ETV Bharat / sports

"তোমরা আজও বিজয়ী", CSK-র বিদায়ে আবেগঘন পোস্ট সাক্ষী ধোনির - সাক্ষী ধোনির ইনস্টা পোস্ট

13বছরের IPL-এর ইতিহাসে এই প্রথমবার লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে ।

"সবাই জিততে পারে না", CSK-এর বিদায়ে আবেগঘন পোস্ট সাক্ষী ধোনির
"সবাই জিততে পারে না", CSK-এর বিদায়ে আবেগঘন পোস্ট সাক্ষী ধোনির
author img

By

Published : Oct 26, 2020, 3:15 PM IST

রাঁচি, ২৬ অক্টোবর : স্বামীর আকাশছোঁয়া সাফল্যের দিনেও পাশে ছিলেন । ব্যর্থতার দিনেও আবেগঘন পোস্ট করলেন সাক্ষী ধোনি । এবারের IPL থেকে চেন্নাই সুপার কিংসের বিদায়ের দিনেই এই পোস্ট করেন তিনি ।

এতদিন যা হয়নি চলতি IPL-এ সেটাই হতে চলেছে । 13 বছরের IPL-এর ইতিহাসে এই প্রথমবার লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে । পয়েন্টের বিচারে CSK টুর্নামেন্টে এখনও থাকলেও বিদায় যে নিশ্চিত তা স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও ভালোমতো জানেন । তাই মাহি সহ পুরো চেন্নাই টিমের উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন সাক্ষী ধোনি । ইনস্টা পোস্টে তিনি লেখেন, "এটা শুধুমাত্র একটা খেলা । যেখানে কেউ জেতে, কেউ হারে ।

সাক্ষীর পোস্ট
সাক্ষীর পোস্ট

সাক্ষী লেখেন, "এটা শুধুমাত্র একটা খেলা । কেউ জেতে । কেউ বা হারে । বছরের পর বছর ধরে দারুণ কিছু জয় এবং বিষাদের হার দেখেছি । কারও কাছে যখন উদযাপন অন্যদের কাছে সেটা হৃদয়বিদারক ।" তিনি আরও লেখেন, "উপদেশ দেওয়ার মতো অনেকেই আছে । সকলের প্রতিক্রিয়াও আলাদা আলাদা । তবে আবেগ যেন ক্রীড়াসুলভ সত্ত্বা না হারাতে পারে । কারণ এটা শুধুই একটা খেলা । যেখানে কেউই হারতে চায় না । আবার সবাই জিততেও পারে না । তোমরা আগেও বিজয়ী ছিলে । তোমরা আজও বিজয়ী । সত্যিকারের যোদ্ধারা লড়াই করার জন্যই তৈরি হয় । আমাদের হদয় ও মস্তিস্কে তোমরা সবসময়ই সুপার কিংস ।"

রাঁচি, ২৬ অক্টোবর : স্বামীর আকাশছোঁয়া সাফল্যের দিনেও পাশে ছিলেন । ব্যর্থতার দিনেও আবেগঘন পোস্ট করলেন সাক্ষী ধোনি । এবারের IPL থেকে চেন্নাই সুপার কিংসের বিদায়ের দিনেই এই পোস্ট করেন তিনি ।

এতদিন যা হয়নি চলতি IPL-এ সেটাই হতে চলেছে । 13 বছরের IPL-এর ইতিহাসে এই প্রথমবার লিগ পর্যায় থেকেই বিদায় নিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে । পয়েন্টের বিচারে CSK টুর্নামেন্টে এখনও থাকলেও বিদায় যে নিশ্চিত তা স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও ভালোমতো জানেন । তাই মাহি সহ পুরো চেন্নাই টিমের উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন সাক্ষী ধোনি । ইনস্টা পোস্টে তিনি লেখেন, "এটা শুধুমাত্র একটা খেলা । যেখানে কেউ জেতে, কেউ হারে ।

সাক্ষীর পোস্ট
সাক্ষীর পোস্ট

সাক্ষী লেখেন, "এটা শুধুমাত্র একটা খেলা । কেউ জেতে । কেউ বা হারে । বছরের পর বছর ধরে দারুণ কিছু জয় এবং বিষাদের হার দেখেছি । কারও কাছে যখন উদযাপন অন্যদের কাছে সেটা হৃদয়বিদারক ।" তিনি আরও লেখেন, "উপদেশ দেওয়ার মতো অনেকেই আছে । সকলের প্রতিক্রিয়াও আলাদা আলাদা । তবে আবেগ যেন ক্রীড়াসুলভ সত্ত্বা না হারাতে পারে । কারণ এটা শুধুই একটা খেলা । যেখানে কেউই হারতে চায় না । আবার সবাই জিততেও পারে না । তোমরা আগেও বিজয়ী ছিলে । তোমরা আজও বিজয়ী । সত্যিকারের যোদ্ধারা লড়াই করার জন্যই তৈরি হয় । আমাদের হদয় ও মস্তিস্কে তোমরা সবসময়ই সুপার কিংস ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.