চেন্নাই, 20 এপ্রিল: সুযোগ পেলেই মন খুলে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে শুরু করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো । সোমবার ইনস্টাগ্রামে লাইভ সেশনে ব্র্যাভোর কথায় উঠে এল মাহি প্রসঙ্গ । প্রশংসার পাশাপাশি তাঁর উপর সবসময় ভরসা রাখার জন্য ক্যাপ্টেন কুল’কে ধন্যবাদ জানালেন চ্যাম্পিয়ন । এছাড়াও ফ্র্যাঞ্চাইজি হিসেবে চেন্নাই সুপার কিংস তাঁর কাছে কেন এত স্পেশাল তারও খোলসা করেছেন ।
কোরোনার ছোবলে বিশ্বজুড়ে খেলাধুলো লাটে উঠেছে । সমস্ত লিগ, টুর্নামেন্ট বন্ধ । কোটি কোটি টাকার IPL-ও বিশ বাঁও জলে । ঘরবন্দী ক্রিকেট অনুরাগীদের জন্য তাই ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনের ব্যবস্থা করেছে চেন্নাই সুপার কিংস । সেখানেই আজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটভক্তদের সঙ্গে কথা বলেন 2011 সাল থেকে CSK-এর সদস্য ডোয়েন ব্র্যাভো । তিনি বলেন, "CSK শুধু টিম নয়, একটা পরিবারের মতো । যাঁরাই এই টিমে এসেছে প্রভূত উন্নতি করেছে ।"
এরপরই অধিনায়ক ধোনির প্রসঙ্গ উঠে আসে কথায় । তাঁর সম্পর্কে চ্যাম্পিয়নের মন্তব্য, "এমএস ধোনি আমাকে সবসময় বিশ্বাস করতেন এবং কোচ স্টিফেন ফ্লেমিং আমার সহযোগিতা করতেন । তাঁরা দুজন আমাকে নিজের মতো করে খেলার সাহস দিয়েছিলেন । কখনও আমি ডেথ ওভারে বল করেছি, কখনও প্রয়োজনে রান তোলার জন্য মাঠে নেমেছি । ডেথ ওভারে আমার হাতে বল তুলে দিয়ে ভরসা দেখিয়েছে CSK । বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে হয়তো সবসময় সাফল্য পাইনি কিন্তু নিজে প্রতিভার উপর বিশ্বাস রয়েছে আমার ।"
চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 2013 এবং 2015 সালে পার্পল ক্যাপ (IPL-এ সবচেয়ে বেশি উইকেট শিকার) জেতেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ।