সাতপুরা(মধ্যপ্রদেশ), 15 ফেব্রুয়ারি : অনেকদিন ক্রিকেটের বাইরে ৷ আপাতত পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ কয়েকদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল মালদ্বীপে ভলিবল খেলতে ৷ মালদ্বীপে ফুচকা পরিবেশন করতেও দেখা গিয়েছিল মাহিকে ৷ এবার অন্য ভূমিকায় দেখা গেল ক্যাপ্টেন কুলকে ৷ ক্যামেরা হাতে বন্য প্রাণীদের ছবি তুললেন মাহি ৷
সম্প্রতি মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন ধোনি ৷ সেখানেই ব়্যায়াল বেঙ্গল টাইগারের ছবি তুললেন মাহি ৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন মাহি ৷ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ধোনির ছবি ৷ ইতিমধ্যে 19 লাখের বেশি লাইক পড়েছে এই ছবিতে ৷
গত 16 জানুয়ারি BCCI-এর বার্ষিক চুক্তিতে রাখা হয়নি ধোনির নাম ৷ তিন বারের ICC ট্রফি জয়ী ভারত অধিনায়ক 2019 বিশ্বকাপের ফাইনালের পর কোনও ক্রিকেট খেলেননি ৷ সামনের মাসে ফের মাঠে দেখা যাবে মাহিকে ৷ চেন্নাই সুপার কিংসের হয়ে IPL-এ খেলবেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">