ETV Bharat / sports

"2011 বিশ্বকাপজয়ী দলের অধিকাংশ ক্রিকেটারের ক্যারিয়ারই আমার সময়ে শুরু" - Ashish Nehra

2011 বিশ্বকাপজয়ী ভারতীয় টিমের অধিকাংশ ক্রিকেটারের অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সময়ে ৷ এই নিয়ে গর্ব অনুভব করেন সৌরভ ৷

sports2
sports2
author img

By

Published : Jun 18, 2020, 2:16 PM IST

কলকাতা, 18 জুন: ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দিয়ে নতুন ইতিহাস গড়ার পিছনে বড় ভূমিকা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ বিশ্বকাপ জেতার মতো টিম তৈরির প্রক্রিয়াটা শুরু হয়েছিল তাঁর আমলেই ৷ অধিনায়ক হিসেবে নিজে দেশেকে বিশ্বকাপ এনে দিতে পারেননি ৷ কিন্তু পরোক্ষভাবে হলেও 2011 সালের ভারতের বিশ্বকাপ জয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান রয়েছে ৷ কারণ সেই বিশ্বকাজয়ী টিমের ভিত গড়েছিলেন সৌরভ নিজেই ৷

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন 2011 সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, বীরেন্দ্র সেহওয়াগ ৷ ধোনি সহ এরা সকলেই সৌরভের সময়ে ক্যারিয়ার শুরু করেন ৷ অধিনায়ক সৌরভই তাঁদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছিলেন ৷ তাঁরাও যে ম্যাচ জেতাতে পারেন সতীর্থদের মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে দিতে পেরেছিলেন ৷

এই বিষয়ে বর্তমান BCCI প্রেসিডেন্ট বলেন, "ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে এমন ক্রিকেটারদের আমি সবসময় সমর্থন করে এসেছি ৷ অধিনায়ক হিসেবে এরাই আমার প্রাপ্তি ৷ 2011 বিশ্বকাপজয়ী টিমের 7-8 জন ক্রিকেটার আমার অধীনে ক্যারিয়ার শুরু করেছিলেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন সেহওয়াগ, ধোনি, যুবরাজ,জাহির, হরভজন ও আশিস নেহরা ৷ এই দল ঘরের মাঠে ও বিদেশের উইকেটে ম্যাচ জেতার ক্ষমতা রাখে ৷ অধিনায়ক হিসেবে এমন একটা দল তৈরি করে খুব গর্বিত অনুভব করি ৷"

2011 বিশ্বকাপ সম্পর্কে সৌরভ বলেন, "সেই রাতে আমি ওয়াংখেড়েতে ছিলাম ৷ ধোনিকে দেখার জন্য কমেন্ট্রি বক্সের বাইরে চলে এসেছিলাম ৷ তখন 2003 বিশ্বকাপ ফাইনালের কথা মনে পড়ে যাচ্ছিল ৷ আমার কাছেও ট্রফি জেতার সুযোগ ছিল ৷ কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি ৷ ধোনি এই সুযোগটা কাজে লাগাতে পেরেছে দেখে খুব খুশি হয়েছি ৷"

কলকাতা, 18 জুন: ভারতীয় ক্রিকেটের খোলনলচে বদলে দিয়ে নতুন ইতিহাস গড়ার পিছনে বড় ভূমিকা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ বিশ্বকাপ জেতার মতো টিম তৈরির প্রক্রিয়াটা শুরু হয়েছিল তাঁর আমলেই ৷ অধিনায়ক হিসেবে নিজে দেশেকে বিশ্বকাপ এনে দিতে পারেননি ৷ কিন্তু পরোক্ষভাবে হলেও 2011 সালের ভারতের বিশ্বকাপ জয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান রয়েছে ৷ কারণ সেই বিশ্বকাজয়ী টিমের ভিত গড়েছিলেন সৌরভ নিজেই ৷

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন 2011 সালের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খান, আশিস নেহরা, বীরেন্দ্র সেহওয়াগ ৷ ধোনি সহ এরা সকলেই সৌরভের সময়ে ক্যারিয়ার শুরু করেন ৷ অধিনায়ক সৌরভই তাঁদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছিলেন ৷ তাঁরাও যে ম্যাচ জেতাতে পারেন সতীর্থদের মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে দিতে পেরেছিলেন ৷

এই বিষয়ে বর্তমান BCCI প্রেসিডেন্ট বলেন, "ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে এমন ক্রিকেটারদের আমি সবসময় সমর্থন করে এসেছি ৷ অধিনায়ক হিসেবে এরাই আমার প্রাপ্তি ৷ 2011 বিশ্বকাপজয়ী টিমের 7-8 জন ক্রিকেটার আমার অধীনে ক্যারিয়ার শুরু করেছিলেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন সেহওয়াগ, ধোনি, যুবরাজ,জাহির, হরভজন ও আশিস নেহরা ৷ এই দল ঘরের মাঠে ও বিদেশের উইকেটে ম্যাচ জেতার ক্ষমতা রাখে ৷ অধিনায়ক হিসেবে এমন একটা দল তৈরি করে খুব গর্বিত অনুভব করি ৷"

2011 বিশ্বকাপ সম্পর্কে সৌরভ বলেন, "সেই রাতে আমি ওয়াংখেড়েতে ছিলাম ৷ ধোনিকে দেখার জন্য কমেন্ট্রি বক্সের বাইরে চলে এসেছিলাম ৷ তখন 2003 বিশ্বকাপ ফাইনালের কথা মনে পড়ে যাচ্ছিল ৷ আমার কাছেও ট্রফি জেতার সুযোগ ছিল ৷ কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় তা সম্ভব হয়নি ৷ ধোনি এই সুযোগটা কাজে লাগাতে পেরেছে দেখে খুব খুশি হয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.