ETV Bharat / sports

"টিমকে বিপদে ফেলে দিয়েছি", কোরোনা প্রোটোকল ভেঙে ক্ষমা আর্চারের - কোরোনা প্রোটোকল ভেঙে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন আর্চার

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আজ থেকে শুরু হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার ৷ কোরোনা প্রোটোকোল ভাঙার কারণেই বাদ পড়েন তিনি ৷

কোরোনা প্রোটোকল ভেঙে ক্ষমা চাইলেন আর্চার
কোরোনা প্রোটোকল ভেঙে ক্ষমা চাইলেন আর্চার
author img

By

Published : Jul 16, 2020, 6:41 PM IST

লন্ডন, 16 জুলাই: মাঠে মেনে চলেননি কোরোনা ভাইরাস প্রোটোকল ৷ যে কারণে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আজ থেকে শুরু হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার ৷ একদিন আগেই ম্যাঞ্চেস্টার টেস্টের দল ঘোষণা করে ECB ৷ সেই দল থেকে জোফ্রা বাদ পড়লেও আসল কারণ জানা যায়নি ৷ পরে জানা যায় কোরোনা ভাইরাস প্রোটোকল ভাঙায় পাঁচদিনের আইসোলেশনে পাঠানো হয়েছে জোফ্রাকে ৷

শুধু আইসোলেশনই নয়, জোফ্রার দুবার COVID পরীক্ষাও করা হবে ৷ আইসোলেশন পিরিয়ড শেষ হওয়ার আগেই সেই পরীক্ষার রিপোর্ট আসবে ৷ তবে জোফ্রার ঠিক কোন কাজটিকে কোরোনা প্রোটোকল ভাঙার মধ্যে ফেলা হয়েছে তা জানা যায়নি ৷ ম্যাঞ্চেস্টারের বায়ো সিকিয়োর মাঠে অনুশীলন চলাকালীন কোনওভাবে প্রোটোকল ভেঙেছেন আর্চার ৷

তবে টেস্ট থেকে বাদ পড়ার চেয়েও কোরোনা বিধি অমান্য করে বেশি দুঃখিত ইংল্যান্ডের এই পেসার ৷ ঘটনার পর তিনি ক্ষমা চেয়ে বলেছেন, "যা করেছি তার জন্য ভীষণ দুঃখিত ৷ নিজেকে ও গোটা টিমকে বিপদে ফেলে দিয়েছি ৷ যা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি ৷ টেস্ট না খেলতে পারায় কষ্ট হচ্ছে ৷ আমি দুটো টিমেরই মাথা নত করে দিয়েছি ৷" স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে সাউদাম্পটন টেস্টের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আর্চার ৷ টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল ৷ প্রথম ইনিংসে উইকেটহীন থাকলেও দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট পান 2019 বিশ্বকাপ ফাইনালের সুপারওভারের নায়ক ৷

লন্ডন, 16 জুলাই: মাঠে মেনে চলেননি কোরোনা ভাইরাস প্রোটোকল ৷ যে কারণে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আজ থেকে শুরু হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার ৷ একদিন আগেই ম্যাঞ্চেস্টার টেস্টের দল ঘোষণা করে ECB ৷ সেই দল থেকে জোফ্রা বাদ পড়লেও আসল কারণ জানা যায়নি ৷ পরে জানা যায় কোরোনা ভাইরাস প্রোটোকল ভাঙায় পাঁচদিনের আইসোলেশনে পাঠানো হয়েছে জোফ্রাকে ৷

শুধু আইসোলেশনই নয়, জোফ্রার দুবার COVID পরীক্ষাও করা হবে ৷ আইসোলেশন পিরিয়ড শেষ হওয়ার আগেই সেই পরীক্ষার রিপোর্ট আসবে ৷ তবে জোফ্রার ঠিক কোন কাজটিকে কোরোনা প্রোটোকল ভাঙার মধ্যে ফেলা হয়েছে তা জানা যায়নি ৷ ম্যাঞ্চেস্টারের বায়ো সিকিয়োর মাঠে অনুশীলন চলাকালীন কোনওভাবে প্রোটোকল ভেঙেছেন আর্চার ৷

তবে টেস্ট থেকে বাদ পড়ার চেয়েও কোরোনা বিধি অমান্য করে বেশি দুঃখিত ইংল্যান্ডের এই পেসার ৷ ঘটনার পর তিনি ক্ষমা চেয়ে বলেছেন, "যা করেছি তার জন্য ভীষণ দুঃখিত ৷ নিজেকে ও গোটা টিমকে বিপদে ফেলে দিয়েছি ৷ যা হয়েছে তার জন্য ক্ষমা চাইছি ৷ টেস্ট না খেলতে পারায় কষ্ট হচ্ছে ৷ আমি দুটো টিমেরই মাথা নত করে দিয়েছি ৷" স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে সাউদাম্পটন টেস্টের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আর্চার ৷ টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল ৷ প্রথম ইনিংসে উইকেটহীন থাকলেও দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট পান 2019 বিশ্বকাপ ফাইনালের সুপারওভারের নায়ক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.