হায়দরাবাদ, 21 নভেম্বর : বাবার শেষকৃত্যে যোগ দেওয়া হল না ভারতীয় পেসার মহম্মদ সিরাজের ৷ ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হায়দরাবাদে মারা যান তাঁর বাবা মহম্মদ ঘাউস। বয়স হয়েছিল 53 বছর ৷ কিন্তু, এই সময় ভারতীয় দলের হয়ে অজ়িদের বিরুদ্ধে খেলার জন্য অস্ট্রেলিয়ায় আছেন সিরাজ ৷
সিরাজের যখন 7 বছর বয়স, তখন তাঁর বড় দাদার মৃত্যু হয় ৷ তাঁর বাবার মৃত্যু হওয়ায় পরিবারে আর শুধু রইলেন তাঁর মা শাবানা দেবী ৷ ভারতীয় দলের সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করছিলেন সিরাজ ৷ অনুশীলন শেষে তাঁকে তাঁর বাবার মৃত্যু সংবাদ দেওয়া হয় ৷
সেখানেই সিরাজ বলেন, ‘‘ বাবা সবসময় বলতেন, আমার ছেলে দেশের নাম উজ্জ্বল করবে ৷ আমি অবশ্যই তা করে দেখাব ৷ আমি অস্ট্রেলিয়া সফরে আসার আগে বাবার সঙ্গে শেষবার কথা হয়েছিল ৷ বাবার লড়াইটা আমি জানি ৷ দিনরাত অটো রিকশা চালিয়েছেন, যাতে আমি আমার লক্ষে পৌঁছাতে পারি ৷’’
সিরাজের এই খারাপ সময়ে দলের অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছেন ৷ এক বার্তায় সিরাজ বলেছেন, ‘‘ আমি আমার জীবনের সবথেকে বড় সমর্থককে হারালাম ৷ আমি দেশের হয়ে খেলি এটা তাঁর স্বপ্ন ছিল ৷ আমি আনন্দিত এটা বুঝে যে দেশের হয়ে খেলতে পেরেছি ৷’’