ETV Bharat / sports

ভারতের মাটিতে থ্রি-লায়নসদের তুরুপের তাস অ্যান্ডারসন

প্রথম পেসার হিসেবে টেস্টে 600-র গণ্ডি পার করেছেন অ্যান্ডারসন ৷ তবে তাঁর সাফল্যের অনেকাংশ আছে ভারতের বিরুদ্ধে ৷ তাই তাঁর দিকে বিশেষ নজর দিতেই হবে ভারতীয়দের ৷

থ্রি-লায়নসদের তুরুপের তাস অ্যান্ডারসন
থ্রি-লায়নসদের তুরুপের তাস অ্যান্ডারসন
author img

By

Published : Feb 1, 2021, 10:42 PM IST

দিল্লি, 31 জানুয়ারি : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ আর সিরিজ় মাতাতে পারেন বেশ কিছু ক্রিকেটার ৷

ব্রিটিশ স্পিডস্টার জেমস অ্যান্ডারসন ৷ 606টি টেস্ট উইকেটের মালিক অ্যান্ডারসন নিসন্দেহে আসন্ন ভারতের বিরুদ্ধে সিরিজ়ে জো রুটের তুরুপের তাস হতে চলেছেন ৷ উপমহাদেশের 22 গজে তাঁর উইকেট তোলার ক্ষমতার দিকে তাকিয়ে ইংল্যান্ড ৷

প্রথম পেসার হিসেবে টেস্টে 600-র গণ্ডি পার করেছেন অ্যান্ডারসন ৷ তাঁর সাফল্যের অনেকাংশ আছে ভারতের বিরুদ্ধে ৷ 2011 সালের সদ্য বিশ্বকাপজয়ী ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল ৷ অন্যদিকে দলের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর 99 টি আন্তর্জাতিক শতরান করে ইংল্যান্ড পাড়ি দেন ৷ ফলে সবাই আশা করেছিলেন সেই সিরিজ় ব্রিটিশদের জন্য বেশ কঠিন হতে চলেছে ৷

উইকেট নেওয়ার পর অ্যান্ডারসনের উচ্ছাস
উইকেট নেওয়ার পর অ্যান্ডারসনের উচ্ছাস ৷ ছবি সৌজন্যে :- টুইটার

কিন্তু ভারতের বিরুদ্ধে 4টি টেস্ট সিরিজ় জয়ের অন্যতম কারিগর জেমস অ্যান্ডারসনের ছিল অন্য পরিকল্পনা ৷ অ্যান্ডারসনের দুরন্ত বোলিংয়ের সামনে ধোনি ম্যাজিকও ফিকে পড়ে যায় ৷ লর্ডসের প্রথম টেস্টে শেষ দিনে 5টি উইকেট নেন অ্যান্ডারসন ৷ সিরিজ় শেষ করেন 21টি উইকেট নিয়ে ৷ ভারত সিরিজ়ের চারটি ম্যাচেই হেরে যায় ৷ সিরিজ়ে শুধু উইকেট তুলে নেওয়াই নয় একাধিক বার তৎকালীন বিশ্বের সেরা ব্যাটসম্যান সচিনকে সমস্যায় ফেলেন তিনি ৷

নেটে অনুশীলনের সময় ৷
নেটে অনুশীলনের সময় ৷

সেই সিরিজ়ের পর ব্রায়ান লারাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সচিন বলেন, ‘‘ অ্যান্ডারসন বিশ্বের একমাত্র বোলার যিনি ‘‘রিভার্স আউটসুইঙ্গার’’ করতে পারেন ৷ কিন্তু তখনও তাঁর কবজির পজিশন থাকে ইনসুইঙ্গার বোলারের মতো ৷ ও ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করে ৷ আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও বলটি আউটসুইংয়ের মতো ধরে ৷ কিন্তু রিলিজ করার সময় বলটি ভিতরে আনার চেষ্টা করে ৷ তোমার দেখে মনে হতে পারে, ও বলটি ইনসুইং করছে ৷ কিন্তু ও আদতে আউট সুইং করছেন ৷’’

