কলকাতা, 31 মার্চ : কুড়ি বছর আগে আজকের দিনেই প্রথম ব্য়াটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 10 হাজার রান করেছিলেন সচিন তেন্ডুলকার ৷ 2001 সালে ইন্দোরের নেহরু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন এই মাইলস্টোন অর্জন করেন ৷ যে ম্যাচে অতিথি অস্ট্রেলিয়ানদের কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছিলেন মাস্টার ব্লাস্টার ৷ সেই ম্যাচে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে 199 রানের পার্টনারশিপ করেছিলেন তিনি ৷ যে ম্যাচে সচিন সেঞ্চুরিও করেছিলেন ৷
50 ওভারের ম্যাচে 259 তম ইনিংসে সচিন এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ অজ়িদের বিরুদ্ধে সেই ম্যাচে মোট 139 রান করেন সচিন তেন্ডুলকার ৷ যে ইনিংসে ভর করে ভারত নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 299 রান করে ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 181 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় ৷ ফলে 118 রানের বড় জয় পায় ভারতীয় দল ৷ সেই ম্যাচে ভারতের হয়ে অজিত আগারকর এবং হরভজন সিং 3টি করে উইকেট নেন ৷
আরও পড়ুন : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআই’র নতুন অফিস
পরবর্তীকালে আন্তর্জাতিক ওয়ান’ডে-তে সচিন 463 ম্য়াচ খেলে 44.8 গড় এবং 86.2 স্ট্রাইক রেটে মোট 18,426 রান করেন সচিন ৷ 2013 সালে 16 নভেম্বর শেষ টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি ৷ টেস্ট 200 ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার তিনি ৷ গত সপ্তাহে সচিন তেন্ডুলকারের করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ তিনি হোম কোয়ারানন্টাইনে রয়েছেন ৷