ETV Bharat / sports

কিংস ইলেভেন পঞ্জাব এখন থেকে পঞ্জাব কিংস

author img

By

Published : Feb 17, 2021, 7:31 PM IST

বুধবার বিকালে কিংস ইলেভেন পঞ্জাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয় ‘‘এটাই আমাদের শেষ টুইট ৷’’

কিংস ইলেভেন পঞ্জাব
কিংস ইলেভেন পঞ্জাব

দিল্লি, 17 ফেব্রুয়ারি : রাত পোহালেই আইপিএল 2021 -এর নিলাম ৷ আর তার আগেই, নাম পরিবর্তন করল কিংস ইলেভেন পঞ্জাব ৷ নতুন নাম পঞ্জাব কিংসের নামে আইপিএলে দেখা যাবে প্রীতি জিন্টার দলকে ৷ একই সঙ্গে পরিবর্তন হচ্ছে দলের লোগোও ৷

বুধবার বিকালে কিংস ইলেভেন পঞ্জাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয় ‘‘এটাই আমাদের শেষ টুইট ৷’’

একটি ইভেন্টে পঞ্জাব দলের সিইও সতীশ মেনন বলেন, পঞ্জাব কিংস আমাদের ব্র্যান্ড নাম ৷ এবং আমরা মনে করি এটাই সঠিক সময় কোর ব্র্যান্ডকে আরও সামনে আনার ৷ তবে নাম পরিবর্তন মানে, আমাদের এথিক্সগুলি পরিবর্তন করা নয় ৷’’

আরও পড়ুন : প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিং, উন্নতি রোহিত-অশ্বিনের

প্রীতি জিন্টা, মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া ও করণ পাল পঞ্জাবের এই আইপিএল দলের মালিক ৷ কিন্তু এখনও পর্যন্ত একটিও আইপিএল ট্রফি জেতা হয়নি তাঁদের ৷ টুর্নামেন্টের 13 বছরের ইতিহাসে 2014 সালে রানার্স আপ হয় ৷ এছাড়া 2008 সালে তৃতীয় স্থান দখল করে পঞ্জাব ৷

দিল্লি, 17 ফেব্রুয়ারি : রাত পোহালেই আইপিএল 2021 -এর নিলাম ৷ আর তার আগেই, নাম পরিবর্তন করল কিংস ইলেভেন পঞ্জাব ৷ নতুন নাম পঞ্জাব কিংসের নামে আইপিএলে দেখা যাবে প্রীতি জিন্টার দলকে ৷ একই সঙ্গে পরিবর্তন হচ্ছে দলের লোগোও ৷

বুধবার বিকালে কিংস ইলেভেন পঞ্জাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা হয় ‘‘এটাই আমাদের শেষ টুইট ৷’’

একটি ইভেন্টে পঞ্জাব দলের সিইও সতীশ মেনন বলেন, পঞ্জাব কিংস আমাদের ব্র্যান্ড নাম ৷ এবং আমরা মনে করি এটাই সঠিক সময় কোর ব্র্যান্ডকে আরও সামনে আনার ৷ তবে নাম পরিবর্তন মানে, আমাদের এথিক্সগুলি পরিবর্তন করা নয় ৷’’

আরও পড়ুন : প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিং, উন্নতি রোহিত-অশ্বিনের

প্রীতি জিন্টা, মোহিত বর্মণ, নেস ওয়াদিয়া ও করণ পাল পঞ্জাবের এই আইপিএল দলের মালিক ৷ কিন্তু এখনও পর্যন্ত একটিও আইপিএল ট্রফি জেতা হয়নি তাঁদের ৷ টুর্নামেন্টের 13 বছরের ইতিহাসে 2014 সালে রানার্স আপ হয় ৷ এছাড়া 2008 সালে তৃতীয় স্থান দখল করে পঞ্জাব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.