ETV Bharat / sports

ধোনি বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক : কেভিন পিটারসন

একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কেপি বলেন, ‘‘যে পাহাড় প্রমাণ চাপ নিয়ে ধোনি অধিনায়কত্ব করেছেন, সেটা মোটেও সহজ নয় ৷ এক বার ভেবে দেখবেন কতটা প্রত্যাশার চাপ ধোনিকে সামলাতে হত ৷ তারপরও দেশকে দুটি বিশ্বকাপ জিতিয়েছে ৷’’

image
কেভিন পিটারসন
author img

By

Published : Apr 19, 2020, 2:01 PM IST

দিল্লি, 19 এপ্রিল : বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন ৷ তাঁর মতে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই ৷

একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কেপি বলেন, ‘‘যে পাহাড় প্রমাণ চাপ নিয়ে ধোনি অধিনায়কত্ব করেছেন, সেটা মোটেও সহজ নয় ৷ এক বার ভেবে দেখবেন, কতটা প্রত্যাশার চাপ ধোনিকে সামলাতে হত ৷ তারপরও দেশকে দুটি বিশ্বকাপ জিতিয়েছে ৷’’

যদিও একই সঙ্গে ধোনির সঙ্গে মজা করার সুযোগও হাতছাড়া করেননি পিটারসন ৷ ধোনির সঙ্গে একটি ছবি টুইট করে তিনি লেখেন, ‘‘তুমি কেনও ওখানে একজন ফিল্ডার রাখছ না ? তোমাদের বিরুদ্ধে রান করা খুবই সহজ ৷’’ কেপির করা এই টুইটের জবাব দেওয়া হয়েছে ধোনির IPL দল চেন্নাই সুপার কিংসের টুইটার থেকে ৷ ধোনির কেপিকে স্টাম্প করার ছবি টুইট করে লেখা হয়েছে, ‘‘কিছু সময় তোমার ফিল্ডারের দরকার হয় না ’’

image
কেপিকে জবাব চেন্নাই সুপার কিংসের

দেশের অধিনায়কত্বের ব্যাটন হাতে নিয়ে দেশকে 2007 সালের টি-20 বিশ্বকাপ ও 2011 সালের ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন ধোনি ৷ এছাড়া 2013 সালের চ্যাম্পিয়ন ট্রফিও ভারত জেতে ধোনির অধিনায়কত্বে ৷ টেস্টে ভারতীয় দলকে এক নম্বরে তোলেন ধোনি ৷

শুধু দেশের অধিনায়কত্বই নয়, IPL এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে সফল মাহি ৷ চেন্নাইকে তিনবার IPL -চ্যাম্পিয়ন ও করেছেন তিনি ৷ তবে এবারের IPL ধোনির সামনে বড় চ্যালেঞ্জ ছিল ৷ অধিনায়ক হিসাবে নয়, ক্রিকেটার ধোনির ফের নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে ৷ তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL ৷ তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফের ধোনির প্রত্যাবর্তন কঠিন হয়ে পড়ল ৷ প্রসঙ্গত 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ৷

দিল্লি, 19 এপ্রিল : বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন ৷ তাঁর মতে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই ৷

একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কেপি বলেন, ‘‘যে পাহাড় প্রমাণ চাপ নিয়ে ধোনি অধিনায়কত্ব করেছেন, সেটা মোটেও সহজ নয় ৷ এক বার ভেবে দেখবেন, কতটা প্রত্যাশার চাপ ধোনিকে সামলাতে হত ৷ তারপরও দেশকে দুটি বিশ্বকাপ জিতিয়েছে ৷’’

যদিও একই সঙ্গে ধোনির সঙ্গে মজা করার সুযোগও হাতছাড়া করেননি পিটারসন ৷ ধোনির সঙ্গে একটি ছবি টুইট করে তিনি লেখেন, ‘‘তুমি কেনও ওখানে একজন ফিল্ডার রাখছ না ? তোমাদের বিরুদ্ধে রান করা খুবই সহজ ৷’’ কেপির করা এই টুইটের জবাব দেওয়া হয়েছে ধোনির IPL দল চেন্নাই সুপার কিংসের টুইটার থেকে ৷ ধোনির কেপিকে স্টাম্প করার ছবি টুইট করে লেখা হয়েছে, ‘‘কিছু সময় তোমার ফিল্ডারের দরকার হয় না ’’

image
কেপিকে জবাব চেন্নাই সুপার কিংসের

দেশের অধিনায়কত্বের ব্যাটন হাতে নিয়ে দেশকে 2007 সালের টি-20 বিশ্বকাপ ও 2011 সালের ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন ধোনি ৷ এছাড়া 2013 সালের চ্যাম্পিয়ন ট্রফিও ভারত জেতে ধোনির অধিনায়কত্বে ৷ টেস্টে ভারতীয় দলকে এক নম্বরে তোলেন ধোনি ৷

শুধু দেশের অধিনায়কত্বই নয়, IPL এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে সফল মাহি ৷ চেন্নাইকে তিনবার IPL -চ্যাম্পিয়ন ও করেছেন তিনি ৷ তবে এবারের IPL ধোনির সামনে বড় চ্যালেঞ্জ ছিল ৷ অধিনায়ক হিসাবে নয়, ক্রিকেটার ধোনির ফের নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে ৷ তবে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL ৷ তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফের ধোনির প্রত্যাবর্তন কঠিন হয়ে পড়ল ৷ প্রসঙ্গত 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.