ETV Bharat / sports

টুর্নামেন্ট সেরা "ট্র্যাজিক হিরো" উইলিয়ামসন

author img

By

Published : Jul 15, 2019, 5:20 AM IST

Updated : Jul 15, 2019, 9:32 AM IST

10টি ইনিংসে দু'টি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি-সহ 578 রান করে দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন কেন উইলিয়ামসন ।

টুর্নামেন্ট সেরা "ট্র্যাজিক হিরো" উইলায়ামসন

লন্ডন, 15 জুলাই : বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হবেন ? সম্ভাব্যদের তালিকাটা ছিল দীর্ঘ— রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার হলে মিচেল স্টার্ক কেন নয়? অলরাউন্ডার শাকিব আল হাসানই বা কী দোষ করেছেন ? এতসব নামের মধ্যে কেন উইলিয়ামসনের নামটাও মনে রাখতে হয়েছে সবাইকে । যিনি কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন । শেষ পর্যন্ত বিশ্বকাপ না পেলেও রোহিত, শাকিবদের হারিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি ।

2019 বিশ্বকাপে ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন । 10টি ইনিংসে দু'টি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি-সহ 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক । গড় 82.57 । স্ট্রাইক-রেট 74.97 । সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে । করেছেন 148 । পুরো বিশ্বকাপেই উইলিয়ামসন ছিলেন কিউয়ি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড । অন্যদের ব্যর্থতার দিনে ব্ল্যাকক্যাপ অধিনায়ক একাই টেনে নিয়ে গেছেন দলকে ।

বিশ্বকাপে 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক
বিশ্বকাপে 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক

এদিকে ফাইনালে তাঁর 30 রানের ইনিংসের সুবাদে গড়েছেন আরও একটি রেকর্ড । কোনও একটি বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী এখন তিনিই । এর আগে 2007 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা অধিনায়ক জয়বর্ধনের করা 548 রান ছিল কোনও একটি বিশ্বকাপে কোনও ক্যাপ্টেনের সর্বাধিক রান ।

কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন তিনি
কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন তিনি

ম্যাচের শেষে বিশ্বচ্যাম্পিয়ন না হতে পারার আক্ষেপ দূরে রেখে কেন উইলিয়ামসন বলেন, "নির্দিষ্টভাবে এটা শুধু একটা রানের ব্যাপারই নয় । ম্যাচের ছোটো ছোটো অনেক কিছুই আমাদের বিপক্ষে যেতে পারত । চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন ।" পাশাপাশি সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, "নিউজ়িল্যান্ড দলকে ধন্যবাদ জানাতে চাই । পুরো টুর্নামেন্টে খেলোয়াড়রা যে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সত্যি তা অসাধারণ ।"

লন্ডন, 15 জুলাই : বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হবেন ? সম্ভাব্যদের তালিকাটা ছিল দীর্ঘ— রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার হলে মিচেল স্টার্ক কেন নয়? অলরাউন্ডার শাকিব আল হাসানই বা কী দোষ করেছেন ? এতসব নামের মধ্যে কেন উইলিয়ামসনের নামটাও মনে রাখতে হয়েছে সবাইকে । যিনি কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন । শেষ পর্যন্ত বিশ্বকাপ না পেলেও রোহিত, শাকিবদের হারিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নিয়েছেন তিনি ।

2019 বিশ্বকাপে ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন । 10টি ইনিংসে দু'টি সেঞ্চুরি এবং দু'টি হাফসেঞ্চুরি-সহ 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক । গড় 82.57 । স্ট্রাইক-রেট 74.97 । সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে । করেছেন 148 । পুরো বিশ্বকাপেই উইলিয়ামসন ছিলেন কিউয়ি ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড । অন্যদের ব্যর্থতার দিনে ব্ল্যাকক্যাপ অধিনায়ক একাই টেনে নিয়ে গেছেন দলকে ।

বিশ্বকাপে 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক
বিশ্বকাপে 578 রান করেছেন কিউয়ি অধিনায়ক

এদিকে ফাইনালে তাঁর 30 রানের ইনিংসের সুবাদে গড়েছেন আরও একটি রেকর্ড । কোনও একটি বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী এখন তিনিই । এর আগে 2007 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা অধিনায়ক জয়বর্ধনের করা 548 রান ছিল কোনও একটি বিশ্বকাপে কোনও ক্যাপ্টেনের সর্বাধিক রান ।

কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন তিনি
কার্যত একাই দলকে ফাইনালে তুলেছেন তিনি

ম্যাচের শেষে বিশ্বচ্যাম্পিয়ন না হতে পারার আক্ষেপ দূরে রেখে কেন উইলিয়ামসন বলেন, "নির্দিষ্টভাবে এটা শুধু একটা রানের ব্যাপারই নয় । ম্যাচের ছোটো ছোটো অনেক কিছুই আমাদের বিপক্ষে যেতে পারত । চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন ।" পাশাপাশি সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, "নিউজ়িল্যান্ড দলকে ধন্যবাদ জানাতে চাই । পুরো টুর্নামেন্টে খেলোয়াড়রা যে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সত্যি তা অসাধারণ ।"

New Delhi, July 15 (ANI): Root canal isn't as unpleasant as people think when compared to other dental procedures. Self-reporting of dental health by patients revealed that they find the procedure no worse than other dental work which overturns the popular belief that root canal work is the most unpleasant dental treatment. The study published in the 'Journal of Endodontics' collected information from randomly selected 1069 Australian people aged 30-61 through questionnaires, dental records and treatment receipts in 2009. Their self-rated dental health score was checked when they had their dental work and two years later.

Last Updated : Jul 15, 2019, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.