ETV Bharat / sports

"সব ফরম্যাটেই ভারতকে হারাবে অস্ট্রেলিয়া"

বড় ব্যবধানে হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছে ভারত ।

Vaughan feels India will lose to Australia in all formats
Vaughan feels India will lose to Australia in all formats
author img

By

Published : Nov 28, 2020, 8:22 AM IST

সিডনি, 28 নভেম্বর : দীর্ঘ নয় মাস পর 22 গজে বিরাট কোহলি অ্যান্ড কম্পানির প্রত্যাবর্তনটা সুখের হয়নি । অস্ট্রেলিয়া সফরটা হার দিয়েই শুরু করতে হয়েছে তাদের । গতকাল সিডনিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 66 রানের বড় ব্যবধানে হারে কোহলিরা । শুরুতেই ভারতের এই বিপর্যয় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের চোখে খুব একটা ভালো ঠেকছে না । তাঁর মতে, শুধু ওয়ানডেতেই নয়, সব ফরম্যাটেই কোহলিদের হারাবে স্মিথ-ওয়ার্নাররা ।

টুইটারে ভন লিখেছেন, "আমার মনে হয় এই সফরে অস্ট্রেলিয়া সব ফরম্যাটেই ভারতকে হারাবে । এটা আমার প্রাথমিক উপলব্ধি ।" সিডনির ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ দেখে খুশি নন ভন । প্রথম একদিনের ম্যাচে পাঁচ স্পেশালিস্ট বোলার খেলিয়েছে ভারত । ফলে ব্যাটিং বিভাগে ততটা গভীরতা ছিল না । ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে এসেছে । পাঁচ বোলারকে নামানোর সিদ্ধান্তকে "পুরানো" বলে মন্তব্য করেছেন ভন । তাঁর কথায়, "পাঁচজন বোলার আর ব্যাটিং বিভাগে গভীরতা নেই । এই ভারতীয় টিম আমার কাছে পুরানো দিনের মতো মনে হচ্ছে । ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ় রক্ষণাত্মক ছিল । ফিল্ডিং আমাকে অবাক করেছে । বোলিংও সাধারণ মানের ।"

  • This Indian ODI team is to old school for me .... Just 5 bowling options & the batting isn’t deep enough !!! #AUSvsIND

    — Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে অজ়িদের প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক । অ্যারন ফিঞ্চ (114) ও স্টিভ স্মিথ (105) উভয়েই শতরান করেন । ডেভিড ওয়ার্নার করেন 79 রান । এই তিনের দাপটে 375 রান তোলে অস্ট্রেলিয়া ।

সিডনি, 28 নভেম্বর : দীর্ঘ নয় মাস পর 22 গজে বিরাট কোহলি অ্যান্ড কম্পানির প্রত্যাবর্তনটা সুখের হয়নি । অস্ট্রেলিয়া সফরটা হার দিয়েই শুরু করতে হয়েছে তাদের । গতকাল সিডনিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 66 রানের বড় ব্যবধানে হারে কোহলিরা । শুরুতেই ভারতের এই বিপর্যয় প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের চোখে খুব একটা ভালো ঠেকছে না । তাঁর মতে, শুধু ওয়ানডেতেই নয়, সব ফরম্যাটেই কোহলিদের হারাবে স্মিথ-ওয়ার্নাররা ।

টুইটারে ভন লিখেছেন, "আমার মনে হয় এই সফরে অস্ট্রেলিয়া সব ফরম্যাটেই ভারতকে হারাবে । এটা আমার প্রাথমিক উপলব্ধি ।" সিডনির ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ দেখে খুশি নন ভন । প্রথম একদিনের ম্যাচে পাঁচ স্পেশালিস্ট বোলার খেলিয়েছে ভারত । ফলে ব্যাটিং বিভাগে ততটা গভীরতা ছিল না । ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে এসেছে । পাঁচ বোলারকে নামানোর সিদ্ধান্তকে "পুরানো" বলে মন্তব্য করেছেন ভন । তাঁর কথায়, "পাঁচজন বোলার আর ব্যাটিং বিভাগে গভীরতা নেই । এই ভারতীয় টিম আমার কাছে পুরানো দিনের মতো মনে হচ্ছে । ভারতীয় দলের বডি ল্যাঙ্গুয়েজ় রক্ষণাত্মক ছিল । ফিল্ডিং আমাকে অবাক করেছে । বোলিংও সাধারণ মানের ।"

  • This Indian ODI team is to old school for me .... Just 5 bowling options & the batting isn’t deep enough !!! #AUSvsIND

    — Michael Vaughan (@MichaelVaughan) November 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে অজ়িদের প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক । অ্যারন ফিঞ্চ (114) ও স্টিভ স্মিথ (105) উভয়েই শতরান করেন । ডেভিড ওয়ার্নার করেন 79 রান । এই তিনের দাপটে 375 রান তোলে অস্ট্রেলিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.