ETV Bharat / sports

হ্যাটট্রিক ও শতরান, বিশাখাপটনমে রেকর্ডের ছড়াছড়ি

ক্যারিবিয়ানদের 33 তম ওভারে শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি ৷ একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বেলার হিসাবে একাধিক হ্যাটট্রিক করার নজির গড়লেন কুলদীপ ৷

image
রেকর্ডের ছড়াছড়ি
author img

By

Published : Dec 18, 2019, 11:05 PM IST

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : রেকর্ড বুকে নাম তুলে নিলেন কুলদীপ যাদব ৷ বিশাখাপটনমে সিরিজ়ের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন এই চায়নাম্যান বোলার ৷ একই সঙ্গে পথম ভারতীয় হিসাবে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি ৷ একই সঙ্গে রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনাররা ৷ রোহিত ও রাহুল ভাঙলেন সেহওয়াগ ও সৌরভের রেকর্ড ৷

2017 সালে ইডেন গার্ডেন্সে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব ৷ সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ৷ এবার পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্যারিবিয়ানদের 33 তম ওভারে শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি ৷ একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বেলার হিসাবে একাধিক হ্যাটট্রিক করার নজির গড়লেন কুলদীপ ৷ তিনটি হ্যাটট্রিক করে তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কান পেসার লসিথ মালিঙ্গা ৷ এরপরেই আছেল ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক, চামিন্ডা ভাস, ও ট্রেন্ট বোল্টের দুটি করে হ্যাটট্রিক আছে ৷ প্রথম ভারতীয় বোলার হিসাবে ওয়ানডে-তে হ্যাটট্রিক করেন চেতন শর্মা ৷ এরপর কপিল দেব, কুলদীপ যাদব ও মহম্মদ শামি হ্যাটট্রিক করেন ৷ বিশ্বকাপের মঞ্চে দুই ভারতীয় চেতন শর্মা ও মহম্মদ শামির হ্যাটট্রিক আছে ৷

image
কুলদীপের হ্যাটট্রিক


নিজের ক্যারিয়ারে 28 তম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ৷ অন্য ওপেনার লোকেশ রাহুলও শতরান করেন ৷ ওপেনিং জুটিতে 227 রানের পার্টনারশিপ গড়েন ৷ এতেই এক অনন্য রেকর্ড গড়লেন এই জুটি ৷ ভাঙলেন 2002 সালে বীরেন্দ্র সেহওয়াগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওপেনিংয়ে করা 196 রানের ইনিংস ৷ একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়লেন রোহিত-রাহুল জুটি ৷ হাশিম আমলা ও রেলি রুসুঁর করা 247 রান এখনও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওপেনিংয়ে সর্বোচ্চ রান ৷

image
শতরান লোকেশ রাহুলের

বিশাখাপটনম, 18 ডিসেম্বর : রেকর্ড বুকে নাম তুলে নিলেন কুলদীপ যাদব ৷ বিশাখাপটনমে সিরিজ়ের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন এই চায়নাম্যান বোলার ৷ একই সঙ্গে পথম ভারতীয় হিসাবে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি ৷ একই সঙ্গে রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনাররা ৷ রোহিত ও রাহুল ভাঙলেন সেহওয়াগ ও সৌরভের রেকর্ড ৷