সচিনের বিরুদ্ধে বরাবরই ভয়ংকর অ্যান্ডারসন ৷ সচিনের বিরুদ্ধে 27টি ইনিংসে 9 বার আউট করেছন মাস্টার ব্লাস্টারকে ৷ ভারতীয় দলের ব্যাটিংয়ের গুরু দায়িত্ব সচিনের হাত থেকে বর্তমানে কোহলির হাতে এলেও, ইংল্যান্ডের মূল অস্ত্র হিসেবে রয়েই গেছেন অ্যান্ডারসন ৷ বিরাটকেও এখনও পর্যন্ত 5 বার আউট করেছেন ৷

পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্ডারসন
পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্ডারসন

আরও পড়ুন :- ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে নজরে রুট

কিন্তু অ্যান্ডারসনের বিরুদ্ধে কোহলিদের সমাধান কী ? অজ়ি স্পিনার ব্রাড হগ নিজের ইউটিউব চ্যানেলে বাতলে দিলেন কীভাবে অ্যান্ডারসনকে সামালতে পারে ভারতীয় ব্যাটসম্যানরা ৷ হগ বলছেন, ‘‘শুরুতে অ্যান্ডারসনকে উইকেট দিলে চলবে না ৷ সেক্ষেত্রে ভারতীয় ওপেনারদের দায়িত্ব নিতে হবে ৷ যেহেতু দুই দিকেই বল সুইং করতে পারেন অ্যান্ডারসন, তাই ক্রিজ় থেকে কয়েক পা বেরিয়ে খেলতে হবে দুই ওপেনারকে ৷ যাতে সুইং করার জায়গা না পান অ্যান্ডারসন ৷ যদি এটা করতে সমস্যা হয় তাহলে নিজেদের ক্রিজ়ে থেকে ইনসুইঙ্গার বলের জন্য অপেক্ষা কর ৷ এবং আউটসুইং বলগুলি ছেড়ে দিতে হবে ৷’’

আরও পড়ুন :- কোয়ারানটিন শেষ, ব্রিটিশ সিংহ বধের প্রস্তুতি শুরু ভারতীয়দের

তবে শুধুমাত্র জেমস অ্যান্ডারসন নন, ভারতীয়দের জন্য অপেক্ষা করে আছেন জোফ্রে আর্চারও ৷ যদিও উপমহাদেশে টেস্ট খেলার কোনও অভিজ্ঞতা নেই আর্চারের ৷ তবে আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতেই পারেন তিনি ৷ তবে ভারতের পিচে আর্চারের বাউন্সারের থেকেও ভয়ংকর হতে পারেন অ্যান্ডারসন ৷ তাই জেমসের সুইং নিজেদের আন্ডারে রাখতেই হবে কোহলিদের ৷

দিল্লি, 31 জানুয়ারি : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ভারতে ৷ তবে দর্শকশূন্য স্টেডিয়ামে ৷ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷ আর সিরিজ় মাতাতে পারেন বেশ কিছু ক্রিকেটার ৷

ব্রিটিশ স্পিডস্টার জেমস অ্যান্ডারসন ৷ 606টি টেস্ট উইকেটের মালিক অ্যান্ডারসন নিসন্দেহে আসন্ন ভারতের বিরুদ্ধে সিরিজ়ে জো রুটের তুরুপের তাস হতে চলেছেন ৷ উপমহাদেশের 22 গজে তাঁর উইকেট তোলার ক্ষমতার দিকে তাকিয়ে ইংল্যান্ড ৷

প্রথম পেসার হিসেবে টেস্টে 600-র গণ্ডি পার করেছেন অ্যান্ডারসন ৷ তাঁর সাফল্যের অনেকাংশ আছে ভারতের বিরুদ্ধে ৷ 2011 সালের সদ্য বিশ্বকাপজয়ী ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল ৷ অন্যদিকে দলের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর 99 টি আন্তর্জাতিক শতরান করে ইংল্যান্ড পাড়ি দেন ৷ ফলে সবাই আশা করেছিলেন সেই সিরিজ় ব্রিটিশদের জন্য বেশ কঠিন হতে চলেছে ৷

উইকেট নেওয়ার পর অ্যান্ডারসনের উচ্ছাস
উইকেট নেওয়ার পর অ্যান্ডারসনের উচ্ছাস ৷ ছবি সৌজন্যে :- টুইটার

কিন্তু ভারতের বিরুদ্ধে 4টি টেস্ট সিরিজ় জয়ের অন্যতম কারিগর জেমস অ্যান্ডারসনের ছিল অন্য পরিকল্পনা ৷ অ্যান্ডারসনের দুরন্ত বোলিংয়ের সামনে ধোনি ম্যাজিকও ফিকে পড়ে যায় ৷ লর্ডসের প্রথম টেস্টে শেষ দিনে 5টি উইকেট নেন অ্যান্ডারসন ৷ সিরিজ় শেষ করেন 21টি উইকেট নিয়ে ৷ ভারত সিরিজ়ের চারটি ম্যাচেই হেরে যায় ৷ সিরিজ়ে শুধু উইকেট তুলে নেওয়াই নয় একাধিক বার তৎকালীন বিশ্বের সেরা ব্যাটসম্যান সচিনকে সমস্যায় ফেলেন তিনি ৷

নেটে অনুশীলনের সময় ৷
নেটে অনুশীলনের সময় ৷

সেই সিরিজ়ের পর ব্রায়ান লারাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সচিন বলেন, ‘‘ অ্যান্ডারসন বিশ্বের একমাত্র বোলার যিনি ‘‘রিভার্স আউটসুইঙ্গার’’ করতে পারেন ৷ কিন্তু তখনও তাঁর কবজির পজিশন থাকে ইনসুইঙ্গার বোলারের মতো ৷ ও ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করে ৷ আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ও বলটি আউটসুইংয়ের মতো ধরে ৷ কিন্তু রিলিজ করার সময় বলটি ভিতরে আনার চেষ্টা করে ৷ তোমার দেখে মনে হতে পারে, ও বলটি ইনসুইং করছে ৷ কিন্তু ও আদতে আউট সুইং করছেন ৷’’

সচিনের বিরুদ্ধে বরাবরই ভয়ংকর অ্যান্ডারসন ৷ সচিনের বিরুদ্ধে 27টি ইনিংসে 9 বার আউট করেছন মাস্টার ব্লাস্টারকে ৷ ভারতীয় দলের ব্যাটিংয়ের গুরু দায়িত্ব সচিনের হাত থেকে বর্তমানে কোহলির হাতে এলেও, ইংল্যান্ডের মূল অস্ত্র হিসেবে রয়েই গেছেন অ্যান্ডারসন ৷ বিরাটকেও এখনও পর্যন্ত 5 বার আউট করেছেন ৷

পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্ডারসন
পাকিস্তানের বিরুদ্ধে অ্যান্ডারসন

আরও পড়ুন :- ভারত বনাম ইংল্যান্ড সিরিজ়ে নজরে রুট

কিন্তু অ্যান্ডারসনের বিরুদ্ধে কোহলিদের সমাধান কী ? অজ়ি স্পিনার ব্রাড হগ নিজের ইউটিউব চ্যানেলে বাতলে দিলেন কীভাবে অ্যান্ডারসনকে সামালতে পারে ভারতীয় ব্যাটসম্যানরা ৷ হগ বলছেন, ‘‘শুরুতে অ্যান্ডারসনকে উইকেট দিলে চলবে না ৷ সেক্ষেত্রে ভারতীয় ওপেনারদের দায়িত্ব নিতে হবে ৷ যেহেতু দুই দিকেই বল সুইং করতে পারেন অ্যান্ডারসন, তাই ক্রিজ় থেকে কয়েক পা বেরিয়ে খেলতে হবে দুই ওপেনারকে ৷ যাতে সুইং করার জায়গা না পান অ্যান্ডারসন ৷ যদি এটা করতে সমস্যা হয় তাহলে নিজেদের ক্রিজ়ে থেকে ইনসুইঙ্গার বলের জন্য অপেক্ষা কর ৷ এবং আউটসুইং বলগুলি ছেড়ে দিতে হবে ৷’’

আরও পড়ুন :- কোয়ারানটিন শেষ, ব্রিটিশ সিংহ বধের প্রস্তুতি শুরু ভারতীয়দের

তবে শুধুমাত্র জেমস অ্যান্ডারসন নন, ভারতীয়দের জন্য অপেক্ষা করে আছেন জোফ্রে আর্চারও ৷ যদিও উপমহাদেশে টেস্ট খেলার কোনও অভিজ্ঞতা নেই আর্চারের ৷ তবে আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতেই পারেন তিনি ৷ তবে ভারতের পিচে আর্চারের বাউন্সারের থেকেও ভয়ংকর হতে পারেন অ্যান্ডারসন ৷ তাই জেমসের সুইং নিজেদের আন্ডারে রাখতেই হবে কোহলিদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.