ETV Bharat / sports

ইশান্তের 5 উইকেট, অ্যান্টিগা টেস্টে চালকের আসনে ভারত - 1 st Test'

5 উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান শিবিরকে ধসিয়ে দিলেন ইশান্ত ৷ সকালে ব্যাট হাতে সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাকে ৷ বিকেলে বিষাক্ত স্পেলে ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ৷

ইসান্ত
author img

By

Published : Aug 24, 2019, 7:38 AM IST

অ্যান্টিগা, 24 অগাস্ট : ইশান্ত শর্মার দাপটে অ্যান্টিগা টেস্টে ম্যাচে চালকের আসনে ভারত ৷ 5 উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান শিবিরকে ধসিয়ে দিলেন ইশান্ত ৷ সকালে ব্যাট হাতে সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাকে ৷ বিকেলে বিষাক্ত স্পেলে ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ৷ দ্বিতীয় দিনের শেষে 8 উইকেট হারিয়ে 189 রান তুলেছে ক্যারিবিয়ানরা ৷

প্রথম দিনের 203 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর 297 রানে ইনিংস শেষ করে ভারত ৷ রবীন্দ্র জাদেজার আর ইশান্ত শর্মার লড়াকু 60 রানের পার্টনারশিপ ভারতকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায় ৷ দুরন্ত 58 রান করেন জাদেজা , এদিকে ব্যাট হাতে ধৈর্যশীল 19 রান করেন ইশান্ত শর্মা ৷

ভারতের 297 রানের জবাবে বেশ ধীরে সুস্থেই শুরু করেছিল ক্যারিবায়ানরা ৷ ক্যরিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি ৷ এরপর ইশান্ত শর্মা, বুমরা ও রবীন্দ্র জাদেজাও খাতা খোলেন ৷ ক্যারিবিয়ান মিডল অর্ডারে সাই হোপ ও চেজ় জুটি কিছুটা লড়াই শুরু করেছিলেন ৷ চেজ়কে ফিরিয়ে সেই লড়াইয়ের ইতি টানেন ইশান্ত ৷

মাঝে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল ৷ এরপর খেলা শুরু হতেই শুরু ইশান্তের ভেলকি ৷ পরপর তিন ওভারে তিনটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের লেজ ভেঙে দেন তিনি ৷ দিনের শেষে ভারতের থেকে 108 রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা ৷

অ্যান্টিগা, 24 অগাস্ট : ইশান্ত শর্মার দাপটে অ্যান্টিগা টেস্টে ম্যাচে চালকের আসনে ভারত ৷ 5 উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান শিবিরকে ধসিয়ে দিলেন ইশান্ত ৷ সকালে ব্যাট হাতে সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজাকে ৷ বিকেলে বিষাক্ত স্পেলে ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ৷ দ্বিতীয় দিনের শেষে 8 উইকেট হারিয়ে 189 রান তুলেছে ক্যারিবিয়ানরা ৷

প্রথম দিনের 203 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর 297 রানে ইনিংস শেষ করে ভারত ৷ রবীন্দ্র জাদেজার আর ইশান্ত শর্মার লড়াকু 60 রানের পার্টনারশিপ ভারতকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায় ৷ দুরন্ত 58 রান করেন জাদেজা , এদিকে ব্যাট হাতে ধৈর্যশীল 19 রান করেন ইশান্ত শর্মা ৷

ভারতের 297 রানের জবাবে বেশ ধীরে সুস্থেই শুরু করেছিল ক্যারিবায়ানরা ৷ ক্যরিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মহম্মদ শামি ৷ এরপর ইশান্ত শর্মা, বুমরা ও রবীন্দ্র জাদেজাও খাতা খোলেন ৷ ক্যারিবিয়ান মিডল অর্ডারে সাই হোপ ও চেজ় জুটি কিছুটা লড়াই শুরু করেছিলেন ৷ চেজ়কে ফিরিয়ে সেই লড়াইয়ের ইতি টানেন ইশান্ত ৷

মাঝে বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল ৷ এরপর খেলা শুরু হতেই শুরু ইশান্তের ভেলকি ৷ পরপর তিন ওভারে তিনটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের লেজ ভেঙে দেন তিনি ৷ দিনের শেষে ভারতের থেকে 108 রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা ৷

Bengaluru (Karnataka) / Mathura (UP), Aug 23 (ANI): 'Krishna Janmashtami' celebrated across the nation on August 23. Devotees flocked to ISKCON temple to offer prayers in Bengaluru. Meanwhile, temples in Mathura illuminated on the special occasion. 'Janmashtami' is an annual Hindu festival that celebrates the birth of Lord Krishna, the 8th avatar of Lord Vishnu.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.