ETV Bharat / sports

"সুপারম্যান" হয়ে ছয় বাঁচালেন পুরাণ, মুগ্ধ জন্টির শিশুর মতো হাততালি - জন্টি রোডস

পঞ্জাবের বর্তমান ফিল্ডিং কোচ পুরাণের অবিশ্বাস্য সেভ দেখে চেয়ার থেকে লাফিয়ে উঠে শিশুর মতো হাততালি দিয়ে ওঠেন ।

N
N
author img

By

Published : Sep 28, 2020, 8:58 PM IST

শারজা, 28 সেপ্টেম্বর : টানটান উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর IPL ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব । রেকর্ড 224 রান তাড়া করে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস । আর সেই ম্যাচেই পঞ্জাবের ব্যাটসম্যান নিকোলাস পুরাণের দুরন্ত ফিল্ডিং তাক লাগিয়ে দিয়েছে । সুপারম্যানের মতো উড়ে গিয়ে পুরাণের নিশ্চিত ছয় বাঁচানোর কৌশল দেখে চেয়ার থেকে লাফিয়ে উঠে হাততালি দেন জন্টি রোডস ।

গতকাল শারজায় সঞ্জু স্যামসনের শট গোলার মতো বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল । ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যান নিকোলাস পুরাণ । বল বাউন্ডারি লাইনের বাইরে যেতে দেখেই শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে সেই অবস্থাতেই বলটাকে ধরে ভিতরের দিকে ছুঁড়ে দেন । যা দেখে বিস্মিত খোদ ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস । পঞ্জাবের এই বর্তমান ফিল্ডিং কোচ পুরাণের অবিশ্বাস্য সেভ দেখে চেয়ার থেকে লাফিয়ে উঠে শিশুর মতো হাততালি দিয়ে ওঠেন ।

পুরাণের প্রশংসা করে টুইট করেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা । অভিনেত্রীর টুইটের জবাবে জন্টি উত্তর দেন, "তোমার পরবর্তী সিনেমার জন্য কোনও স্টান্টম্যানের প্রয়োজন পড়লে নিকোলাস পুরাণকে সই করিয়ো ।" পুরানের ফিল্ডিং মুগ্ধ করেছে মাস্টার ব্লাস্টারকেও । সচিন লেখেন, “আমার জীবনে দেখা এখনও অবধি সেরা রান সেভ । সত্যিই অসাধারণ ।"

শারজা, 28 সেপ্টেম্বর : টানটান উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর IPL ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব । রেকর্ড 224 রান তাড়া করে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস । আর সেই ম্যাচেই পঞ্জাবের ব্যাটসম্যান নিকোলাস পুরাণের দুরন্ত ফিল্ডিং তাক লাগিয়ে দিয়েছে । সুপারম্যানের মতো উড়ে গিয়ে পুরাণের নিশ্চিত ছয় বাঁচানোর কৌশল দেখে চেয়ার থেকে লাফিয়ে উঠে হাততালি দেন জন্টি রোডস ।

গতকাল শারজায় সঞ্জু স্যামসনের শট গোলার মতো বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছিল । ডিপ মিড উইকেটে ফিল্ডিং করছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যান নিকোলাস পুরাণ । বল বাউন্ডারি লাইনের বাইরে যেতে দেখেই শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিয়ে সেই অবস্থাতেই বলটাকে ধরে ভিতরের দিকে ছুঁড়ে দেন । যা দেখে বিস্মিত খোদ ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস । পঞ্জাবের এই বর্তমান ফিল্ডিং কোচ পুরাণের অবিশ্বাস্য সেভ দেখে চেয়ার থেকে লাফিয়ে উঠে শিশুর মতো হাততালি দিয়ে ওঠেন ।

পুরাণের প্রশংসা করে টুইট করেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা । অভিনেত্রীর টুইটের জবাবে জন্টি উত্তর দেন, "তোমার পরবর্তী সিনেমার জন্য কোনও স্টান্টম্যানের প্রয়োজন পড়লে নিকোলাস পুরাণকে সই করিয়ো ।" পুরানের ফিল্ডিং মুগ্ধ করেছে মাস্টার ব্লাস্টারকেও । সচিন লেখেন, “আমার জীবনে দেখা এখনও অবধি সেরা রান সেভ । সত্যিই অসাধারণ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.