ETV Bharat / sports

হৃষিকেশে গঙ্গাস্নান জন্টি রোডসের - হৃষিকেশের গঙ্গায় স্নান করেন তিনি

হৃষিকেশে চলছে আন্তর্জাতিক যোগা ফেস্টিভ্যাল ৷ সেখানে যোগ দিতে এসেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস ৷ হৃষিকেশের গঙ্গায় স্নান করেন তিনি ৷

image
হৃষিকেশের গঙ্গায় স্নান করেন জন্টি
author img

By

Published : Mar 6, 2020, 8:34 AM IST

দিল্লি, 6 মার্চ : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের ভারতপ্রীতি বহু চর্চিত ৷ উত্তরাখণ্ডে যোগা ফেস্টিভ্যালে এসে গঙ্গাস্নান করলেন তিনি ৷ নিজের টুইটারেই সেই ছবি পোস্ট করেন এক সময়ের পৃথিবীর সেরা ফিল্ডার ৷ জন্টির গঙ্গাস্নানে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হরভজন সিং ৷

হৃষিকেশে আন্তর্জাতিক যোগা ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছেন জন্টি ৷ নিজের ব্যস্ত কর্মসূচির মাঝে গতকাল গঙ্গাস্নান সারেন তিনি ৷ যে ছবি মুহূর্তে ভাইরাল হয় ৷ ছবিতে দেখা যাচ্ছে, গঙ্গায় বুক সমান জলে দাঁড়িয়ে প্রণাম করছেন জন্টি৷

  • You have seen more india thn me my friend.. good to see you enjoying and having dip in holy Ganga 🙏 next time take me along https://t.co/TgTlGgnTSe

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘‘পবিত্র গঙ্গার ঠান্ডা জলে স্নান করলে শরীর ও মনের উপকার হয় ৷’’ তাঁর এই ছবি রিটুইট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ৷ মজার ছলে ভাজ্জি লেখেন , ‘‘বন্ধু তুমি আমার থেকেও বেশি ভারত দেখেছ ৷ পবিত্র গঙ্গায় তোমাকে ডুব দিতে দেখে ভালো লাগছে ৷ পরের বার আমাকেও সঙ্গে নিয়ো ৷’’

হৃষিকেশে চলছে আন্তর্জাতিক যোগ ফেস্টিভ্যাল 2020 ৷ গত পয়লা মার্চ থেকে শুরু হবে এই অনুষ্ঠান ৷ চলবে 7 মার্চ পর্যন্ত ৷

দিল্লি, 6 মার্চ : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসের ভারতপ্রীতি বহু চর্চিত ৷ উত্তরাখণ্ডে যোগা ফেস্টিভ্যালে এসে গঙ্গাস্নান করলেন তিনি ৷ নিজের টুইটারেই সেই ছবি পোস্ট করেন এক সময়ের পৃথিবীর সেরা ফিল্ডার ৷ জন্টির গঙ্গাস্নানে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হরভজন সিং ৷

হৃষিকেশে আন্তর্জাতিক যোগা ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছেন জন্টি ৷ নিজের ব্যস্ত কর্মসূচির মাঝে গতকাল গঙ্গাস্নান সারেন তিনি ৷ যে ছবি মুহূর্তে ভাইরাল হয় ৷ ছবিতে দেখা যাচ্ছে, গঙ্গায় বুক সমান জলে দাঁড়িয়ে প্রণাম করছেন জন্টি৷

  • You have seen more india thn me my friend.. good to see you enjoying and having dip in holy Ganga 🙏 next time take me along https://t.co/TgTlGgnTSe

    — Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘‘পবিত্র গঙ্গার ঠান্ডা জলে স্নান করলে শরীর ও মনের উপকার হয় ৷’’ তাঁর এই ছবি রিটুইট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ৷ মজার ছলে ভাজ্জি লেখেন , ‘‘বন্ধু তুমি আমার থেকেও বেশি ভারত দেখেছ ৷ পবিত্র গঙ্গায় তোমাকে ডুব দিতে দেখে ভালো লাগছে ৷ পরের বার আমাকেও সঙ্গে নিয়ো ৷’’

হৃষিকেশে চলছে আন্তর্জাতিক যোগ ফেস্টিভ্যাল 2020 ৷ গত পয়লা মার্চ থেকে শুরু হবে এই অনুষ্ঠান ৷ চলবে 7 মার্চ পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.