দিল্লি, 21 এপ্রিল : লকডাউনে নতুন লুকে 83-র বিশ্বজয়ী অধিনায়ক ৷ ইন্টারনেটে ছবি প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে পড়ে ৷ কয়েকদিন আগে দেখা গিয়েছিল বিরাট কোহলি হেয়ার কাট করাচ্ছেন ৷ সচিনকেও দেখা যায় নিজেই নিজের চুল ছাঁটতে ৷ তবে এবার কপিল যেটা করলেন সেটা আশা করেননি কেউই ৷ মস্তক মুণ্ডন করালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ৷
কোরোনার প্রভাব রুখতে দেশজুড়ে চলছে লকডাউন ৷ বাইরে বেরোতে পারছেন না কেউই ৷ ফলে স্যালঁতে গিয়ে চুলের ছাঁট দিত সমস্যায় পড়ছেন সবাই ৷ একই অবস্থা ক্রিকেটারদেরও ৷ কয়েকদিন আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলির চুল ছাঁটতে দেখা গিয়েছিল স্ত্রী অনুষ্কা শর্মাকে ৷ মাস্টার ব্লাস্টার সচিন আবার নিজেই নিজের হেয়ার স্টাইলিস্ট ৷ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হেয়ার কাট করেন মাস্টার ৷ এবার সেই তালিকায় নাম লেখালেন কপিল দেব ৷
83-র বিশ্বকাপজয়ী কপিলের মস্তক মুণ্ডন ছবি নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন চেতন শর্মা ৷ অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার কোরোনার বিরুদ্ধে যুদ্ধে যাঁরা সামনে থেকে কাজ করছেন তাঁদের শ্রদ্ধা জানাতে মস্তক মুণ্ডন করান ৷ সোশাল মিডিয়ায় সবাইকে মস্তক মুণ্ডন করার আহ্বান করেন ৷ এবার কপিল দেবকে দেখা গেল সেই ট্রেন্ড অনুসরণ করতে ৷