ETV Bharat / sports

‘‘মজা করে’’ চহ্বালকে হিন্দিতে গালি মার্টিন গাপটিলের - দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে নিউজ়িল্যা

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে নিউজ়িল্যান্ড ৷ অকল্যান্ডে হারের পর নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন গাপটিল ও রোহিত শর্মা ৷ সেখানে চহ্বাল যেতেই তাঁকে হিন্দিতে গালি দেন গাপটিল ৷ যদিও পুরোটই ঘটে মজার ছলে ৷

image
চহ্বালকে হিন্দিতে গালি মার্টিন গাপটিলের
author img

By

Published : Jan 27, 2020, 8:56 PM IST

অকল্যান্ড, 27 জানুয়ারি : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহ্বালকে গালি দিলেন নিউজ়িল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ৷ গতকাল ভারতের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ হারে নিউজ়িল্যান্ড ৷ আর হারের পর মাঠের মধ্যেই চহ্বালকে গালি দেন মার্টিন গাপটিল ৷ তবে পুরোটাই মজার ছলে ৷

ম্যাচের পর চহ্বাল খেলা সম্প্রচারিত চ্যানেলের উপস্থাপক জতীন সাপরুর মাইক্রোফোন নিয়ে গাপটিলের দিকে এগিয়ে যান ৷ তখন মাঠের মধ্যে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন গাপটিল ও ভারতীয় ওপেনর রোহিত শর্মা ৷ চহ্বাল তাদের মধ্যে গিয়ে বলেন ‘‘হোয়াটস আপ বয়েজ়’’৷ কিন্তু এরপরেই চমকপ্রদ উত্তর দেন গাপটিল ৷ তিনি হিন্দিতে চহ্বালকে বলেন ‘‘কেয়া হে গা****?’’ গাপটিলের এই উত্তরে অবাক হয়ে যান রোহিত ও যুববেন্দ্র চহ্বাল দু’জনেই ৷ পরিস্থিতি সামাল দিতে চহ্বাল গাপটিলকে মনে করান তাঁদের কথপোকথন সরাসরি সম্প্রচারিত হচ্ছে ৷

প্রসঙ্গত প্রথম ম্যাচের মতো অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে ভারত ৷ পাঁচ ম্যাচের টি-20 সিরিজ়ে ইতিমধ্যেই 2-0তে পিছিয়ে পড়েছে কিউয়িরা ৷ তাই সিরিজ়ে টিকে থাকতে হলে পরের ম্যাচে জিততেই হবে তাদের ৷ পরের ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লড়াই কিউয়িদের ৷

অকল্যান্ড, 27 জানুয়ারি : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহ্বালকে গালি দিলেন নিউজ়িল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ৷ গতকাল ভারতের বিরুদ্ধে 7 উইকেটে ম্যাচ হারে নিউজ়িল্যান্ড ৷ আর হারের পর মাঠের মধ্যেই চহ্বালকে গালি দেন মার্টিন গাপটিল ৷ তবে পুরোটাই মজার ছলে ৷

ম্যাচের পর চহ্বাল খেলা সম্প্রচারিত চ্যানেলের উপস্থাপক জতীন সাপরুর মাইক্রোফোন নিয়ে গাপটিলের দিকে এগিয়ে যান ৷ তখন মাঠের মধ্যে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন গাপটিল ও ভারতীয় ওপেনর রোহিত শর্মা ৷ চহ্বাল তাদের মধ্যে গিয়ে বলেন ‘‘হোয়াটস আপ বয়েজ়’’৷ কিন্তু এরপরেই চমকপ্রদ উত্তর দেন গাপটিল ৷ তিনি হিন্দিতে চহ্বালকে বলেন ‘‘কেয়া হে গা****?’’ গাপটিলের এই উত্তরে অবাক হয়ে যান রোহিত ও যুববেন্দ্র চহ্বাল দু’জনেই ৷ পরিস্থিতি সামাল দিতে চহ্বাল গাপটিলকে মনে করান তাঁদের কথপোকথন সরাসরি সম্প্রচারিত হচ্ছে ৷

প্রসঙ্গত প্রথম ম্যাচের মতো অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে হারে ভারত ৷ পাঁচ ম্যাচের টি-20 সিরিজ়ে ইতিমধ্যেই 2-0তে পিছিয়ে পড়েছে কিউয়িরা ৷ তাই সিরিজ়ে টিকে থাকতে হলে পরের ম্যাচে জিততেই হবে তাদের ৷ পরের ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লড়াই কিউয়িদের ৷

Mumbai, Jan 27 (ANI): On being asked about Adnan Sami conferred with Padma Shri award, Maharashtra Cabinet Minister and NCP leader Nawab Malik on Monday mocked at Prime Minister Narendra Modi and said whoever will chant 'Jai Modi', will get citizenship of the country as well as a Padma Shri award. He said, "It's a clear cut case that if anyone from Pakistan will chant 'Jai Modi', he'll get citizenship of the country as well as a Padma Shri award. It is an insult to the people of the country."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.