ETV Bharat / sports

টেস্ট ক্রিকেট থেকে অবসর মহম্মদ আমিরের - Pakistan fast bowler

টেস্ট থেকে অবসর নিলেন মহম্মদ আমির ৷ তবে পাকিস্তানের হয়ে একদিনের ম্যাচ ও T-20 খেলবেন তিনি ৷

মহম্মদ আমির
author img

By

Published : Jul 26, 2019, 11:54 PM IST


ইসলামাবাদ, 26 জুলাই : টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মহম্মদ আমির ৷ তবে, দেশের হয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন পাকিস্তানের ফাস্ট বোলার ৷ আজ একটি বিবৃতি দিয়ে একথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷

চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আমির ৷ তিনি বলেন, "খেলার চিরাচরিত ও শ্রেষ্ঠ ফরম্যাটে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সম্মানের বিষয় ৷ তবে সাদা বলের ক্রিকেটে বেশি মনোনিবেশের জন্য আমি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য একদমই সহজ ছিল না ৷ এটা আমি বেশ কিছু সময় ধরে ভাবছিলাম ৷ কিন্তু, ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শীঘ্র শুরু হচ্ছে আর পাকিস্তান বেশ কয়েকজন আকর্ষণীয় ফাস্ট বোলারের উপর বিনিয়োগ করছে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার পক্ষে উপযুক্ত সময় ৷ ফলে নির্বাচকরা সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারবেন ৷"

আমির জানান, আগামী বছরের T-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন ৷ তিনি বলেন, "পাকিস্তানের হয়ে খেলা আমার প্রধান লক্ষ্য ও ইচ্ছা ৷ T-20 ওয়ার্ল্ড কাপ সহ দলের আসন্ন চ্যালেঞ্জের জন্য আমি শারীরিক দিকে দিয়ে সেরা জায়গায় থাকার চেষ্টা করব ৷"


ইসলামাবাদ, 26 জুলাই : টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মহম্মদ আমির ৷ তবে, দেশের হয়ে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন পাকিস্তানের ফাস্ট বোলার ৷ আজ একটি বিবৃতি দিয়ে একথা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷

চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আমির ৷ তিনি বলেন, "খেলার চিরাচরিত ও শ্রেষ্ঠ ফরম্যাটে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সম্মানের বিষয় ৷ তবে সাদা বলের ক্রিকেটে বেশি মনোনিবেশের জন্য আমি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য একদমই সহজ ছিল না ৷ এটা আমি বেশ কিছু সময় ধরে ভাবছিলাম ৷ কিন্তু, ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শীঘ্র শুরু হচ্ছে আর পাকিস্তান বেশ কয়েকজন আকর্ষণীয় ফাস্ট বোলারের উপর বিনিয়োগ করছে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার পক্ষে উপযুক্ত সময় ৷ ফলে নির্বাচকরা সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারবেন ৷"

আমির জানান, আগামী বছরের T-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন ৷ তিনি বলেন, "পাকিস্তানের হয়ে খেলা আমার প্রধান লক্ষ্য ও ইচ্ছা ৷ T-20 ওয়ার্ল্ড কাপ সহ দলের আসন্ন চ্যালেঞ্জের জন্য আমি শারীরিক দিকে দিয়ে সেরা জায়গায় থাকার চেষ্টা করব ৷"

Gandhinagar (Gujarat), July 03 (ANI): While addressing the mediapersons on Wednesday, Gujarat Congress MLA Ashwin Kotwal and other Gujarat Congress MLAs had requested for a 'shivir' during mini-vacation of the assembly session. He said, "Gujarat Congress MLAs had requested for a 'shivir' during mini-vacation of the assembly session. So we're holding a one-day 'shivir' for which all of us are going to Mount Abu."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.