সাউদাম্পটন, 25 অগাস্ট : বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 600 উইকেট নেওয়ার নজির গড়লেন জেমস অ্যান্ডারসন । পাকিস্তানের অধিনায়ক আজহার আলিকে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে আউট করে এই কৃতিত্বের অধিকারী হলেন অ্যান্ডারসন । প্রথম ইনিংসে পাকিস্তানের পাঁচ উইকেট নেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার । অ্যান্ডারসনের আগে শেন ওয়ার্ন, অনিল কুম্বলে ও মুথাইয়া মুরলীধরন- এই তিন স্পিনার 600 উইকেট নেওয়ার নজির গড়েছেন ।
2003 সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে ডেবিউ করেন জিমি অ্যান্ডারসন । 2018 সালে তিনি পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন । ওই বছর ওভালে আরেক পেসার মহম্মদ শামিকে আউট করে গ্লেন ম্যাকগ্রার 563টি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড ছাপিয়ে যান জিমি । পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ে শুরুতেই নিরাশ করেছিলেন ডানহাতি এই পেস বোলার । এমনকী তাঁর অবসর নিয়ে জল্পনাও শুরু হয়ে যায় । কিন্তু তাঁর উপর আস্থা রাখেন অধিনায়ক জো রুট । দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড । পাকিস্তানের তিনটে উইকেট তুলে নিয়ে তাদের 236 রানে আটকে দেন অ্যান্ডারসন । যদিও বৃষ্টি ও খারাপ আলোর কারণে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ।
তৃতীয় টেস্টে পাকিস্তানের উপর জাঁকিয়ে বসে ইংল্যান্ড । আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন জাক ক্রলে । জস বাটলার তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকেন । দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ভর করে সুবিধাজনক জায়গায় পৌঁছায় ইংল্যান্ড । এরপর পাকিস্তানের প্রথম চারটি উইকেট তুলে নেন অ্যান্ডারসন । টপ অর্ডার ভেঙে পড়ার পর পাকিস্তানকে লড়াইয়ে ফেরান আজহার আলি । মহম্মদ রিজ়ওয়ানকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান আজ়হার । শেষে নাসিম শাহকে আউট করে পাকিস্তানের প্রথম ইনিংস গুটিয়ে দেন অ্যান্ডারসন ।