ETV Bharat / sports

"ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য পাকিস্তান ক্রিকেটারদের ভিসার ব্যবস্থা করুক ICC" - পাকিস্তান

ওয়াসিম খানের আশা, ICC চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারির মধ্যে এই বিষয়ে তাদের মতামত জানাবে ৷ তিনি বলেন, বিশ্ব ক্রিকেট সংস্থার এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ভারত সরকারের সঙ্গে কথা বলা উচিত ৷ এবং পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালরা যাতে নির্দিষ্ট সময়ে ভিসা হাতে পান তার ব্যবস্থা করা ৷

ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
author img

By

Published : Oct 19, 2020, 9:11 PM IST

দিল্লি, 19 অক্টোবর : আগামী বছর টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালদের ভারতের ভিসার ব্যবস্থা করুক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ আজ এই দাবি তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO ওয়াসিম খান ৷ 2021 সালের অক্টোবরে ভারতে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷

ওয়াসিম খানের আশা, ICC চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারির মধ্যে এই বিষয়ে তাদের মতামত জানাবে ৷ তিনি বলেন, বিশ্ব ক্রিকেট সংস্থার এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ভারত সরকারের সঙ্গে কথা বলা উচিত ৷ এবং পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালরা যাতে নির্দিষ্ট সময়ে ভিসা হাতে পান তার ব্যবস্থা করা ৷

2013 সালের জানুয়ারির পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ৷ সেই সময় পাকিস্তান ভারত সফরে এসে 2টি টি 20 ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ৷ 2007-08 সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি এই দুই দেশ ৷ যদিও অতীতে বহুবার দ্বিপাক্ষিক সিরিজ় খেলার জন্য দুই তরফেই চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু তা বাস্তবায়ন হয়নি ৷ যদিও ICC-র বড় বড় ইভেন্ট, বিশ্বকাপ ও এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দেশ ৷

অন্যদিকে এর আগেও পাকিস্তান অ্যাথলিটরা ভারতীয় ভিসার সমস্যায় পড়েছিলন ৷ গত বছর ISSF বিশ্বকাপে পাকিস্তানি শুটারদের সময়মতো ভিসা দেয়নি দিল্লি ৷

সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO বলেন, ‘‘ এটা সম্পূর্ণ ICC-র ব্যাপার ৷ টি-20 বিশ্বকাপ আয়োজনের চুক্তি অনুযায়ী, আয়োজককারী দেশকে অংশগ্রহণকারী দেশের সমস্ত ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা ও অনান্য বিষয়গুলি আয়োজন করতে হবে ৷ আমরা ICC-র থেকে নিশ্চয়তা চাইছি ৷ আমরা আশা করছি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার করে দেবে ৷’’

একই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে তিনি বলেন, ‘‘আমি মনে করি আমাদের বাস্তবসম্মত হতেই হবে ৷ পাকিস্তানের বিরুদ্ধে ঘরে কিংবা বাইরে দ্বিপাক্ষিক সিরিজ় খেলার জন্য ভারত সরকারের অনুমতি প্রয়োজন BCCI-এর ৷ তাই আমার মনে হয় না খুব তাড়াতাড়ি ভারত-পারিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় খেলা হবে ৷ ’’

দিল্লি, 19 অক্টোবর : আগামী বছর টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালদের ভারতের ভিসার ব্যবস্থা করুক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ আজ এই দাবি তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO ওয়াসিম খান ৷ 2021 সালের অক্টোবরে ভারতে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷

ওয়াসিম খানের আশা, ICC চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারির মধ্যে এই বিষয়ে তাদের মতামত জানাবে ৷ তিনি বলেন, বিশ্ব ক্রিকেট সংস্থার এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ভারত সরকারের সঙ্গে কথা বলা উচিত ৷ এবং পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালরা যাতে নির্দিষ্ট সময়ে ভিসা হাতে পান তার ব্যবস্থা করা ৷

2013 সালের জানুয়ারির পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ৷ সেই সময় পাকিস্তান ভারত সফরে এসে 2টি টি 20 ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ৷ 2007-08 সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি এই দুই দেশ ৷ যদিও অতীতে বহুবার দ্বিপাক্ষিক সিরিজ় খেলার জন্য দুই তরফেই চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু তা বাস্তবায়ন হয়নি ৷ যদিও ICC-র বড় বড় ইভেন্ট, বিশ্বকাপ ও এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দেশ ৷

অন্যদিকে এর আগেও পাকিস্তান অ্যাথলিটরা ভারতীয় ভিসার সমস্যায় পড়েছিলন ৷ গত বছর ISSF বিশ্বকাপে পাকিস্তানি শুটারদের সময়মতো ভিসা দেয়নি দিল্লি ৷

সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO বলেন, ‘‘ এটা সম্পূর্ণ ICC-র ব্যাপার ৷ টি-20 বিশ্বকাপ আয়োজনের চুক্তি অনুযায়ী, আয়োজককারী দেশকে অংশগ্রহণকারী দেশের সমস্ত ক্রিকেটার ও অফিসিয়ালদের ভিসা ও অনান্য বিষয়গুলি আয়োজন করতে হবে ৷ আমরা ICC-র থেকে নিশ্চয়তা চাইছি ৷ আমরা আশা করছি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে পুরো বিষয়টি পরিষ্কার করে দেবে ৷’’

একই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে তিনি বলেন, ‘‘আমি মনে করি আমাদের বাস্তবসম্মত হতেই হবে ৷ পাকিস্তানের বিরুদ্ধে ঘরে কিংবা বাইরে দ্বিপাক্ষিক সিরিজ় খেলার জন্য ভারত সরকারের অনুমতি প্রয়োজন BCCI-এর ৷ তাই আমার মনে হয় না খুব তাড়াতাড়ি ভারত-পারিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ় খেলা হবে ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.