ETV Bharat / sports

স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ কপিলের নেতৃত্বাধীন CAC-কে

স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি (CAC)-এর সদস্যদের বিরুদ্ধে ৷ তাঁদের নোটিশ পাঠিয়েছে BCCI ৷

কপিল দেব
author img

By

Published : Sep 29, 2019, 1:22 AM IST

দিল্লি, 29 সেপ্টেম্বর : কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির (CAC) সদস্যদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল ৷ এনিয়ে গতকাল কমিটির তিন সদস্যকে চিঠি পাঠান BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈন ৷ 10 অক্টোবরের মধ্যে কপিলদের জবাব দিতে বলা হয়েছে ৷

চলতি বছরের 50 ওভারের বিশ্বকাপের পর ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চেয়েছিল BCCI । সেজন্য কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি গঠন করা হয়েছিল ৷ কমিটিতে ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও । তাঁরাই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিলেন ৷

Kapil Dev
ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির তিন সদস্য

আর সেই কমিটির তিন সদস্যের বিরুদ্ধেই স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জয় গুপ্ত ৷ তাঁর অভিযোগ, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি একাধিক ক্রিকেটীয় কাজকর্মের সঙ্গে যুক্ত কপিল দেবরা ৷ যা বোর্ডের সংবিধান বিরোধী ৷ সঞ্জয়ের অভিযোগপত্র অনুযায়ী, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি একটি ফ্লাড লাইট কম্পানির মালিক 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ৷ একইসঙ্গে তিনি ধারাভাষ্যকার ও ভারতীয় ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সদস্যও ৷

অংশুমানের ক্ষেত্রে সঞ্জয়ের অভিযোগ, একটি অ্যাকাডেমি চালান ভারতের প্রাক্তন কোচ ৷ একইসঙ্গে বোর্ডের অ্যাফিলিয়েশন কমিটির সদস্য অংশুমান ৷ অন্যদিকে, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্য শান্তা ৷ কপিল দেবদের নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন এক BCCI আধিকারিক ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "হ্যাঁ ৷ এফিডেভিট দিয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে তাঁদের ৷ "

এই সংক্রান্ত আরও খবর : "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক", টুইট সৌরভের

তবে প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ নতুন নয় ৷ মাসদেড়েক আগেই রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল ৷ তা নিয়ে এখনও জলঘোলা চলছে ৷ দ্রাবিড়ের আগে সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল ৷ আর প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার এই সদস্যই ৷

দিল্লি, 29 সেপ্টেম্বর : কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির (CAC) সদস্যদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল ৷ এনিয়ে গতকাল কমিটির তিন সদস্যকে চিঠি পাঠান BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈন ৷ 10 অক্টোবরের মধ্যে কপিলদের জবাব দিতে বলা হয়েছে ৷

চলতি বছরের 50 ওভারের বিশ্বকাপের পর ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চেয়েছিল BCCI । সেজন্য কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি গঠন করা হয়েছিল ৷ কমিটিতে ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও । তাঁরাই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিলেন ৷

Kapil Dev
ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির তিন সদস্য

আর সেই কমিটির তিন সদস্যের বিরুদ্ধেই স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জয় গুপ্ত ৷ তাঁর অভিযোগ, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি একাধিক ক্রিকেটীয় কাজকর্মের সঙ্গে যুক্ত কপিল দেবরা ৷ যা বোর্ডের সংবিধান বিরোধী ৷ সঞ্জয়ের অভিযোগপত্র অনুযায়ী, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি একটি ফ্লাড লাইট কম্পানির মালিক 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ৷ একইসঙ্গে তিনি ধারাভাষ্যকার ও ভারতীয় ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সদস্যও ৷

অংশুমানের ক্ষেত্রে সঞ্জয়ের অভিযোগ, একটি অ্যাকাডেমি চালান ভারতের প্রাক্তন কোচ ৷ একইসঙ্গে বোর্ডের অ্যাফিলিয়েশন কমিটির সদস্য অংশুমান ৷ অন্যদিকে, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্য শান্তা ৷ কপিল দেবদের নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন এক BCCI আধিকারিক ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "হ্যাঁ ৷ এফিডেভিট দিয়ে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে তাঁদের ৷ "

এই সংক্রান্ত আরও খবর : "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক", টুইট সৌরভের

তবে প্রাক্তন ক্রিকেটারদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ নতুন নয় ৷ মাসদেড়েক আগেই রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল ৷ তা নিয়ে এখনও জলঘোলা চলছে ৷ দ্রাবিড়ের আগে সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল ৷ আর প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার এই সদস্যই ৷

AP Video Delivery Log - 1900 GMT News
Saturday, 28 September, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-1829: Zimbabwe Mugabe Mass AP Clients Only 4232252
Funeral mass as Mugabe is buried in Zvimba
AP-APTN-1823: UNGA Cuba AP Clients Only 4232251
Cuba denounces US travel ban on ex-leader Raul Castro
AP-APTN-1800: UK Johnson Conservatives AP Clients Only 4232250
UK PM arrives for Conservative Party Conference
AP-APTN-1755: Afghanistan Security AP Clients Only 4232249
Afghan security official praises voters for turning out
AP-APTN-1721: US IN Buttigieg Mom AP Clients Only 4232248
AP: Buttigieg's mom balances fears with hope
AP-APTN-1710: Rwanda Libya Refugees AP Clients Only 4232247
Libya family grateful to be taken in by Rwanda
AP-APTN-1706: Rwanda Refugees AP Clients Only 4232053
Rwanda welcomes first refugees from Libya
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.