ETV Bharat / sports

আজকের দিনেই শতাব্দীর সেরা বলে মাইক গাটিং কে আউট করেন ওয়ার্ন - শেন ওয়ার্ন

আজকের দিনে 1993 সালে শেন ওয়ার্নের বিখ্যাত বলে আউট হন প্রবাদপ্রতিম ইংলিশ ব্যাটসম্যান মাইক গাটিং। লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করে গাটিং এর অফ স্ট্যাম্পে লাগে ।

Image
Shane warne
author img

By

Published : Jun 4, 2020, 9:32 PM IST

দিল্লি, 4 জুন: অনেকেই ক্রিকেটের ইতিহাসে শেনওয়ার্নকে বিশ্বের সেরা স্পিনার বলে গণ্য করেন । টেস্ট ক্রিকেটে তার 708 টি উইকেট নিজেই একটি মাইলস্টোন। তবেশুধু পরিসংখ্যানই নয় তার আমলের ব্যাটসম্যানদের বোকা বানানোর সমস্ত রসদ মজুত ছিলশেন ওয়ার্নের হাতে ।

শেনওয়ার্ন তাঁর প্রথম অ্যাসেজ টুরে ইংল্যান্ড গিয়েছিলেন ১৯৯৩ সালে । ওয়ার্ন সেইসিরিজে একজন প্রতিশ্রুতি মান বলার হিসাবেই গিয়েছিলেন ।

1993 সালের4 জুনঅর্থাৎ আজকের দিনে তৎকালীন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যালান বর্ডার লেগ স্পিনারশেন ওয়ার্নের হাতে বল তুলে দিয়েছিলেন। প্রতিপক্ষের ব্যাটিং করছিলেন প্রবাদপ্রতিমইংল্যান্ড ব্যাটসম্যান মাইক গাটিং।

শেনওয়ার্ন বল করলেন । বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করলো । গাটিং বলটা ছেড়ে দিলেন। বলটা টার্ন করে তাঁর অফ স্ট্যাম্পের উইকেটে লাগলো ।

কার্যতহতবাক হয়ে গিয়েছিলেন গাটিং । তিনি প্যাভিলিয়ন এ যাওয়ার রাস্তায় বারবার পিছনেতাকিয়েছিল। গাটিং স্বপ্নেও ভাবেননি, একটা বল এতটা টার্ন করতে পারে ।

পরেওই বলটার ভিডিও দেখে গাটিং বলেছিলেন, “এইটা খেলার অন্যতম সুন্দর হাইলাইটস।এটা সেই ইতিহাসের খন্ড, যেটা শুধুআমি নয়, বিশ্বক্রিকেটের সম্ভবত সর্বকালের সেরা লেগ স্পিনার আছেন ।

এর কয়েক বছর পর, 2005সালে ফের একই কৃতিত্ব করে দেখানশেন ওয়ার্ন। এবার তাঁর শিকার হন অ্যান্ড্রু স্ট্রাউস।

দিল্লি, 4 জুন: অনেকেই ক্রিকেটের ইতিহাসে শেনওয়ার্নকে বিশ্বের সেরা স্পিনার বলে গণ্য করেন । টেস্ট ক্রিকেটে তার 708 টি উইকেট নিজেই একটি মাইলস্টোন। তবেশুধু পরিসংখ্যানই নয় তার আমলের ব্যাটসম্যানদের বোকা বানানোর সমস্ত রসদ মজুত ছিলশেন ওয়ার্নের হাতে ।

শেনওয়ার্ন তাঁর প্রথম অ্যাসেজ টুরে ইংল্যান্ড গিয়েছিলেন ১৯৯৩ সালে । ওয়ার্ন সেইসিরিজে একজন প্রতিশ্রুতি মান বলার হিসাবেই গিয়েছিলেন ।

1993 সালের4 জুনঅর্থাৎ আজকের দিনে তৎকালীন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যালান বর্ডার লেগ স্পিনারশেন ওয়ার্নের হাতে বল তুলে দিয়েছিলেন। প্রতিপক্ষের ব্যাটিং করছিলেন প্রবাদপ্রতিমইংল্যান্ড ব্যাটসম্যান মাইক গাটিং।

শেনওয়ার্ন বল করলেন । বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করলো । গাটিং বলটা ছেড়ে দিলেন। বলটা টার্ন করে তাঁর অফ স্ট্যাম্পের উইকেটে লাগলো ।

কার্যতহতবাক হয়ে গিয়েছিলেন গাটিং । তিনি প্যাভিলিয়ন এ যাওয়ার রাস্তায় বারবার পিছনেতাকিয়েছিল। গাটিং স্বপ্নেও ভাবেননি, একটা বল এতটা টার্ন করতে পারে ।

পরেওই বলটার ভিডিও দেখে গাটিং বলেছিলেন, “এইটা খেলার অন্যতম সুন্দর হাইলাইটস।এটা সেই ইতিহাসের খন্ড, যেটা শুধুআমি নয়, বিশ্বক্রিকেটের সম্ভবত সর্বকালের সেরা লেগ স্পিনার আছেন ।

এর কয়েক বছর পর, 2005সালে ফের একই কৃতিত্ব করে দেখানশেন ওয়ার্ন। এবার তাঁর শিকার হন অ্যান্ড্রু স্ট্রাউস।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.