ETV Bharat / sports

এক থ্রোয়ে বাজিমাত, ব্যর্থ গাপটিলই সেমিফাইনালের নায়ক ! - নিউজ়িল্যান্ড

ব্যাটিংয়ে ব্যর্থ । কিন্তু, নিশানায় নয় । তাঁর থ্রোই ফিরিয়ে দেয় ধোনিকে । সেই সঙ্গে সেমিফাইনাল জয়ের আশাও শেষ হয় দেশবাসীর । ব্যর্থ গাপটিলই সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের নায়ক ।

ধোনি
author img

By

Published : Jul 10, 2019, 11:20 PM IST

Updated : Jul 10, 2019, 11:51 PM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : রস টেলরকে দুরন্ত থ্রোয়ে রান আউট করা ছাড়াও ল্যাথামের দুরন্ত ক্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা । দলের ব্যাটিং বিপর্যয়ে মারকুটে ৭২ রান পুরো দলকে তাতিয়ে দিয়েছিল । কিন্তু ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরমেন্স করেও রবীন্দ্র জাদেজা গ্যালান্ট লুজ়ারের দলে। নিউজ়িল্যান্ডের দুরন্ত জয়ে বড় ভূমিকা নিলেন মার্টিন গাপটিল । চারবছর আগে বিশ্বকাপে কিউয়ি ওপেনার ৫৪৭ রান করেছিলেন যা নিউজ়িল্যান্ডকে প্রথমবার ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল । এবছর ইংল্যান্ডের মাটিতে মার্টিন গাপটিল যেন স্কোরিং ব্যাটটা নিয়ে আসতে ভুলে গেছেন । নয় ম্যাচে ১৬৮ রান করা কিউয়ি ওপেনারকে ঘিরে তা সত্ত্বেও উচ্ছ্বাস কিউয়ি শিবিরে ।

dhoni
গাপটিলের থ্রোয়ে প্যাভিলিয়নে ফিরলেন ধোনি

ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং ধোনি যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন গাপটিল । যা নিউজ়িল্যান্ডের জয় নিশ্চিত করে দেয় । এবার ফাইনাল । কিউয়ি ওপেনার রানে ফিরবেন কি না সময় বলবে । কিন্তু ফিল্ডিংয়ে ক্ষিপ্র গতি ও ক্যাচ ধরার অবিশ্বাস্য ক্ষমতা গাপটিলকে দলে একটা আলাদা জায়গা করে দিয়েছে। তাই নিউজ়িল্যান্ডের ফের ফাইনালে ওঠার অন্যতম কারিগর গাপটিল । ব্যাট হাতে হয়তো পারেননি, কিন্তু এক থ্রোয়ে বাজিমাত করলেন যে তিনিই । নিউজ়িল্যান্ড সমর্থকদের কাছে তিনিই বাজিগর ।

ম্যানচেস্টার, 10 জুলাই : রস টেলরকে দুরন্ত থ্রোয়ে রান আউট করা ছাড়াও ল্যাথামের দুরন্ত ক্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা । দলের ব্যাটিং বিপর্যয়ে মারকুটে ৭২ রান পুরো দলকে তাতিয়ে দিয়েছিল । কিন্তু ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরমেন্স করেও রবীন্দ্র জাদেজা গ্যালান্ট লুজ়ারের দলে। নিউজ়িল্যান্ডের দুরন্ত জয়ে বড় ভূমিকা নিলেন মার্টিন গাপটিল । চারবছর আগে বিশ্বকাপে কিউয়ি ওপেনার ৫৪৭ রান করেছিলেন যা নিউজ়িল্যান্ডকে প্রথমবার ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল । এবছর ইংল্যান্ডের মাটিতে মার্টিন গাপটিল যেন স্কোরিং ব্যাটটা নিয়ে আসতে ভুলে গেছেন । নয় ম্যাচে ১৬৮ রান করা কিউয়ি ওপেনারকে ঘিরে তা সত্ত্বেও উচ্ছ্বাস কিউয়ি শিবিরে ।

dhoni
গাপটিলের থ্রোয়ে প্যাভিলিয়নে ফিরলেন ধোনি

ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং ধোনি যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন গাপটিল । যা নিউজ়িল্যান্ডের জয় নিশ্চিত করে দেয় । এবার ফাইনাল । কিউয়ি ওপেনার রানে ফিরবেন কি না সময় বলবে । কিন্তু ফিল্ডিংয়ে ক্ষিপ্র গতি ও ক্যাচ ধরার অবিশ্বাস্য ক্ষমতা গাপটিলকে দলে একটা আলাদা জায়গা করে দিয়েছে। তাই নিউজ়িল্যান্ডের ফের ফাইনালে ওঠার অন্যতম কারিগর গাপটিল । ব্যাট হাতে হয়তো পারেননি, কিন্তু এক থ্রোয়ে বাজিমাত করলেন যে তিনিই । নিউজ়িল্যান্ড সমর্থকদের কাছে তিনিই বাজিগর ।

Intro:একটি থ্রোয়ে ফাইনালের রাস্তা পরিস্কার করলেন গাপটিল

কলকাতা,১০জুলাইঃ রস টেলরকে দুরন্ত থ্রোয়ে রান আউট করা ছাড়াও লাথামের দুরন্ত ক্যাচে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। দলের ব্যাটিং বিপর্যয়ে মারকুটে ৭২ রান পুরো দলকে তাতিয়ে দিয়েছিল। কিন্তু ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেও রবীন্দ্র জাদেজা গ্যালান্ট লুজারের দলে। নিউজিল্যান্ডের দুরন্ত জয়ে বড় ভূমিকা নিলেন মার্টিন গাপটিল। চারবছর আগে কিউয়ি ওপেনার পুরো বিশ্বকাপে ৫৪৭ রান করেছিলেন যা নিউজিল্যান্ডকে প্রথমবার ফাইনালে পৌছতে সাহায্য করেছিল। এবছর ইংল্যান্ডের মাটিতে মার্টিন গাপটিল যেন স্কোরিং ব্যাটটা নিয়ে আসতে ভুলে গিয়েছেন। নয় ম্যাচে ১৬৮ রান করা কিউয়ি ওপেনারকে ঘিরে তা সত্ত্বেও উচ্ছ্বাস কিউয়ি শিবিরে। ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন গাপটিল। যা নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে দেয়। এবার ফাইনাল। কিউয়ি ওপেনার রানে ফিরবেন কি না সয় বলবে। কিন্তু ফিল্ডিংয়ে ক্ষিপ্র গতি ও ক্যাচ ধরার অবিশ্বাস্য ক্ষমতা গাপটিলকে দলে একটা আলাদা জায়গা করে দিয়েছে। তাই নিউজিল্যাণ্ডের ফের ফাইনালের অন্যতম কারিগর গাপটিল।Body:GuptilConclusion:
Last Updated : Jul 10, 2019, 11:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.