ETV Bharat / sports

কাশ্মীরে রেজিমেন্টে যোগ দিলেন ধোনি - Indian Army

15 অগাস্ট পর্যন্ত নিজের রেজিমেন্টের সঙ্গে থাকবেন মহেন্দ্র সিং ধোনি ৷ বিভিন্ন দায়িত্ব পালন করবেন ৷

ধোনি
author img

By

Published : Aug 1, 2019, 7:09 AM IST

Updated : Aug 1, 2019, 7:51 AM IST

শ্রীনগর, 1 অগাস্ট : কাশ্মীরে নিজের রেজিমেন্টে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেনার এক আধিকারিক জানান, 15 অগাস্ট পর্যন্ত 106 TA ব্যাটেলিয়নের (প্যারা) সঙ্গে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ নিজের রেজিমেন্টের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করবেন ৷

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ৷ রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ বর্তমানে ভিক্টর ফোর্সের অংশ হিসেবে ধোনির রেজিমেন্টকে দক্ষিণ কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৷ গতকাল নিজের রেজিমেন্টে যোগ দেন ধোনি ৷ তারপর এক আধিকারিক বলেন, "লেফটেনন্ট কর্নেল আজ (বুধবার) এখানে পৌঁছেছেন ও ইউনিটে যোগ দিয়েছেন ৷"

এই সংক্রান্ত আরও খবর : ট্রেনিং নেবেন, কাশ্মীরে টহলও দেবেন ধোনি

নিজের রেজিমেন্টের সঙ্গে দু'সপ্তাহ কাটাতে চেয়ে সেনা হেডকোয়ার্টার্সে আবেদন জানান ধোনি ৷ গত সপ্তাহে ধোনির সেই আবেদন মঞ্জুর হয় ৷ রেজিমেন্টের অন্য জওয়ানদের মতো ধোনি দিন কাটাবেন ৷ বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন ৷ রেজিমেন্টের সঙ্গে থাকবেন ৷ টহল দেবেন ৷

এই সংক্রান্ত আরও খবর : সুরক্ষার দরকার নেই, ধোনি সাধারণ নাগরিকদের রক্ষা করবেন : সেনাপ্রধান

শ্রীনগর, 1 অগাস্ট : কাশ্মীরে নিজের রেজিমেন্টে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেনার এক আধিকারিক জানান, 15 অগাস্ট পর্যন্ত 106 TA ব্যাটেলিয়নের (প্যারা) সঙ্গে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক ৷ নিজের রেজিমেন্টের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করবেন ৷

ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেনন্ট কর্নেল ৷ রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ় সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ বর্তমানে ভিক্টর ফোর্সের অংশ হিসেবে ধোনির রেজিমেন্টকে দক্ষিণ কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৷ গতকাল নিজের রেজিমেন্টে যোগ দেন ধোনি ৷ তারপর এক আধিকারিক বলেন, "লেফটেনন্ট কর্নেল আজ (বুধবার) এখানে পৌঁছেছেন ও ইউনিটে যোগ দিয়েছেন ৷"

এই সংক্রান্ত আরও খবর : ট্রেনিং নেবেন, কাশ্মীরে টহলও দেবেন ধোনি

নিজের রেজিমেন্টের সঙ্গে দু'সপ্তাহ কাটাতে চেয়ে সেনা হেডকোয়ার্টার্সে আবেদন জানান ধোনি ৷ গত সপ্তাহে ধোনির সেই আবেদন মঞ্জুর হয় ৷ রেজিমেন্টের অন্য জওয়ানদের মতো ধোনি দিন কাটাবেন ৷ বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন ৷ রেজিমেন্টের সঙ্গে থাকবেন ৷ টহল দেবেন ৷

এই সংক্রান্ত আরও খবর : সুরক্ষার দরকার নেই, ধোনি সাধারণ নাগরিকদের রক্ষা করবেন : সেনাপ্রধান


New Delhi, July 31(ANI): Ace filmmaker Karan Johar, who is known to be a party lover, often, arranges quick get-togethers for his B-town friends. Recently, KJo hosted a bash for a number of stars including Deepika Padukone, Ranbir Kapoor, Vicky Kaushal, Arjun Kapoor, Malaika Arora, Shahid Kapoor, among others. MLA Manjinder Sirsa posted the video of KJo on his Twitter account claiming that the celebrities were in a 'drugged state'. Responded to his bizarre tweet, Congress Leader Milind Deora, refuted the claims while demanding an apology .Meanwhile, twitterati also took part in the debate with some users posting snapshots from the video claiming that the actors consumed drugs, while others said that it is private get-together and none of them looked high.
Last Updated : Aug 1, 2019, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.