2017 সালে ইডেন গার্ডেন্সে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যাটট্রিক করেন কুলদীপ যাদব ৷ সেবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ৷ এবার পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্যারিবিয়ানদের 33 তম ওভারে শাই হোপ, জেসন হোল্ডার ও অ্যালজারি জোসেফকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি ৷ একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ বেলার হিসাবে একাধিক হ্যাটট্রিক করার নজির গড়লেন কুলদীপ ৷ তিনটি হ্যাটট্রিক করে তালিকায় সবার উপরে আছেন শ্রীলঙ্কান পেসার লসিথ মালিঙ্গা ৷ এরপরেই আছেল ওয়াসিম আক্রম, সাকলিন মুস্তাক, চামিন্ডা ভাস, ও ট্রেন্ট বোল্টের দুটি করে হ্যাটট্রিক আছে ৷ প্রথম ভারতীয় বোলার হিসাবে ওয়ানডে-তে হ্যাটট্রিক করেন চেতন শর্মা ৷ এরপর কপিল দেব, কুলদীপ যাদব ও মহম্মদ শামি হ্যাটট্রিক করেন ৷ বিশ্বকাপের মঞ্চে দুই ভারতীয় চেতন শর্মা ও মহম্মদ শামির হ্যাটট্রিক আছে ৷

image
কুলদীপের হ্যাটট্রিক


নিজের ক্যারিয়ারে 28 তম সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ৷ অন্য ওপেনার লোকেশ রাহুলও শতরান করেন ৷ ওপেনিং জুটিতে 227 রানের পার্টনারশিপ গড়েন ৷ এতেই এক অনন্য রেকর্ড গড়লেন এই জুটি ৷ ভাঙলেন 2002 সালে বীরেন্দ্র সেহওয়াগ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওপেনিংয়ে করা 196 রানের ইনিংস ৷ একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রেকর্ড গড়লেন রোহিত-রাহুল জুটি ৷ হাশিম আমলা ও রেলি রুসুঁর করা 247 রান এখনও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওপেনিংয়ে সর্বোচ্চ রান ৷

image
শতরান লোকেশ রাহুলের
Intro:Body:

Hyderabad: The Board of Control for Cricket in India (BCCI) has recently announced that a total of 332 players will be auctioned on Thursday. IPL 2020 auction is scheduled to take place on December 19 in Kolkata. 

Since its inception IPL auction has always been a pack of surprises. While some uncapped players become millionaires overnight there are veteran stars who end up not getting a team in the cash-rich league. 

This year too there will be many such incidents which will surprise cricketing fraternity across the world. 

On the eve of the IPL 2020 auction, ETV Bharat prepares a list of five players who may find difficult to get buyers. 

Yuvraj Singh 

The veteran batsman had to toil hard to find a team in IPL 2019. Yuvraj Singh doesn't pose any serious challenge to the bowlers these days. Now, he is a retired international cricketer. Mumbai Indians have already released him for the upcoming season. In the 12th season of IPL, he spent most of the time on the bench after a few forgettable outings. Moreover, he was off-colour in the recently concluded T10 and GT20 in Canada. Considering his recent form no team would like to show interest in him. 

Angelo Mathews 

This Sri Lankan all-rounder has never managed to justify his potential as an all-rounder in the IPL. He is a solid middle-order batsman and a handy medium pacer but in IPL he was unimpressive. 

As he is a one-dimensional player Mathews may find hard to get a buyer this time around.

Yusuf Pathan 

The elder of Pathan brothers rose to fame due to his outstanding performances in IPL. He won the coveted title with three different franchises- Rajasthan Royals, Kolkata Knight Riders and Sunrisers Hyderabad.

But it seems the 37-year-old is no longer being considered a handy cricketer. He is now largely a liability on the field. He is also inconsistent with the bat in hand which may force teams to turn their face away from Yusuf this time. 

Hanuma Vihari 

The Andhra Pradesh cricketer never managed to make a case for himself in the shortest format of the game. Last season, he played only a couple of matches for Delhi Capitals. In the domestic circuit, he is rather known as an outstanding Test batsman. His white-ball performances are not that sound. Hence, his chance of getting a team seems unlikely. 

Dale Steyn 

The South African pace bowling legend is one of the few big names who failed to showcase their skills in IPL. Last season, he appeared for Royal Challengers Bangalore but injury prevented him from playing rest of the season. At 36, he made a comeback to professional cricket through Mzansi Super League for Cape Town Blitz. 

However, IPL teams may not be willing to spend a big amount on him. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.