দিল্লি, 31 মে:ক্লাব দল, রাজ্য দলের হয়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল ৷ কিন্তু তা বলে জাতীয় দলের অধিনায়ক ! বন্য স্বপ্নেও কোনওদিন এমন কথা ভাবেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ জাতীয় দলের জার্সি চড়িয়ে দলকে নেতৃত্ব দেওয়া তাঁর কাছে স্বপ্ন ব্যতিত অন্য কিছু ছিল না ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে নিজেই একথা ফাঁস করেছেন মেন ইন ব্লু অধিনায়ক ৷
তবে সিনিয়র দলের নেতৃত্ব প্রসঙ্গে একথা বলছেন না বিরাট ৷ বরং অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে একথা জানিয়েছেন দিল্লির ব্যাটসম্যান ৷ বিরাট কোহলির নেতৃত্বে 2008 সালে অনূর্ধ্ব-19 যুব বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ এ তথ্য ক্রিকেটপ্রেমীদের অজানা নয় ৷ কীভাবে u-17 দলের নেতৃত্ব পেলেন সেই গল্প শুনিয়েছেন কোহলি ৷ টিম ইন্ডিয়ার অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনের সময় তিনি বলেন, "আমি এমন একজন যে দায়িত্ব নিতে সবসময়ই ভালবাসি ৷ অনূর্ধ্ব-17 বিশ্বকাপ যখন জিতলাম তখন কেউ জানত না যে বিশ্বকাপের আগে মাত্র একটি সফরে আমি দায়িত্ব পেয়েছিলাম ৷ আমরা দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলাম ৷ তখনই আমাকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের নেতৃত্বের ভার দেওয়া হয় ৷ সেটা আমরা জিতেই ফিরেছিলাম ৷" বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, "তার আগে আমি শুধুমাত্র ক্লাব দল, রাজ্য দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলাম ৷ রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফিতেও অধিনায়কের ভূমিকা পালন করেছি ৷ সেই টিমে সিনিয়ররাও ছিলেন ৷ আমার মনে হয় কিছু জিনিস কপালে লেখা থাকে ৷ আমার সঙ্গেও সেটাই হয়েছে ৷ তবে সত্যি কথা বলতে কী স্বপ্নেও কোনওদিন অধিনায়ক হওয়ার কথা ভাবিনি ৷"
তবে সিনিয়র দলের অধিনায়ক হয়ে ওঠার ক্ষেত্রে পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনিকেই যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন বিরাট ৷ ম্যাচের আগে মাহির সঙ্গে নানা পরিকল্পনা নিয়ে হাজির হতেন তিনি ৷ আর বিরাটের এই গুণের জন্যই তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে শুরু করেছিলেন ধোনি ৷ কোহলির কথায়, "জাতীয় দলে অভিষেকের পর প্রথম একাদশে আমি থাকতামই ৷ আর ধোনির কানের সামনে সবসময় কিছু না কিছু বলতেই থাকতাম ৷ মাঠে আমরা কী করতে পারি সেই নিয়ে ওকে বলতাম ৷ অধিনায়ক হিসেবে আমাকে গড়ে তোলার ক্ষেত্রে ওর বিরাট ভূমিকা রয়েছে ৷"