ETV Bharat / sports

গোলাপি ইডেনে দুরন্ত ইশান্ত শর্মা, ভারতীয় পেসারদের দাপটে দিশাহারা বাংলাদেশ - day - night testin eden

ভারতীয় পেসারদের দাপটে দিশাহারা বাংলাদেশের ইনিংস ৷ গোলাপি ইডেন শাসন করলেন ইশান্ত শর্মা ৷ ব্যাট হাতেও ভালো শুরু ভারতের ৷ অর্ধশতরান করে ক্রিজে আছেন কিং কোহলি ৷

গোলাপি টেস্ট
author img

By

Published : Nov 22, 2019, 10:34 PM IST

কলকাতা, 22 নভেম্বর : ইডেনে রাজকীয় আয়োজন গোলাপি বলে দিন রাতের টেস্টের ৷ সকাল থেকেই চাঁদের হাট ইডেনে ৷ ক্রিকেটের কিংবদন্তিরা ছাড়াও হাজির ছিলেন দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ কিন্তু শুরু থেকেই বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং-এ তাল কাটল ইডেনে ৷ ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা পদ্মা পারের ব্যাটসম্যানরা ৷ অন্যদিকে ব্যাটিং করতে নেমে তাল কাটল ভারতেরও ৷ তবে দিনের শেষে ব্যাট হাতে ইডেন শাসন সেই কিং কোহলির ৷

এদিন টস জিতে প্রথমে ইডেনের 22 গজে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক ৷ শুরুতেই বেঙ্গল টাইগারদের ব্যাটিং-এর উপর আঘাত হানেন ইশান্ত শর্মা ৷ ব্যক্তিগত 4 রানেই ফিরলেন সাজঘরে ৷ এরপর বাংলাদেশের মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরলেন শূন্য রানেই ৷ গত ম্যাচে দুই ইনিংসে ভালো খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও নিজের উইকেট হারালেন 0 রানেই ৷

এরপর লিটন দাস ও ওপেনার শাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ করার চেস্টা করলেন ৷ কিন্তু মহম্মদ শামির বিষাক্ত বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন লিটন দাস ৷ তারপরই উমেশ যাদবের বলে উইকেটের পিছনে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান শিকারি শাদমান ইসলাম ৷

image
নইম হাসানের উইকেট নেওয়া পর ইশান্ত শর্মা

শাদমান ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ল বাংলাদেশি ব্যাটিং ৷ একে একে ফিরলেন ইবাদত হোসেন, মেহেদি হাসান, নইম হাসান ও আবু জ়ায়েদ ৷ ইশান্ত শর্মা নিলেন 5 উইকেট ৷ প্রথম ভারতীয় হিসাবে গোলাপি বলে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি ৷ উমেশ যাদব নিলেন 3 টি উইকেট, মহম্মদ শামি নিলেন 2টি উইকেট ৷ ভারতীয় স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনকে বোলিংই করতে হল না ৷

image
ইডেনে ব্যাট হাতে দুরন্ত কোহলি

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ময়ঙ্কের উইকেট খোয়াল ভারত ৷ যদিও রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু ইবাদত হোসেনের দুরন্ত ইন-সুইংয়ে ফিরতে হয় রোহিতকে ৷ অন্যদিকে ফের স্বমহিমায় দেখা গেল অধিনায়ক কোহলিকে ৷ প্রথম দিনের খেলার শেষে অপরাজিত 59 রান করে ক্রিজে আছেন তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন চেতেশ্বর পূজারাও ৷ গোলাপি বলে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অর্ধশতরান গড়ার রেকর্ড করলেন তিনি ৷ প্রথম দিনের শেষে 3 উইকেটের বিনিময়ে 174 রান বোর্ডে তুলেছে ভারত ৷

কলকাতা, 22 নভেম্বর : ইডেনে রাজকীয় আয়োজন গোলাপি বলে দিন রাতের টেস্টের ৷ সকাল থেকেই চাঁদের হাট ইডেনে ৷ ক্রিকেটের কিংবদন্তিরা ছাড়াও হাজির ছিলেন দুই দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ কিন্তু শুরু থেকেই বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং-এ তাল কাটল ইডেনে ৷ ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা পদ্মা পারের ব্যাটসম্যানরা ৷ অন্যদিকে ব্যাটিং করতে নেমে তাল কাটল ভারতেরও ৷ তবে দিনের শেষে ব্যাট হাতে ইডেন শাসন সেই কিং কোহলির ৷

এদিন টস জিতে প্রথমে ইডেনের 22 গজে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক ৷ শুরুতেই বেঙ্গল টাইগারদের ব্যাটিং-এর উপর আঘাত হানেন ইশান্ত শর্মা ৷ ব্যক্তিগত 4 রানেই ফিরলেন সাজঘরে ৷ এরপর বাংলাদেশের মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান ফিরলেন শূন্য রানেই ৷ গত ম্যাচে দুই ইনিংসে ভালো খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও নিজের উইকেট হারালেন 0 রানেই ৷

এরপর লিটন দাস ও ওপেনার শাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ করার চেস্টা করলেন ৷ কিন্তু মহম্মদ শামির বিষাক্ত বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়লেন লিটন দাস ৷ তারপরই উমেশ যাদবের বলে উইকেটের পিছনে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার ও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান শিকারি শাদমান ইসলাম ৷

image
নইম হাসানের উইকেট নেওয়া পর ইশান্ত শর্মা

শাদমান ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ল বাংলাদেশি ব্যাটিং ৷ একে একে ফিরলেন ইবাদত হোসেন, মেহেদি হাসান, নইম হাসান ও আবু জ়ায়েদ ৷ ইশান্ত শর্মা নিলেন 5 উইকেট ৷ প্রথম ভারতীয় হিসাবে গোলাপি বলে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি ৷ উমেশ যাদব নিলেন 3 টি উইকেট, মহম্মদ শামি নিলেন 2টি উইকেট ৷ ভারতীয় স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনকে বোলিংই করতে হল না ৷

image
ইডেনে ব্যাট হাতে দুরন্ত কোহলি

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ময়ঙ্কের উইকেট খোয়াল ভারত ৷ যদিও রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা ইনিংসের হাল ধরেন ৷ কিন্তু ইবাদত হোসেনের দুরন্ত ইন-সুইংয়ে ফিরতে হয় রোহিতকে ৷ অন্যদিকে ফের স্বমহিমায় দেখা গেল অধিনায়ক কোহলিকে ৷ প্রথম দিনের খেলার শেষে অপরাজিত 59 রান করে ক্রিজে আছেন তিনি ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন চেতেশ্বর পূজারাও ৷ গোলাপি বলে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অর্ধশতরান গড়ার রেকর্ড করলেন তিনি ৷ প্রথম দিনের শেষে 3 উইকেটের বিনিময়ে 174 রান বোর্ডে তুলেছে ভারত ৷

Intro:azhar


Body:sania


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.