ETV Bharat / sports

ধোনির ভবিষ্যৎ পরিকল্পনা কী ? কোহলি বললেন... - ক্রিকেট বিশ্বকাপ

সেই ধোনি-ঝড়ও ওঠেনি । ফলস্বরূপ ভারত 18 রানে হার মানে । 240 রানের পুঁজি নিয়ে ফাইনালে চলে গেল নিউজ়িল্যান্ড । ম্যাচ হারার পর থেকেই গুঞ্জন উঠছিল, ধোনি অবসর নেবেন । এবিষয়ে কী বলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ?

ধোনি
author img

By

Published : Jul 10, 2019, 11:41 PM IST

Updated : Jul 16, 2019, 3:07 PM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : 350 তম ODI-তে অর্ধশতক করেছেন । কিন্তু, ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি । সেই ধোনি-ঝড়ও ওঠেনি । ফলস্বরূপ ভারত 18 রানে হার মানে । 240 রানের পুঁজি নিয়ে ফাইনালে চলে গেল নিউজ়িল্যান্ড । ম্যাচ হারার পর থেকেই গুঞ্জন উঠছিল, ধোনি অবসর নেবেন । এবিষয়ে কী বলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ?

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক করেন কোহলি । সেখানে তাঁকে ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হয় । কোহলি বলেন, "ও আমাদের এ বিষয়ে কিছু বলেনি ।" এখন দেখার ধোনি নিজে তাঁর অবসরের কথা কবে ঘোষণা করেন ।

2011 বিশ্বকাপ ধোনির নেতৃত্বেই জিতেছিল ভারতীয় দল । ODI ফরম্যাটে তাঁর রান 10 হাজার 773 । ব্যাটিং গড় 50.57 । সর্বোচ্চ স্কোর 183 ।

ম্যানচেস্টার, 10 জুলাই : 350 তম ODI-তে অর্ধশতক করেছেন । কিন্তু, ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি । সেই ধোনি-ঝড়ও ওঠেনি । ফলস্বরূপ ভারত 18 রানে হার মানে । 240 রানের পুঁজি নিয়ে ফাইনালে চলে গেল নিউজ়িল্যান্ড । ম্যাচ হারার পর থেকেই গুঞ্জন উঠছিল, ধোনি অবসর নেবেন । এবিষয়ে কী বলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ?

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক করেন কোহলি । সেখানে তাঁকে ধোনির ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হয় । কোহলি বলেন, "ও আমাদের এ বিষয়ে কিছু বলেনি ।" এখন দেখার ধোনি নিজে তাঁর অবসরের কথা কবে ঘোষণা করেন ।

2011 বিশ্বকাপ ধোনির নেতৃত্বেই জিতেছিল ভারতীয় দল । ODI ফরম্যাটে তাঁর রান 10 হাজার 773 । ব্যাটিং গড় 50.57 । সর্বোচ্চ স্কোর 183 ।

Srinagar (J and K), July 10 (ANI): The National Investigation Agency (NIA) attached the residence of Kashmiri separatist leader Asiya Andrabi for allegedly supporting terror activities in J and K's Srinagar on Wednesday. Action against Andrabi was taken in connection with a case registered by the agency against her. Her house was attached under the provisions of the Unlawful Activities (Prevention) Act after specific inputs about terrorist activities being carried out from there. Now, Andrabi can't sell her house in Srinagar till the investigation agency completes its probe. NIA, which is probing the Jammu and Kashmir terror funding case on Sunday said that the Dukhtaran-e-Millat chief Asiya Andrabi has confessed during interrogation that she had been collecting funds and donations from foreign sources to organise protests by Muslim women in the state.

Last Updated : Jul 16, 2019, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.