ETV Bharat / sports

ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে আবেদন প্রবীণ আমরের - AJINKAY RAHANE

ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে চেয়ে আবেদন করলেন প্রাক্তন ব্যাটসম্যান এবং কোচ প্রবীণ আমরে ।

প্রবীণ আমরে
author img

By

Published : Jul 30, 2019, 11:57 AM IST

মুম্বই, 30 জুলাই : ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে চেয়ে আবেদন করলেন প্রাক্তন ব্যাটসম্যান এবং কোচ প্রবীণ আমরে । এরই মধ্যে, ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিংও ।

গত পাঁচ বছর ধরে ভারতীয় টিমের ব্যাটিং ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জয় বাঙ্গার । রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলে দু'জনের সঙ্গেই কাজ করেছেন তিনি । ভারতীয় টিমের সহকারী কোচের দায়িত্বও সামলাচ্ছেন তিনি ।

এদিকে বাঙ্গারের মতো আমরেরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে । কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তাঁর । IPL-এ নিয়ম করে কোচিং করেন । চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালসের স্কাউটিং হেড ছিলেন । সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন ।

সচিন তেন্ডুলকর যেখানকার ছাত্র, সেই রমাকান্ত আচরেকরের অ্যাকাডেমি থেকেই উঠেছেন আমরে । বর্তমানে তিনি অজিঙ্ক রাহানের ব্যক্তিগত কোচ । সেই সঙ্গে আমরের কাছে ব্যাটিংয়ের কোচিং নেন সুরেশ রায়না, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক ও রবিন উত্থাপ্পা ।

মুম্বই, 30 জুলাই : ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে চেয়ে আবেদন করলেন প্রাক্তন ব্যাটসম্যান এবং কোচ প্রবীণ আমরে । এরই মধ্যে, ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিংও ।

গত পাঁচ বছর ধরে ভারতীয় টিমের ব্যাটিং ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জয় বাঙ্গার । রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলে দু'জনের সঙ্গেই কাজ করেছেন তিনি । ভারতীয় টিমের সহকারী কোচের দায়িত্বও সামলাচ্ছেন তিনি ।

এদিকে বাঙ্গারের মতো আমরেরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে । কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তাঁর । IPL-এ নিয়ম করে কোচিং করেন । চলতি মরসুমে দিল্লি ক্যাপিটালসের স্কাউটিং হেড ছিলেন । সৌরভ গাঙ্গুলি ও রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন ।

সচিন তেন্ডুলকর যেখানকার ছাত্র, সেই রমাকান্ত আচরেকরের অ্যাকাডেমি থেকেই উঠেছেন আমরে । বর্তমানে তিনি অজিঙ্ক রাহানের ব্যক্তিগত কোচ । সেই সঙ্গে আমরের কাছে ব্যাটিংয়ের কোচিং নেন সুরেশ রায়না, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক ও রবিন উত্থাপ্পা ।

Hyderabad, July 30 (ANI): A man was booked here for allegedly kissing an on-duty policeman during the Bonalu festival procession on Sunday. Police said that the arrested man appeared to be in an inebriated condition. He informed that a case had been registered against Bhanu for obstructing a policeman under Section 353 of the Indian Penal Code. Bonalu festival was celebrated in Telangana on Sunday.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.