দিল্লি, 4 জুন: অনেকেই ক্রিকেটের ইতিহাসে শেনওয়ার্নকে বিশ্বের সেরা স্পিনার বলে গণ্য করেন । টেস্ট ক্রিকেটে তার 708 টি উইকেট নিজেই একটি মাইলস্টোন। তবেশুধু পরিসংখ্যানই নয় তার আমলের ব্যাটসম্যানদের বোকা বানানোর সমস্ত রসদ মজুত ছিলশেন ওয়ার্নের হাতে ।
শেনওয়ার্ন তাঁর প্রথম অ্যাসেজ টুরে ইংল্যান্ড গিয়েছিলেন ১৯৯৩ সালে । ওয়ার্ন সেইসিরিজে একজন প্রতিশ্রুতি মান বলার হিসাবেই গিয়েছিলেন ।
1993 সালের4 জুনঅর্থাৎ আজকের দিনে তৎকালীন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যালান বর্ডার লেগ স্পিনারশেন ওয়ার্নের হাতে বল তুলে দিয়েছিলেন। প্রতিপক্ষের ব্যাটিং করছিলেন প্রবাদপ্রতিমইংল্যান্ড ব্যাটসম্যান মাইক গাটিং।
শেনওয়ার্ন বল করলেন । বলটা লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করলো । গাটিং বলটা ছেড়ে দিলেন। বলটা টার্ন করে তাঁর অফ স্ট্যাম্পের উইকেটে লাগলো ।
কার্যতহতবাক হয়ে গিয়েছিলেন গাটিং । তিনি প্যাভিলিয়ন এ যাওয়ার রাস্তায় বারবার পিছনেতাকিয়েছিল। গাটিং স্বপ্নেও ভাবেননি, একটা বল এতটা টার্ন করতে পারে ।
পরেওই বলটার ভিডিও দেখে গাটিং বলেছিলেন, “এইটা খেলার অন্যতম সুন্দর হাইলাইটস।এটা সেই ইতিহাসের খন্ড, যেটা শুধুআমি নয়, বিশ্বক্রিকেটের সম্ভবত সর্বকালের সেরা লেগ স্পিনার আছেন ।”
এর কয়েক বছর পর, 2005সালে ফের একই কৃতিত্ব করে দেখানশেন ওয়ার্ন। এবার তাঁর শিকার হন অ্যান্ড্রু স্ট্রাউস।