দিল্লি, ৩ এপ্রিল: কোরোনা পরিস্থিতি নিয়ে দেশের ৪০ জন বিশিষ্ট খেলোয়াড়দের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁদের মধ্যে ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলি প্রমুখ । একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের এই কঠিন সময়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে, তাঁদেরকে সতর্কতার বার্তা প্রদান করতে নতুন কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী এই ভিডিয়ো কনফারেন্সিং করেন ।
কোরোনা সতর্কতার বার্তা যাতে মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য খেলোয়াড়দের কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী । তাঁর ইচ্ছা কোরোনা সতর্কতার বার্তা প্রচারে এগিয়ে আসুক দেশের নামজাদা এই খেলোয়াড়রা । আজকের ভিডিয়ো কনফারেন্স যে শুধু সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বরাই ছিলেন তা নয়, ছিলেন অন্য খেলোয়াড়ও । প্রধানমন্ত্রী চান দেশে প্যানডেমিক রুখতে, মানুষকে আরও বেশি সতর্ক করতে এগিয়ে আসুক তাঁরা ।
কোরোনা প্রতিরোধে স্বাস্থ্য ও পুলিশ পরিষেবা সামনের সারিতে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়রা । স্বাস্থ্য ও পুলিশ পরিষেবার সঙ্গে যুক্ত থাকা সমস্ত কর্মীদের দিনরাত নিঃস্বার্থ পরিষেবা প্রদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন । এছাড়াও রোগ প্রতিরোধ বাড়াতে সবার সরকারি নির্দেশিকা মেনে চলা আবশ্যক । পাশাপাশি বাড়াতে হবে মানসিক জোরকেও ।
অন্যদিকে 15 এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে ত্রয়োদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । পরিবর্তিত সময়সূচি অক্টোবর-নভেম্বর নাগাদ করার কথা ভাবছে BCCI কর্তৃপক্ষ । কিন্তু এটা তখনই সম্ভব যদি অস্ট্রেলিয়াতে T-20 বিশ্বকাপ স্থগিত রাখে ICC কর্তৃপক্ষ । এদিকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, "ক্রিকেটের বিষয়টি নিয়ে BCCI ভাবনা-চিন্তা করছে । কিন্তু দেশে এখন কোরোনার প্রভাবে অতিমারী তৈরি হতে পারে । সেক্ষেত্রে বহু মানুষ আক্রান্ত হতে পারেন । ১৪ এপ্রিলের পর নতুন সরকারি নির্দেশিকা অনুসারে IPL ফ্রাঞ্চাইজিরা পরবর্তী বৈঠক করবেন ।"