ এখন যথেষ্ট শক্তিশালী ৷

ওপেনিং জুটি নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ রোহিত শর্মার সঙ্গে ম্যাচের সূচনায় কে নামবে তা নিয়ে জল্পনা ছিল ৷ লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানের মধ্যে একজনকে বেছে নিতে হত ৷ সংশয় দূর করে ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন, রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন লোকেশ রাহুল ৷ ব্যাক আপ ওপেনার হিসেবে থাকছেন ধাওয়ান ৷ দেখে নেওয়া যাক ইয়ন মরগ্যানের দলের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ-

রোহিত শর্মা : ঘরের মাঠে সাদা জার্সি গায়ে দুরন্ত ফর্মে পাওয়া গিয়েছে তাঁকে ৷ সীমিত ওভারেও 'হিটম্যান' কথাটার মর্যাদা রাখবেন রোহিত, আশা ক্রিকেটপ্রেমীদের ৷

লোকেশ রাহুল : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট টিমে ছিলেন ৷ কিন্তু চোটের কারণে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি ৷ চোট সারিয়ে সীমিত ওভারের ফরম্যাটে ফিরছেন রাহুল ৷ ব্যাটসম্যান লোকেশকে কাজে লাগাতে চাইছেন কোহলি ৷ উইকেটের পিছনে হয়ত ঋষভ পন্থকে দেখা যাবে ৷

বিরাট কোহলি : টেস্ট সিরিজ়ে ফর্মের ধারেকাছে পাওয়া যায়নি ৷ টি-20তে রানমেশিনের ব্যাট জেগে ওঠার আশায় তাঁর অনুরাগীরা ৷

শ্রেয়াস আইয়ার : গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনে ভারতীয় দলের চিন্তার ভাঁজ দূর করেছেন শ্রেয়াস ৷ কিন্তু পাঁচ ম্যাচের এই সিরিজে ধারাবাহিক পারফর্ম করতে হবে শ্রেয়াসকে ৷ কারণ সঞ্জু স্যামসন, ইশান কিষাণদের মতো ব্যাটসম্যানরা সুযোগের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ৷

সূর্যকুমার যাদব : আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্য এবার মেন ইন ব্লু-র জার্সিতে ৷ জাতীয় দলে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন সূর্যকুমার ৷ বছর দুয়েক ধরে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা সূর্যকুমার জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষাতেই ছিলেন ৷ সেই অপেক্ষার অবসান হয়েছে ৷ যদিও তাঁর এবং ইষাণ কিষাণের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে ৷ তবে টি-20 বিশ্বকাপের কথা চিন্তা করলে মিডল অর্ডারে সূর্যকুমারকে খেলিয়ে দেখতে পারে ভারত ৷

ঋষভ পন্থ : শেষ দুটি টেস্ট সিরিজে হিরোর তকমা পেয়েছেন ৷ টি-20 দলে কামব্যাক হতে চলেছে পন্থের ৷ কিন্তু ফরম্যাটের পরিবর্তনে পন্থের পারফরম্যান্সের পরিবর্তন যেন না হয় ৷

হার্দিক পাণ্ডিয়া : বড় শট নেওয়ার ক্ষমতা এবং অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সীমিত ওভারে কোহলির দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তবে বল হাতে পাণ্ডিয়াকে দেখা যাবে কি না জানা নেই ৷

অক্ষর প্যাটেল : সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ওয়াশিংটন সুন্দরকে দলের বাইরে রাখাটা চাপের ৷ কিন্তু দ্বিতীয় স্পিনার হিসেবে অক্ষরের পাল্লাটা একটু বেশি ঝুঁকে ৷ পাশাপাশি ফিল্ডিংটাও দুরন্ত করেন অক্ষর ৷ এটাও তাঁকে এগিয়ে রাখতে পারে ৷

ভুবনেশ্বর কুমার : চোটের কারণে গত দু'বছর ধরে ভারতীয় দল থেকে উধাও ছিলেন ভুবি ৷ বুমরার অনুপস্থিতিতে ভুবনেশ্বরের উপরেই ভরসা রাখছে কোহলি-শাস্ত্রী জুটি ৷

যুজবেন্দ্র চহাল : ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে সফল স্পিনার ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারে দলে ফিরছেন চহাল ৷

দীপক চাহার : ডেথ ওভারের আদর্শ বোলার টি নটরাজন ৷ কিন্তু হয়ত আজকের ম্যাচে থাকছেন না টি নটরাজন ৷ তাঁর পরিবর্তে দীপক চাহারকে বেছে নেওয়া হতে পারে ৷

আমেদাবাদ, 12 মার্চ : টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষায় উতরে গিয়েছে ভারত ৷ এবার পালা টি-20 সিরিজের ৷ আর কুড়ি বিশের সিরিজের জন্য প্রথম একাদশ সাজাতে গিয়ে সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ৷ ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় জসপ্রীত বুমরাকে ছাড়াই দল সাজাতে হয়েছে ৷ আর এবারের আইপিএলে নজর কেড়ে নেওয়া কয়েকটি মুখ প্রথম একাদশে ঢোকার জোর দাবিদার ৷ পাশাপাশি ওপেনিং জুটি বাছতে গিয়েও ভাবতে হচ্ছে কোহলি-শাস্ত্রীদের ৷ তবে এগুলো সুখের সমস্যা ৷ কারণ ভারতের বেঞ্চ এখন যথেষ্ট শক্তিশালী ৷

ওপেনিং জুটি নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ রোহিত শর্মার সঙ্গে ম্যাচের সূচনায় কে নামবে তা নিয়ে জল্পনা ছিল ৷ লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানের মধ্যে একজনকে বেছে নিতে হত ৷ সংশয় দূর করে ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন, রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন লোকেশ রাহুল ৷ ব্যাক আপ ওপেনার হিসেবে থাকছেন ধাওয়ান ৷ দেখে নেওয়া যাক ইয়ন মরগ্যানের দলের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ-

রোহিত শর্মা : ঘরের মাঠে সাদা জার্সি গায়ে দুরন্ত ফর্মে পাওয়া গিয়েছে তাঁকে ৷ সীমিত ওভারেও 'হিটম্যান' কথাটার মর্যাদা রাখবেন রোহিত, আশা ক্রিকেটপ্রেমীদের ৷

লোকেশ রাহুল : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট টিমে ছিলেন ৷ কিন্তু চোটের কারণে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি ৷ চোট সারিয়ে সীমিত ওভারের ফরম্যাটে ফিরছেন রাহুল ৷ ব্যাটসম্যান লোকেশকে কাজে লাগাতে চাইছেন কোহলি ৷ উইকেটের পিছনে হয়ত ঋষভ পন্থকে দেখা যাবে ৷

বিরাট কোহলি : টেস্ট সিরিজ়ে ফর্মের ধারেকাছে পাওয়া যায়নি ৷ টি-20তে রানমেশিনের ব্যাট জেগে ওঠার আশায় তাঁর অনুরাগীরা ৷

শ্রেয়াস আইয়ার : গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনে ভারতীয় দলের চিন্তার ভাঁজ দূর করেছেন শ্রেয়াস ৷ কিন্তু পাঁচ ম্যাচের এই সিরিজে ধারাবাহিক পারফর্ম করতে হবে শ্রেয়াসকে ৷ কারণ সঞ্জু স্যামসন, ইশান কিষাণদের মতো ব্যাটসম্যানরা সুযোগের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ৷

সূর্যকুমার যাদব : আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্য এবার মেন ইন ব্লু-র জার্সিতে ৷ জাতীয় দলে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন সূর্যকুমার ৷ বছর দুয়েক ধরে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা সূর্যকুমার জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষাতেই ছিলেন ৷ সেই অপেক্ষার অবসান হয়েছে ৷ যদিও তাঁর এবং ইষাণ কিষাণের মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে ৷ তবে টি-20 বিশ্বকাপের কথা চিন্তা করলে মিডল অর্ডারে সূর্যকুমারকে খেলিয়ে দেখতে পারে ভারত ৷

ঋষভ পন্থ : শেষ দুটি টেস্ট সিরিজে হিরোর তকমা পেয়েছেন ৷ টি-20 দলে কামব্যাক হতে চলেছে পন্থের ৷ কিন্তু ফরম্যাটের পরিবর্তনে পন্থের পারফরম্যান্সের পরিবর্তন যেন না হয় ৷

হার্দিক পাণ্ডিয়া : বড় শট নেওয়ার ক্ষমতা এবং অলরাউন্ড পারফরম্যান্সের জন্য সীমিত ওভারে কোহলির দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তবে বল হাতে পাণ্ডিয়াকে দেখা যাবে কি না জানা নেই ৷

অক্ষর প্যাটেল : সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ওয়াশিংটন সুন্দরকে দলের বাইরে রাখাটা চাপের ৷ কিন্তু দ্বিতীয় স্পিনার হিসেবে অক্ষরের পাল্লাটা একটু বেশি ঝুঁকে ৷ পাশাপাশি ফিল্ডিংটাও দুরন্ত করেন অক্ষর ৷ এটাও তাঁকে এগিয়ে রাখতে পারে ৷

ভুবনেশ্বর কুমার : চোটের কারণে গত দু'বছর ধরে ভারতীয় দল থেকে উধাও ছিলেন ভুবি ৷ বুমরার অনুপস্থিতিতে ভুবনেশ্বরের উপরেই ভরসা রাখছে কোহলি-শাস্ত্রী জুটি ৷

যুজবেন্দ্র চহাল : ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে সফল স্পিনার ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারে দলে ফিরছেন চহাল ৷

দীপক চাহার : ডেথ ওভারের আদর্শ বোলার টি নটরাজন ৷ কিন্তু হয়ত আজকের ম্যাচে থাকছেন না টি নটরাজন ৷ তাঁর পরিবর্তে দীপক চাহারকে বেছে নেওয়া হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.