ETV Bharat / sports

কার্গিল বিজয় দিবসে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন ভারতীয় ক্রিকেটারদের - indian cricketers

কার্গিল যুদ্ধের লড়াই করা জওয়ান দের শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটাররা ৷ প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার অনেককেই শ্রদ্ধা জানাতে টুইটার বেছে নিলেন ৷

কারগিল
কারগিল
author img

By

Published : Jul 27, 2020, 4:22 AM IST

দিল্লি, 26 জুলাই : কার্গিল বিজয় দিবসের 21 তম বর্ষপূর্তি ৷ 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ভারতের বীর যোদ্ধারা ৷ কার্গিল যুদ্ধের লড়াই করা জওয়ান দের শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটাররা ৷

প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার অনেককেই শ্রদ্ধা জানাতে টুইটার বেছে নিলেন ৷ সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ কাইফ থেক সুরেশ রায়না, ময়ঙ্ক আগরওয়াল, ইশান্ত শর্মা টুইট করে শ্রদ্ধা জানালেন ৷

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর লেখেন, ‘‘ কারগিল যুদ্ধের সময় আমাদের প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও নিঃস্বার্থ ত্যাগের অসংখ্য গল্প আছে ৷ এবং সেইগুলি খুবই বিস্ময়কর । আমরা সর্বদা দেশ সেবার জন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকব ৷’’

  • The countless stories of valour & selfless sacrifices of our 🇮🇳 Defence Forces during the Kargil War are awe-inspiring.
    We shall always remain indebted to their service to our nation! 🙏🏻 #KargilVijayDiwas pic.twitter.com/qfrMNZybun

    — Sachin Tendulkar (@sachin_rt) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘‘আমাদের সশস্ত্রবাহিনী যারা আমাদের দেশের জন্য লড়াই করে ৷ আমাদের সবাইকে নিরাপদ রাখতে প্রাণ দিয়েছিল, তাদের সাহস ও বীরত্বের জন্য শুভেচ্ছা জানাচ্ছি । জয় হিন্দ ৷’’

  • Saluting the valour and courage of our brave hearts of the Indian Armed Forces who laid down their lives fighting for our Nation, all to keep all of us safe. 🙏🏼 Jai Hind 🇮🇳 #KargilVijayDiwas

    — Virat Kohli (@imVkohli) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের টেস্টের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে টুইট করেন, ‘‘ আমাদের বীর জওয়ানরা আমাদের দেশের সুরক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে ৷ তাদের অদম্য সাহস এবং বীরত্বকে আমরা কখনই ভুলব না । আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত ।’’

  • We shall never forget the invincible spirit and valour of the heroes who sacrifice their lives for our nation's safety.
    Proud of our armed forces.
    Jai Hind! 🇮🇳#KargilVijayDiwas pic.twitter.com/YCBJzjPpPh

    — Ajinkya Rahane (@ajinkyarahane88) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে ভার্সাটাইল ব্যাটসম্যান লোকেশ রাহুল লেখেন, ‘‘ আমাদের সাহসী সৈন্যদের নিঃস্বার্থ ত্যাগের কথা স্মরণ করছি ৷ যারা আমাদের দেশের সুরক্ষার জন্য প্রাণ দিয়েছিল ৷’’

  • Remembering the selfless sacrifices of our brave soldiers who gave up their lives protecting our nation. 🙏 #KargilVijayDiwas

    — K L Rahul (@klrahul11) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিএস লক্ষ্মণ টুইট করেন, ‘‘ কারগিল বিজয় দিবসে সকল সাহসী যোদ্ধাদের শ্রদ্ধা জানাই । আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা বীরত্ব ও ত্যাগের প্রতিক ৷ জয় হিন্দ ৷’’ ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, ‘‘আমাদের সাহসী বাহিনীর বীরত্ব ও সাহসকে অভিবাদন জানাচ্ছি ৷ যারা নিঃস্বার্থভাবে দিন ও রাত জুড়ে আমাদের রক্ষা করেন । আপ হো, তো হম হে ৷ জয় হিন্দ ৷ ’’

সুরেশ রায়না লিখেছেন, ‘‘ কার্গিল বিজয় দিবসে আমি ভারতের প্রকৃত বীরদের প্রতি শ্রদ্ধা জানাই ৷ ওদের আত্মত্যাগেই আমরা স্বাধীনতার শ্বাস নিতে পারি । আমরা চিরকাল তাদের ঋণী থাকব ৷’’

ময়ঙ্ক আগরওয়াল লিখেছেন, ‘‘ আমি সেই শহিদদের শ্রদ্ধা জানাই, যারা দেশ বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন ৷’’ ইশান্ত শর্মাও কার্গিল দিবসে ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷

কার্গিলের যুদ্ধক্ষেত্রের হাড় কাঁপানো ঠান্ডায় তিন মাসের কঠোর যুদ্ধের পর ভারতীয় জওয়ানরা বিজয় ঘোষণা করে ৷ প্রায় 500 জনের বেশি জওয়ান তাদের প্রাণ হারান ৷

