ETV Bharat / sports

"প্রতিটি বাড়িতে খুশি আনতে মাঠে নামছে চ্যাম্পিয়ন", KKR- কে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর - কলকাতা নাইট রাইডার্স

বর্তমান পরিস্থিতিতে KKR- এর স্লোগান "করব, লড়ব, জিতব" যেন সারা ভারতবাসীর হৃদয়ে গেঁথে গেছে । অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবই, এই সংকল্প গোটা ভারতের মনে ।

Kkr
Kkr
author img

By

Published : Sep 23, 2020, 4:08 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ IPL অভিযানে নামছে কলকাতা নাইট রাইডার্স । তার আগে সুদূর আরবদেশে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পেল KKR । এই কোরোনা পরিস্থিতিতে ক্রিকেটের মাধ্যমে KKR প্রতিটি ঘরে আনন্দে নিয়ে আসবে। এই আশা করছেন মুখ্যমন্ত্রী।

বর্তমান পরিস্থিতিতে KKR- এর স্লোগান "করব, লড়ব, জিতব" যেন সারা ভারতবাসীর হৃদয়ে গেঁথে গেছে । অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবই, এই সংকল্প গোটা ভারতের মনে । তা মনে করিয়ে দিয়ে টুইটারে মমতা লেখেন, "2020 সালে "করব, লড়ব, জিতব" ভারতবাসীর মনের কথা । ঘাম না ঝরিয়ে সংকট যুদ্ধে জয়ী হওয়া । আজ সেরকমই আরও এক চ্যাম্পিয়ন মাঠে নামছে । চেষ্টা করছে প্রতিটি বাড়িতে খুশি নিয়ে আসার । আমার প্রিয় শাহরুখ ও কলকাতা নাইট রাইডার্সকে IPL অভিযানের আগে শুভেচ্ছা জানাই ।"

আবু ধবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সন্ধে সাড়ে সাতটায় মুখোমুখি হচ্ছে মুম্বই - কলকাতা ।

কলকাতা, 23 সেপ্টেম্বর : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ IPL অভিযানে নামছে কলকাতা নাইট রাইডার্স । তার আগে সুদূর আরবদেশে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা পেল KKR । এই কোরোনা পরিস্থিতিতে ক্রিকেটের মাধ্যমে KKR প্রতিটি ঘরে আনন্দে নিয়ে আসবে। এই আশা করছেন মুখ্যমন্ত্রী।

বর্তমান পরিস্থিতিতে KKR- এর স্লোগান "করব, লড়ব, জিতব" যেন সারা ভারতবাসীর হৃদয়ে গেঁথে গেছে । অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবই, এই সংকল্প গোটা ভারতের মনে । তা মনে করিয়ে দিয়ে টুইটারে মমতা লেখেন, "2020 সালে "করব, লড়ব, জিতব" ভারতবাসীর মনের কথা । ঘাম না ঝরিয়ে সংকট যুদ্ধে জয়ী হওয়া । আজ সেরকমই আরও এক চ্যাম্পিয়ন মাঠে নামছে । চেষ্টা করছে প্রতিটি বাড়িতে খুশি নিয়ে আসার । আমার প্রিয় শাহরুখ ও কলকাতা নাইট রাইডার্সকে IPL অভিযানের আগে শুভেচ্ছা জানাই ।"

আবু ধবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ সন্ধে সাড়ে সাতটায় মুখোমুখি হচ্ছে মুম্বই - কলকাতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.