ETV Bharat / sports

গোলাপি বলে নৈশালোকে ব্যাট করা কঠিন : পূজারা - রাতে গোলাপি বলে খেলা কঠিন বললেন পুজারা

লাল বল ও গোলাপি বলের মধ্যে তফাতটা সামান্যই বলে মনে করেন তিনি । তবে কোকাবুরা বলের তুলনায় SG বলে স্পিনাররা সুবিধা পাচ্ছে বলে মনে করেন । বাংলাদেশের তাইজুল ইসলাম ও ভারতের রবিচন্দ্রন আশ্বিনের বল স্পিন করার কথা বলেন চেতেশ্বর পূজারা ।

দেখুন
author img

By

Published : Nov 24, 2019, 11:23 AM IST

কলকাতা, 24 নভেম্বর : নৈশালোকে গোলাপি বলের সামনে ব্যাট করা যে বেশ কঠিন তা মানছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা । ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য দ্বিতীয় দিনের শেষে সাংবাদিকদের সামনে এসেছিলেন । তাঁর মতে, দিনের শুরুতে যেহেতু সূর্যালোকে ব্যাট করতে হয় সেসময় বিষয়টি কঠিন নয় । দিনের বেলা গোলাপি বলটা দেখা সহজ , কিন্তু নৈশালোকে বল দেখতে সমস্যা হয় । তাই ভারতীয় ইনিংস নৈশালোকে শুরু হওয়ায় কাজটা কঠিন ছিল ।

লাল বল ও গোলাপি বলের মধ্যে তফাতটা সামান্যই বলে মনে করেন তিনি । তবে কোকাবুরা বলের তুলনায় SG বলে স্পিনাররা সুবিধা পাচ্ছে বলে মনে করেন । বাংলাদেশের তাইজুল ইসলাম ও ভারতের রবিচন্দ্রন আশ্বিনের বল স্পিন করার কথা বলেন পূজারা ।

ভারতীয় দল নয় উইকেট পড়ে যাওয়ার প‍রে ইনিংস ডিক্লেয়ার করে । পূজারা মনে করেন, সঠিক সময়ে ডিক্লেয়ার করা হয়েছে । কারণ ওই সময় বল সুইং করছিল । ফলে বাংলাদেশের উইকেট ফেলা সহজ হবে বলে মনে করা হয়েছিল । অনুশীলন না থাকলে রাতের আলোয় বল দেখে খেলা কঠিন বলে মনে করেন পূজারা । অধিনায়ক বিরাট কোহলির শতরানের প্রশংসা করেন । তাঁর মতে, কোহলি সত্যিই ভালো ব্যাট করেছে । সব ধরনের ক্রিকেটে নিয়মিত রান করার ধারাবাহিকতা দেখাচ্ছেন ভারত অধিনায়ক । পূজারা নিশ্চিত প্রথম গোলাপি বলের টেস্টে শতরান কোহলিকে বাড়তি তৃপ্তি দেবে।

কলকাতা, 24 নভেম্বর : নৈশালোকে গোলাপি বলের সামনে ব্যাট করা যে বেশ কঠিন তা মানছেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা । ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য দ্বিতীয় দিনের শেষে সাংবাদিকদের সামনে এসেছিলেন । তাঁর মতে, দিনের শুরুতে যেহেতু সূর্যালোকে ব্যাট করতে হয় সেসময় বিষয়টি কঠিন নয় । দিনের বেলা গোলাপি বলটা দেখা সহজ , কিন্তু নৈশালোকে বল দেখতে সমস্যা হয় । তাই ভারতীয় ইনিংস নৈশালোকে শুরু হওয়ায় কাজটা কঠিন ছিল ।

লাল বল ও গোলাপি বলের মধ্যে তফাতটা সামান্যই বলে মনে করেন তিনি । তবে কোকাবুরা বলের তুলনায় SG বলে স্পিনাররা সুবিধা পাচ্ছে বলে মনে করেন । বাংলাদেশের তাইজুল ইসলাম ও ভারতের রবিচন্দ্রন আশ্বিনের বল স্পিন করার কথা বলেন পূজারা ।

ভারতীয় দল নয় উইকেট পড়ে যাওয়ার প‍রে ইনিংস ডিক্লেয়ার করে । পূজারা মনে করেন, সঠিক সময়ে ডিক্লেয়ার করা হয়েছে । কারণ ওই সময় বল সুইং করছিল । ফলে বাংলাদেশের উইকেট ফেলা সহজ হবে বলে মনে করা হয়েছিল । অনুশীলন না থাকলে রাতের আলোয় বল দেখে খেলা কঠিন বলে মনে করেন পূজারা । অধিনায়ক বিরাট কোহলির শতরানের প্রশংসা করেন । তাঁর মতে, কোহলি সত্যিই ভালো ব্যাট করেছে । সব ধরনের ক্রিকেটে নিয়মিত রান করার ধারাবাহিকতা দেখাচ্ছেন ভারত অধিনায়ক । পূজারা নিশ্চিত প্রথম গোলাপি বলের টেস্টে শতরান কোহলিকে বাড়তি তৃপ্তি দেবে।

Intro:নৈশালোকে গোলাপি বলের সামনে ব্যাট করা যে কঠিন তা মানছেন চেতেশ্বর পূজারা। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য দ্বিতীয় দিনের শেষে সাংবাদিকদের সামনে এসেছিলেন।তার মতে দিনের শুরুতে যেহেতু সূর্যালোকে ব্যাট করতে হয় সেসময় বিষয়টি কঠিন নয়।কিন্তু নৈশালোকে বল অনেক বেশি স্যুইং করে। দিনের বলা বলটা দেখা সহজ হয় তুলনায়। তাই ভারতীয় ইনিংস নৈশালোকে শুরু হওয়ায় কাজটা কঠিন ছিল।লাল বল ও গোলাপি বলের মধ্যে তফাৎ টা সামান্য বলে মনে করেন তিনি।তবে কোকাবুরা বলের তুলনায় এসজি বলে স্পিনাররা সুবিধা পাচ্ছে বলে মনে করেন।বাংলাদেশের তাইজুল ইসলাম ও ভারতের রবিচন্দ্রন আশ্বিনের বল স্পিন করার কথা বলেন পূজারা। ভারতীয় দল নয় উইকেট পড়ে যাওয়ার প‍রে ইনিংস ডিক্লেয়ার করে। পূজারা মনে করেন সঠিক সময়ে ডিক্লেয়ার করা হয়েছে।কারন ওই সময় বল স্যুইং করছিল।ফলে বাংলাদেশের উইকেট ফেলা সহজ হবে বলে মনে করা হয়েছিল। অনুশীলন না থাকলে রাতের আলোয় বল দেখে খেলা কঠিন বলে মনে করেন।পূজারা এদিন অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরির প্রশংসা করেন।তার মতে কোহলি সত্যিই ভালো ব্যাট করেছে। সব ধরনের ক্রিকেটে নিয়মিত রান করার ধারাবাহিকতা দেখাচ্ছে। পূজারা নিশ্চিত প্রথম গোলাপি বলের টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি কোহলিকে বাড়তি তৃপ্তি দেবে।


Body:পূজারা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.