দিল্লি, 3 সেপ্টেম্বর : আন্তর্জাতিক T-20 থেকে অবসর ঘোষণা করলেন ক্রিকেটার মিতালি রাজ । ভারতের হয়ে T-20-তে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তাঁর । ভারতের হয়ে 89টি T-20 ম্যাচে 17টি অর্ধশতরান সহ 2364 রান করেছেন তিনি । ভারতকে তিনটি T-20 বিশ্বকাপ সহ মোট 32টি T-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিতালি । 2012, 2014, 2016 সালের T-20 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান ।
আজ অবসর ঘোষণা করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে মিতালি বলেন, "2006 সাল থেকে আমি ভারতের হয়ে আন্তর্জাতিক T-20 খেলছি । তবে আমি এবার আন্তর্জাতিক T-20 থেকে অবসর নিতে চাই । 2021 সালে হতে চলা একদিনের ক্রিকেটের বিশ্বকাপের উপর মনোনিবেশ করার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত । আমাকে সবসময় সাহায্য করার জন্য BCCI-কে ধন্যবাদ জানাতে চাই । আমি T-20 দলকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই ।"