দিল্লি, 3 অগাস্ট : চেন্নাই আসার আগে প্রত্যেক ক্রিকেটারকে কোরোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে চেন্নাই সুপার কিংস । দলের এক কর্মকর্তা জানান, "চেন্নাইয়ে আসার আগে এম এস ধোনি এবং বাকি খেলোয়াড়দের কোরোনা পরীক্ষা করাতে হবে । তাঁদের পৌছানোর 48 ঘণ্টার মধ্যে সংযুক্ত আরব আমির শাহির উদ্দেশে রওনা দেবে তারা । সেরকম ব্যবস্থাই করা হচ্ছে । "
তিনি আরও বলেন, "আমরা সরকারের সমস্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছি । ছাড়পত্র এসে গেলে আমরা ভিসা প্রক্রিয়া শুরু করব ।"
এদিকে IPL গভর্নিং কাউন্সিলের কাছে লিগের 13 তম আসরের প্রস্তুতির বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি জানতে চেয়েছে চেন্নাই সুপার কিংস। গভর্নিং কাউন্সিল জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে তাদের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে । গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজ়িগুলোর সঙ্গে চলতি সপ্তাহে তারা একটি বৈঠক করবে ।
চলতি সপ্তাহেই খেলোয়াড়দের নিয়ে সংযুক্ত আরব আমিরশাহি যেতে চেয়েছিল CSK । লিগ শুরুর আগে সেখানে এক মাসের প্রস্তুতি শিবির করার পরিকল্পনা ছিল তাঁদের । তবে IPL গভর্নিং কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 20 অগাস্টের পরই দলগুলো সংযুক্ত আরব আমিরশাহি যেতে পারবে । CSK-র এই কর্মকর্তা বলেন, "প্রোটোকল ভাঙার প্রশ্নই আসে না, GC-র নির্দেশ মতোই আমরা প্রস্তুতি শুরু করব । তবে আমরা যত দ্রুত সম্ভব সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার ব্যবস্থা করছি ।"