ETV Bharat / sports

সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে এশিয়ান ক্রিকেট সংস্থার মসনদে জয় শাহ

হাসপাতালে ভরতি রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তার মধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসলেন জয় শাহ ৷

author img

By

Published : Jan 30, 2021, 10:53 PM IST

Jay Shah
Jay Shah

দিল্লি, 30 জানুয়ারি : হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বুকে স্টেন্ট বসেছে তাঁর ৷ বোর্ড প্রেসিডেন্টের অসুস্থতার মধ্যেই এশিয়ান ক্রিকেটের সর্বেসর্বা হয়ে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ ৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত করা হল তাঁকে ৷ 32 বছরের জয় এসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হলেন ৷

এসিসি-র সভপতি পদে জয় শাহের নিযুক্ত হওয়ার খবর টুইটারে শেয়ার করেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি লেখেন, "এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসলেন জয় শাহ ৷ আমি নিশ্চিত ওনার নেতৃত্বে এসিসি সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে ৷ এতে এশিয়ান ক্রিকেটেরই উন্নতি হবে ৷ আমার তরফে অনেক শুভেচ্ছা রইল ৷" এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমূল হোসেন ৷ তাঁর জায়গায় এলেন জয় শাহ ৷ এসিসি আঞ্চলিক প্রশাসনিক সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত । বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা 24 ৷

আরও পড়ুন : সুস্থ আছেন, আগামীকাল সম্ভবত বাড়ি ফিরছেন সৌরভ

বিসিসিআইয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে জয় বলেছেন, "আমি এই সম্মান গ্রহণ করছি ৷ এই পদের জন্য আমাকে যোগ্য মনে করায় বিসিসিআই এবং সহকর্মীদের ধন্যবাদ জানাই ৷ নতুন দায়িত্বে বসা জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ বিবৃতিতে সৌরভকে উদ্ধৃত করে লেখা হয়েছে, নতুন এসিসি প্রেসিডেন্ট জয় শাহকে অভিনন্দন জানাই ৷ আমরা একসঙ্গে কাজ করেছি ৷ ওর পরিকল্পনা এবং ক্রিকেটের উন্নতির লক্ষ্যে ওর ভাবনা সম্পর্কে আমি ওয়াকিবহাল ৷ এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং সময় ৷ কিন্তু আমি জানি এই চ্যালেঞ্জ ও সাফল্যের সঙ্গে পার করবে ৷"

এদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে সাফল্য মেলার পর আরও তিনটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ এবার ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা 50 ওভারের বিজয় হাজারে ট্রফি, মেয়েদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা ও বিনু মাঁকড় ট্রফি আয়োজন করতে চলেছে৷ বিনু মাঁকড় ট্রফি হবে অনূর্ধ্ব-19 পর্যায়ে হবে৷

এই নিয়ে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখেছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ করোনা প্যানডেমিকের পরিস্থিতিতে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলি কী ভাবছে, তা জানতেই বোর্ড সচিব এই চিঠি দিয়েছেন ৷

দিল্লি, 30 জানুয়ারি : হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বুকে স্টেন্ট বসেছে তাঁর ৷ বোর্ড প্রেসিডেন্টের অসুস্থতার মধ্যেই এশিয়ান ক্রিকেটের সর্বেসর্বা হয়ে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ ৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত করা হল তাঁকে ৷ 32 বছরের জয় এসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হলেন ৷

এসিসি-র সভপতি পদে জয় শাহের নিযুক্ত হওয়ার খবর টুইটারে শেয়ার করেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি লেখেন, "এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে বসলেন জয় শাহ ৷ আমি নিশ্চিত ওনার নেতৃত্বে এসিসি সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে ৷ এতে এশিয়ান ক্রিকেটেরই উন্নতি হবে ৷ আমার তরফে অনেক শুভেচ্ছা রইল ৷" এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমূল হোসেন ৷ তাঁর জায়গায় এলেন জয় শাহ ৷ এসিসি আঞ্চলিক প্রশাসনিক সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত । বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা 24 ৷

আরও পড়ুন : সুস্থ আছেন, আগামীকাল সম্ভবত বাড়ি ফিরছেন সৌরভ

বিসিসিআইয়ের তরফে প্রকাশিত বিবৃতিতে জয় বলেছেন, "আমি এই সম্মান গ্রহণ করছি ৷ এই পদের জন্য আমাকে যোগ্য মনে করায় বিসিসিআই এবং সহকর্মীদের ধন্যবাদ জানাই ৷ নতুন দায়িত্বে বসা জয় শাহকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ বিবৃতিতে সৌরভকে উদ্ধৃত করে লেখা হয়েছে, নতুন এসিসি প্রেসিডেন্ট জয় শাহকে অভিনন্দন জানাই ৷ আমরা একসঙ্গে কাজ করেছি ৷ ওর পরিকল্পনা এবং ক্রিকেটের উন্নতির লক্ষ্যে ওর ভাবনা সম্পর্কে আমি ওয়াকিবহাল ৷ এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং সময় ৷ কিন্তু আমি জানি এই চ্যালেঞ্জ ও সাফল্যের সঙ্গে পার করবে ৷"

এদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে সাফল্য মেলার পর আরও তিনটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ এবার ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা 50 ওভারের বিজয় হাজারে ট্রফি, মেয়েদের একদিনের ক্রিকেট প্রতিযোগিতা ও বিনু মাঁকড় ট্রফি আয়োজন করতে চলেছে৷ বিনু মাঁকড় ট্রফি হবে অনূর্ধ্ব-19 পর্যায়ে হবে৷

এই নিয়ে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি লিখেছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ করোনা প্যানডেমিকের পরিস্থিতিতে এই প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে রাজ্যের ক্রিকেট সংস্থাগুলি কী ভাবছে, তা জানতেই বোর্ড সচিব এই চিঠি দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.