চেন্নাই , 3 নভেম্বর : সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলিকে নোটিস পাঠাল মাদ্রাজ় হাইকোর্ট । ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপের প্রোমোশন করায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং ভারতের ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতিকে নোটিস পাঠানো হয়েছে । 19 নভেম্বর মধ্যে তাঁদের জবাব চেয়েছে মাদ্রাজ় হাইকোর্ট ।
নভেম্বরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে । 2 নভেম্বর BCCI আগামী তিন বছরের জন্য ভারতীয় দলের কিট স্পনসর হিসাবে মোবাইল প্রিমিয়ার লিগকে (MPL) ঘোষণা করে । পরই মাদ্রাজ় হাইকোর্ট এই নোটিস পাঠাল ।
কোভিড ভাইরাসের সংক্রমণের জেরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে অনিশ্চয়তা তৈরি হয়েছে । এদিকে কিট স্পনসরশিপ চুক্তির জন্য অন্য কোনও দরদাতা না থাকায় BCCI-এর কাছেও কোনও বিকল্প ছিল না ।
বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাদ্রাজ় হাইকোর্টের মাদুরাই বেঞ্চ নোটিস জারি করেছে । এছাড়াও অভিনেতা প্রকাশ রাজ, তামান্না, রানা ও সুদীপ খানকেও নোটিস জারি হয়েছে ।
বিচারপতি এন কিরুবকরণ এবং বিচারপতি এন বি পুগলন্ধির বেঞ্চ ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ্লিকেশনগুলির ব্যবসার সঙ্গে জড়িত সংস্থাগুলিকেও নোটিস জারি করেছে । অ্যাডভোকেট মহম্মদ রিজ়ভির দায়ের করা আবেদনের শুনানিতে নোটিস জারি করেছে আদালত ।
আবেদনে বলা হয়েছে যে এই জাতীয় অ্যাপগুলিতে গেম খেলে টাকা হারিয়ে তামিলনাড়ুতে বহু যুবক আত্মহত্যা করছে । শুনানিতে বিচারপতিরা জানতে চান ," অ্যাপ্লিকেশনগুলোতে IPL এর বেশ কিছু দলের নাম রয়েছে যেমন চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং কিছু অ্যাপসও রাজ্যের নামে রয়েছে । এই দলগুলি কী দেশের পক্ষে খেলছে? " হাইকোর্টের পর্যবেক্ষণ এই অ্যাপসের মালিকরা অর্থ উপার্জনের করতে যুবকদের আকর্ষণ করার জন্য সেলিব্রিটিদের ব্যবহার করছেন ।