ETV Bharat / sports

বিরাট নয়, রোহিতকে অধিনায়ক দেখতে চান ভারতের প্রাক্তন ক্রিকেটার !

উঠে আসছে ক্যাপ্টেন কোহলির বদলে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার কথাও ।

রোহিতকে অধিনায়ক দেখতে চান ভারতের প্রাক্তন ক্রিকেটার
author img

By

Published : Jul 13, 2019, 7:50 PM IST

মুম্বই, 13 জুলাই: সেমিফাইনালে হৃদয়বিদারক হার । কেটে গেছে তিনটে দিনও । এরই মধ্যে উঠে আসছে ক্যাপ্টেন কোহলির বদলে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার কথাও । আর এবিষয়টি আরও উসকে দিলেন দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ওয়াসিম জাফর । টুইটারে জাফর শেয়ার করলেন মনের কথা।

তিনি লিখেছেন, একদিনের ম্যাচ এবং T-20-র জন্য রোহিত শর্মার হাতে দলের ভার তুলে দেওয়া যেতে পারে । 2023 বিশ্বকাপে দলের ক্যাপ্টেন হিসেবে তিনি রোহিত শর্মাকেই দেখতে চান বলে উল্লেখ করেন ।

গ্রুপ লিগে শীর্ষে থাকলেও সেমিফাইনালে 18 রানে নিউজ়িল্যান্ডের কাছে পরাজয়ের পর অধিনায়ক বদল নিয়ে নানা প্রশ্নও উঠে এসেছে। ভারতের ''শকিং'' হারের পর অনেকেই হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, বিশ্বকাপে রানের পাহাড় গড়া রোহিতের হাতে থাকুক অধিনায়কত্ব, কোহলি আরও মন দিতে পারেন ব্যাটিংয়ে ।

2018 সালে রোহিতের অধিনায়কত্বে এশিয়া কাপ ও নিদহাস কাপ জিতেছে ভারত, কিন্তু বিরাটের অধিনায়কত্বে সাফল্য এসেছে শুধু মাত্র টেস্টে ।

মুম্বই ইন্ডিয়ান্সকে ৫টা IPL-এ নেতৃত্ব দিয়েছেন রোহিত। এসেছে সাফল্যও । চলতি বছরেই রোহিতের অধিনায়কত্বে IPL জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগেও জিতেছে দুটি খেতাব ।

মুম্বই, 13 জুলাই: সেমিফাইনালে হৃদয়বিদারক হার । কেটে গেছে তিনটে দিনও । এরই মধ্যে উঠে আসছে ক্যাপ্টেন কোহলির বদলে রোহিত শর্মার হাতে অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার কথাও । আর এবিষয়টি আরও উসকে দিলেন দেশের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ওয়াসিম জাফর । টুইটারে জাফর শেয়ার করলেন মনের কথা।

তিনি লিখেছেন, একদিনের ম্যাচ এবং T-20-র জন্য রোহিত শর্মার হাতে দলের ভার তুলে দেওয়া যেতে পারে । 2023 বিশ্বকাপে দলের ক্যাপ্টেন হিসেবে তিনি রোহিত শর্মাকেই দেখতে চান বলে উল্লেখ করেন ।

গ্রুপ লিগে শীর্ষে থাকলেও সেমিফাইনালে 18 রানে নিউজ়িল্যান্ডের কাছে পরাজয়ের পর অধিনায়ক বদল নিয়ে নানা প্রশ্নও উঠে এসেছে। ভারতের ''শকিং'' হারের পর অনেকেই হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, বিশ্বকাপে রানের পাহাড় গড়া রোহিতের হাতে থাকুক অধিনায়কত্ব, কোহলি আরও মন দিতে পারেন ব্যাটিংয়ে ।

2018 সালে রোহিতের অধিনায়কত্বে এশিয়া কাপ ও নিদহাস কাপ জিতেছে ভারত, কিন্তু বিরাটের অধিনায়কত্বে সাফল্য এসেছে শুধু মাত্র টেস্টে ।

মুম্বই ইন্ডিয়ান্সকে ৫টা IPL-এ নেতৃত্ব দিয়েছেন রোহিত। এসেছে সাফল্যও । চলতি বছরেই রোহিতের অধিনায়কত্বে IPL জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগেও জিতেছে দুটি খেতাব ।

New Delhi, July 13 (ANI): To help keep toxic or irrelevant tweets at bay, Twitter is testing a new feature that will allow users to hide replies to their tweets. In the official release, Twitter said that starting next week, users in Canada will see the option to hide replies to their tweets. To hide a reply to your tweet, simply tap on the down arrow on the reply and select 'Hide Reply'. If someone wants to see or engage with the hidden reply, they can tap on a grey icon that will appear above the replies section.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.