ETV Bharat / sports

হচ্ছে না IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান, অর্থ যাবে শহিদদের পরিবারে - World Cup

পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করার ডাক দিতে পারে ভারত। এই জল্পনা শুরু হয়েছিল। তবে এখনই এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন BCCI-র প্রশাসক বিনোদ রাই।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 22, 2019, 7:09 PM IST

নতুন দিল্লি,২২ ফেব্রুয়ারি : পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করার ডাক দিতে পারে ভারত। এই জল্পনা শুরু হয়েছিল। তবে এখনই এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন BCCI-র প্রশাসক বিনোদ রাই। আজ দিল্লিতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স (CoA)-এর বৈঠক ছিল। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি, এবার IPL-র উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে CoA। উদ্বোধনে যে টাকা ব্যয় হত তা পুলওয়ামায় শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আজকের বৈঠকের পর CoA প্রধান বিনোদ রাই বলেন, "আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। ১৬ জুনের ম্যাচ (ভারত-পাকিস্তান) সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
তাঁর আরও সংযোজন "বিশ্বকাপ চলাকালীন আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকে আরও জোর দেওয়ার কথা ICC-কে বলব। পাশাপাশি, যে সব দেশ সন্ত্রাসবাদে মদত দেয় তাদের বয়কট করার আবেদন জানাব ক্রিকেট খেলিয়ে দেশগুলোর কাছে।"

প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারায় ৪০ জনেরও বেশি জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন।

নতুন দিল্লি,২২ ফেব্রুয়ারি : পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বয়কট করার ডাক দিতে পারে ভারত। এই জল্পনা শুরু হয়েছিল। তবে এখনই এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানালেন BCCI-র প্রশাসক বিনোদ রাই। আজ দিল্লিতে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটার্স (CoA)-এর বৈঠক ছিল। সেই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি, এবার IPL-র উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে CoA। উদ্বোধনে যে টাকা ব্যয় হত তা পুলওয়ামায় শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আজকের বৈঠকের পর CoA প্রধান বিনোদ রাই বলেন, "আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। ১৬ জুনের ম্যাচ (ভারত-পাকিস্তান) সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
তাঁর আরও সংযোজন "বিশ্বকাপ চলাকালীন আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করার দিকে আরও জোর দেওয়ার কথা ICC-কে বলব। পাশাপাশি, যে সব দেশ সন্ত্রাসবাদে মদত দেয় তাদের বয়কট করার আবেদন জানাব ক্রিকেট খেলিয়ে দেশগুলোর কাছে।"

প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারায় ৪০ জনেরও বেশি জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠন।


Lucknow (Uttar Pradesh), Feb 22 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath targeted the Opposition for turning political parties into political families. Addressing youths during "Mann ki baat", he said, "You must have witnessed how politics in Uttar Pradesh was limited to an individual and family. How the common people were put on stake to fulfill personal needs. Country was put on stake by a political party. You witnessed it all before 2014 in country and before 2017 in UP. That's why mention of Pandit Ram Prasad Bismil is so important. When asked about his last desire, he said, I want to take birth in India a hundred times, every time I die the reason should be love for the country."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.