কলকাতা, 28 অক্টোবর : কোরোনা সংক্রমণের জেরে সবকিছু স্তব্ধ । ফলে গত মরশুমে অর্ধেক অবস্থায় কলকাতা ময়দানের ক্রিকেটে দাড়ি টেনেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ।
তবে এখনও পরিস্থিতির উন্নতি হয়নি । এই অবস্থায় নতুন মরশুম শুরু করার কথা ভাবা হলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই কোরোনা ভাইরাস । যদিও তার মধ্যেই বিধিনিষেধের লক্ষণরেখা টেনে ক্রিকেট এবং ফুটবল শুরু হয়েছে । মরুদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং এই দেশের মাঠে ফুটবলের আয়োজন করেছেন আয়োজকরা । আর তাতেই আশার আলো দেখছেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের অব বেঙ্গলের কর্তারা ।
নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন । সেই মতো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছয় দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে CAB । সেই আয়োজনের ক্ষেত্রে IPL-এ যে ধরনের সুরক্ষাবিধি মানা হয়েছে তা এখানেও করা হবে । ছয় দলের ক্রিকেটার, কোচ, কর্তা,আম্পায়ার, স্কোরারদের জৈব সুরক্ষা বলয়ে রাখা ছাড়া দর্শকশূন্য ইডেনে টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা CAB-র । এছাড়াও 2021-এর জানুয়ারিতে অনুমোদিত ক্লাবগুলোকে অনুশীলনে নামার কথা বলা হবে বলে ভেবে রাখা হয়েছে । সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে কলকাতা ময়দানের ক্রিকেট লিগকে ছোট আঙ্গিকে করার চেষ্টা হবে । তার আগে দলবদল সেরে নেওয়া হবে । পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কোরোনা পরিস্থিতি নিয়ে নির্দেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান দেখে CAB তার পরিকল্পনা রূপায়নে উদ্যোগী হবে ।