নতুন দিল্লি,২২ ফেব্রুয়ারি : পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করার ডাক দিতে পারে ভারত। এই জল্পনা শুরু হয়েছিল। তবে এখনই এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন BCCI-র প্রশাসক বিনোদ রাই। আজ দিল্লিতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স (CoA)-এর বৈঠক ছিল। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি, এবার IPL-র উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে CoA। উদ্বোধনে যে টাকা ব্যয় হত তা পুলওয়ামায় শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
আজকের বৈঠকের পর CoA প্রধান বিনোদ রাই বলেন, "আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। ১৬ জুনের ম্যাচ (ভারত-পাকিস্তান) সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
তাঁর আরও সংযোজন "বিশ্বকাপ চলাকালীন আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকে আরও জোর দেওয়ার কথা ICC-কে বলব। পাশাপাশি, যে সব দেশ সন্ত্রাসবাদে মদত দেয় তাদের বয়কট করার আবেদন জানাব ক্রিকেট খেলিয়ে দেশগুলোর কাছে।"
প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারায় ৪০ জনেরও বেশি জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন।