ETV Bharat / sports

মেয়রের সঙ্গে দেখা করতে পৌরনিগমে 'পিঙ্কু টিঙ্কু' - kolkata Municipal Corporation related news

কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করল দেশের প্রথম পিঙ্ক বলে ডে-নাইট টেস্ট ম্যাচের ম্যাসকট 'পিঙ্কু টিঙ্কু' ৷

মেয়র
author img

By

Published : Nov 19, 2019, 3:39 AM IST

Updated : Nov 19, 2019, 8:33 AM IST

কলকাতা, 19 নভেম্বর : দেশের প্রথম পিঙ্ক বলে ডে-নাইট টেস্ট ম্যাচের ম্যাসকট 'পিঙ্কু টিঙ্কু' এল কলকাতা পৌরনিগমে ৷ দেখা করল মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ৷ সেইসঙ্গে ঐতিহাসিক টেস্ট ম্যাচের টিকিট তুলে দিল মেয়রের হাতে ৷

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "গর্বিত যে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট আমাদের কলকাতায় হচ্ছে ৷ এটা সত্যি বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি ৷ এই পিঙ্ক বল টেস্ট কলকাতায় নিয়ে আসার জন্য সৌরভকে ধন্যবাদ জানাই ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন ৷ আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ এটা আমাদের কলকাতার কাছে বড় সম্মান ৷ এর জন্য সৌরভ এবং BCCI-কে ধন্যবাদ জানাই ৷ "

তিনি আরও জানিয়েছেন, এই টেস্ট ম্যাচকে সফল করতে কলকাতা পৌরনিগমের তরফে সব রকম সহযোগিতা করা হবে ৷

কলকাতা, 19 নভেম্বর : দেশের প্রথম পিঙ্ক বলে ডে-নাইট টেস্ট ম্যাচের ম্যাসকট 'পিঙ্কু টিঙ্কু' এল কলকাতা পৌরনিগমে ৷ দেখা করল মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে ৷ সেইসঙ্গে ঐতিহাসিক টেস্ট ম্যাচের টিকিট তুলে দিল মেয়রের হাতে ৷

মেয়র ফিরহাদ হাকিম বলেন, "গর্বিত যে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট আমাদের কলকাতায় হচ্ছে ৷ এটা সত্যি বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি ৷ এই পিঙ্ক বল টেস্ট কলকাতায় নিয়ে আসার জন্য সৌরভকে ধন্যবাদ জানাই ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন ৷ আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ এটা আমাদের কলকাতার কাছে বড় সম্মান ৷ এর জন্য সৌরভ এবং BCCI-কে ধন্যবাদ জানাই ৷ "

তিনি আরও জানিয়েছেন, এই টেস্ট ম্যাচকে সফল করতে কলকাতা পৌরনিগমের তরফে সব রকম সহযোগিতা করা হবে ৷

Intro:ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচের ম্যাসকট পিঙ্কু পিঙ্কু টিংকু এলো পুর নিগমে মেয়রের সঙ্গে দেখা করতেBody:ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচের ম্যাসকট পিঙ্কু পিঙ্কু টিংকু এলো পুর নিগমে মেয়রের সঙ্গে দেখা করতেConclusion:
Last Updated : Nov 19, 2019, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.