ETV Bharat / sports

ট্রেনিং নেবেন, কাশ্মীরে টহলও দেবেন ধোনি - Indian Army

ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ধোনি ৷ তিনি আগামী দু'মাস রেজিমেন্টের সঙ্গে সময় কাটাবেন ৷

মহেন্দ্র সিং ধোনি
author img

By

Published : Jul 25, 2019, 4:39 PM IST

শ্রীনগর, 25 জুলাই : কাশ্মীরে টহল দেবেন ৷ জওয়ানদের মতো জীবন কাটাবেন ৷ তাঁদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন ৷ আগামী দু'মাস এটাই হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির রুটিন ৷

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ৷ আগামী দু'মাস রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ সেইমতো এখন রেজিমেন্টের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ৷

সূত্রের খবর, রেজিমেন্টকে বর্তমানে কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৷ সেখানে রেজিমেন্টের অন্য জওয়ানদের মতো ধোনি দিন কাটাবেন ৷ বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন ৷ রেজিমেন্টের সঙ্গে থাকবেন ৷ টহল দেবেন ৷

শ্রীনগর, 25 জুলাই : কাশ্মীরে টহল দেবেন ৷ জওয়ানদের মতো জীবন কাটাবেন ৷ তাঁদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন ৷ আগামী দু'মাস এটাই হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির রুটিন ৷

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ৷ আগামী দু'মাস রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ সেইমতো এখন রেজিমেন্টের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ৷

সূত্রের খবর, রেজিমেন্টকে বর্তমানে কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৷ সেখানে রেজিমেন্টের অন্য জওয়ানদের মতো ধোনি দিন কাটাবেন ৷ বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন ৷ রেজিমেন্টের সঙ্গে থাকবেন ৷ টহল দেবেন ৷

New Delhi, Jul 25 (ANI): As the Triple Talaq is being discussed in the Lok Sabha, Samajwadi Party MP ST Hasan, while opposing the bill, said the government should not interfere in internal matter of any religion. Hasan added that a small section in the Muslim community, who are the followers of Abu Hanifa, practice Triple Talaq, and that the decision should be left with the girl and her parents. Hasan also said that if such interferences continue, then the next number could be of mosques and Madarsas.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.