ম্যানচেস্টার, 10 জুলাই : 350 তম ODI-তে অর্ধশতক করেছেন । কিন্তু, ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি । সেই ধোনি-ঝড়ও ওঠেনি । ফলস্বরূপ ভারত 18 রানে হার মানে । 240 রানের পুঁজি নিয়ে ফাইনালে চলে গেল নিউজ়িল্যান্ড । ম্যাচ হারার পর থেকেই গুঞ্জন উঠছিল, ধোনি অবসর নেবেন । এবিষয়ে কী বলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ?
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক করেন কোহলি । সেখানে তাঁকে ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হয় । কোহলি বলেন, "ও আমাদের এ বিষয়ে কিছু বলেনি ।" এখন দেখার ধোনি নিজে তাঁর অবসরের কথা কবে ঘোষণা করেন ।
2011 বিশ্বকাপ ধোনির নেতৃত্বেই জিতেছিল ভারতীয় দল । ODI ফরম্যাটে তাঁর রান 10 হাজার 773 । ব্যাটিং গড় 50.57 । সর্বোচ্চ স্কোর 183 ।