দিল্লি, 26 জুলাই : কার্গিল বিজয় দিবসের 21 তম বর্ষপূর্তি ৷ 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ভারতের বীর যোদ্ধারা ৷ কার্গিল যুদ্ধের লড়াই করা জওয়ান দের শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটাররা ৷

প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার অনেককেই শ্রদ্ধা জানাতে টুইটার বেছে নিলেন ৷ সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ কাইফ থেক সুরেশ রায়না, ময়ঙ্ক আগরওয়াল, ইশান্ত শর্মা টুইট করে শ্রদ্ধা জানালেন ৷

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর লেখেন, ‘‘ কারগিল যুদ্ধের সময় আমাদের প্রতিরক্ষা বাহিনীর বীরত্ব ও নিঃস্বার্থ ত্যাগের অসংখ্য গল্প আছে ৷ এবং সেইগুলি খুবই বিস্ময়কর । আমরা সর্বদা দেশ সেবার জন্য তাদের কাছে কৃতজ্ঞ থাকব ৷’’

  • The countless stories of valour & selfless sacrifices of our 🇮🇳 Defence Forces during the Kargil War are awe-inspiring.
    We shall always remain indebted to their service to our nation! 🙏🏻 #KargilVijayDiwas pic.twitter.com/qfrMNZybun

    — Sachin Tendulkar (@sachin_rt) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘‘আমাদের সশস্ত্রবাহিনী যারা আমাদের দেশের জন্য লড়াই করে ৷ আমাদের সবাইকে নিরাপদ রাখতে প্রাণ দিয়েছিল, তাদের সাহস ও বীরত্বের জন্য শুভেচ্ছা জানাচ্ছি । জয় হিন্দ ৷’’

  • Saluting the valour and courage of our brave hearts of the Indian Armed Forces who laid down their lives fighting for our Nation, all to keep all of us safe. 🙏🏼 Jai Hind 🇮🇳 #KargilVijayDiwas

    — Virat Kohli (@imVkohli) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতের টেস্টের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে টুইট করেন, ‘‘ আমাদের বীর জওয়ানরা আমাদের দেশের সুরক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে ৷ তাদের অদম্য সাহস এবং বীরত্বকে আমরা কখনই ভুলব না । আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত ।’’

  • We shall never forget the invincible spirit and valour of the heroes who sacrifice their lives for our nation's safety.
    Proud of our armed forces.
    Jai Hind! 🇮🇳#KargilVijayDiwas pic.twitter.com/YCBJzjPpPh

    — Ajinkya Rahane (@ajinkyarahane88) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে ভার্সাটাইল ব্যাটসম্যান লোকেশ রাহুল লেখেন, ‘‘ আমাদের সাহসী সৈন্যদের নিঃস্বার্থ ত্যাগের কথা স্মরণ করছি ৷ যারা আমাদের দেশের সুরক্ষার জন্য প্রাণ দিয়েছিল ৷’’

  • Remembering the selfless sacrifices of our brave soldiers who gave up their lives protecting our nation. 🙏 #KargilVijayDiwas

    — K L Rahul (@klrahul11) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিএস লক্ষ্মণ টুইট করেন, ‘‘ কারগিল বিজয় দিবসে সকল সাহসী যোদ্ধাদের শ্রদ্ধা জানাই । আমাদের সশস্ত্র বাহিনী সর্বদা বীরত্ব ও ত্যাগের প্রতিক ৷ জয় হিন্দ ৷’’ ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, ‘‘আমাদের সাহসী বাহিনীর বীরত্ব ও সাহসকে অভিবাদন জানাচ্ছি ৷ যারা নিঃস্বার্থভাবে দিন ও রাত জুড়ে আমাদের রক্ষা করেন । আপ হো, তো হম হে ৷ জয় হিন্দ ৷ ’’

সুরেশ রায়না লিখেছেন, ‘‘ কার্গিল বিজয় দিবসে আমি ভারতের প্রকৃত বীরদের প্রতি শ্রদ্ধা জানাই ৷ ওদের আত্মত্যাগেই আমরা স্বাধীনতার শ্বাস নিতে পারি । আমরা চিরকাল তাদের ঋণী থাকব ৷’’

ময়ঙ্ক আগরওয়াল লিখেছেন, ‘‘ আমি সেই শহিদদের শ্রদ্ধা জানাই, যারা দেশ বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন ৷’’ ইশান্ত শর্মাও কার্গিল দিবসে ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷

কার্গিলের যুদ্ধক্ষেত্রের হাড় কাঁপানো ঠান্ডায় তিন মাসের কঠোর যুদ্ধের পর ভারতীয় জওয়ানরা বিজয় ঘোষণা করে ৷ প্রায় 500 জনের বেশি জওয়ান তাদের প্রাণ হারান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.