ETV Bharat / sports

কোয়ারানটিন সেন্টার হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম - কোয়ারানটিন সেন্টার হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম

খেলাধুলো বন্ধ থাকায় মুম্বইয়ের বিভিন্ন স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টার হিসেবে কাজে লাগানো হচ্ছে । কিছুদিন আগে BMC ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারানটিন সেন্টার গড়ে তোলার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করে ।

Wankhede Stadium
Wankhede Stadium
author img

By

Published : May 17, 2020, 1:18 AM IST

মুম্বই, 16 মে: কোরোনা মোকাবিলায় ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ পরিণত হবে কোয়ারানটিন সেন্টারে । এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারানটিন সেন্টার করা হবে । কোরোনা রোগীদের জন্য ওয়াংখেড়েকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ।

খেলাধুলো বন্ধ থাকায় মুম্বইয়ের বিভিন্ন স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টার হিসেবে কাজে লাগানো হচ্ছে । কিছুদিন আগে BMC ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারানটিন সেন্টার গড়ে তোলার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করে । এরপর আলাপ আলোচনার পর সবরকম সুবিধা সহ বিশ্বকাপ জয়ের মাঠকে BMC-র হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে MCA । 1897 সালের এপিডেমিক অ্যাক্ট অনুযায়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম সাময়িকভাবে BMC-র দখলে চলে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থাকে ।

এর আগেও মুম্বইয়ের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডোর স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে । মুম্বইয়ে কোরোনা পরিস্থিতি সবথেকে খারাপ হওয়ায় ফাঁকা বাড়ি, ফ্ল্যাট সহ বিভিন্ন জায়গাগুলিকে কোয়ারানটিন সেন্টারের দেওয়ার অনুরোধ করা হয়েছে ।

মুম্বই, 16 মে: কোরোনা মোকাবিলায় ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ পরিণত হবে কোয়ারানটিন সেন্টারে । এবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারানটিন সেন্টার করা হবে । কোরোনা রোগীদের জন্য ওয়াংখেড়েকে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ।

খেলাধুলো বন্ধ থাকায় মুম্বইয়ের বিভিন্ন স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টার হিসেবে কাজে লাগানো হচ্ছে । কিছুদিন আগে BMC ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারানটিন সেন্টার গড়ে তোলার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করে । এরপর আলাপ আলোচনার পর সবরকম সুবিধা সহ বিশ্বকাপ জয়ের মাঠকে BMC-র হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে MCA । 1897 সালের এপিডেমিক অ্যাক্ট অনুযায়ী ওয়াংখেড়ে স্টেডিয়াম সাময়িকভাবে BMC-র দখলে চলে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে মুম্বই ক্রিকেট সংস্থাকে ।

এর আগেও মুম্বইয়ের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডোর স্টেডিয়ামকে কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে । মুম্বইয়ে কোরোনা পরিস্থিতি সবথেকে খারাপ হওয়ায় ফাঁকা বাড়ি, ফ্ল্যাট সহ বিভিন্ন জায়গাগুলিকে কোয়ারানটিন সেন্টারের দেওয়ার অনুরোধ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.