ETV Bharat / sports

পৌরানিক কল্পবিজ্ঞান নিয়ে ওয়েব সিরিজ় করতে চলেছেন ধোনি - রোর অফ দা লায়ন

দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ৷ মিডিয়া সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের আত্মপ্রকাশ হয় 2019 সালে ৷

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Sep 30, 2020, 6:56 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর : ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, একটি ডকুমেন্টারি দিয়ে,গত বছর প্রযোজক হিসাবে বিনোদন জগতে প্রবেশ করেন ৷ এর পরে তিনি একটি পৌরানিক কল্পবিজ্ঞান নিয়ে একটি ওয়েব সিরিজ় করতে চলেছেন ৷

দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ৷ মিডিয়া সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের আত্মপ্রকাশ হয় 2019 সালে তাদের ডকুমেন্ট্রি সিরিজ় ‘‘রোর অফ দা লায়ন’’ দিয়ে ৷

স্পট ফিক্সিংয়ের জন্য দুই বছরের নিষেধাজ্ঞার পর অধিনায়ক ধোনির হাত ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রত্যাবর্তন গল্প হল কবির খান পরিচালিত ‘‘রোর অফ দা লায়ন’’ । এখন ধোনি এন্টারটেইনমেন্ট এমন একটি সিরিজ তৈরি করতে চলেছে, যার মূল কাহিনী একটি নবীন লেখকের অপ্রকাশিত বইয়ের গল্প ।

প্রাডাকশন হাউজের ম্যানেজিং ডিরেক্টর ও ধোনির স্ত্রী সাক্ষী ধোনি জানান যে আসন্ন সিরিজ়টি একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হতে চলেছে ৷

"বইটি একটি পৌরাণিক কল্পবিজ্ঞান যা একটি রহস্যময় আঘোরির জীবনকে তুলে ধরেছে ৷ একটি উচ্চ প্রযুক্তি দিয়ে তাঁকে ধরা হয়েছিল ৷ এই আঘোরির দ্বারা প্রকাশ পাওয়া গোপন রহস্যগুলি প্রাচীন পুরাণকথা, বর্তমানের অস্তিত্ব ও ভবিষ্যৎ বদলে দিতে পারে ৷

সাক্ষী আরও বলেন, ‘‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এই মহাবিশ্বের সমস্ত দিক তুলে ধরবো ৷ এবং যতটা সম্ভব নির্ভুলতার সঙ্গে প্রতিটি চরিত্র এবং কাহিনিকে পর্দায় আনবো।’’

মুম্বই, 30 সেপ্টেম্বর : ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, একটি ডকুমেন্টারি দিয়ে,গত বছর প্রযোজক হিসাবে বিনোদন জগতে প্রবেশ করেন ৷ এর পরে তিনি একটি পৌরানিক কল্পবিজ্ঞান নিয়ে একটি ওয়েব সিরিজ় করতে চলেছেন ৷

দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন ৷ মিডিয়া সংস্থা ধোনি এন্টারটেইনমেন্টের আত্মপ্রকাশ হয় 2019 সালে তাদের ডকুমেন্ট্রি সিরিজ় ‘‘রোর অফ দা লায়ন’’ দিয়ে ৷

স্পট ফিক্সিংয়ের জন্য দুই বছরের নিষেধাজ্ঞার পর অধিনায়ক ধোনির হাত ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রত্যাবর্তন গল্প হল কবির খান পরিচালিত ‘‘রোর অফ দা লায়ন’’ । এখন ধোনি এন্টারটেইনমেন্ট এমন একটি সিরিজ তৈরি করতে চলেছে, যার মূল কাহিনী একটি নবীন লেখকের অপ্রকাশিত বইয়ের গল্প ।

প্রাডাকশন হাউজের ম্যানেজিং ডিরেক্টর ও ধোনির স্ত্রী সাক্ষী ধোনি জানান যে আসন্ন সিরিজ়টি একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হতে চলেছে ৷

"বইটি একটি পৌরাণিক কল্পবিজ্ঞান যা একটি রহস্যময় আঘোরির জীবনকে তুলে ধরেছে ৷ একটি উচ্চ প্রযুক্তি দিয়ে তাঁকে ধরা হয়েছিল ৷ এই আঘোরির দ্বারা প্রকাশ পাওয়া গোপন রহস্যগুলি প্রাচীন পুরাণকথা, বর্তমানের অস্তিত্ব ও ভবিষ্যৎ বদলে দিতে পারে ৷

সাক্ষী আরও বলেন, ‘‘আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এই মহাবিশ্বের সমস্ত দিক তুলে ধরবো ৷ এবং যতটা সম্ভব নির্ভুলতার সঙ্গে প্রতিটি চরিত্র এবং কাহিনিকে পর্দায় আনবো।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.