দিল্লি, 26 ডিসেম্বর : চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে চলেছেন ইশান্ত শর্মা ৷ তবে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে নয় ৷ আপাতত, ঘরোয়া ক্রিকেটে ৷ দিল্লির সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দিল্লি দলে নির্বাচিত হলেন ইশান্ত শর্মা ৷ একই সঙ্গে ওপেনার শিখর ধাওয়ানও আছেন দলে ৷ দিল্লি দলের অধিনায়কও শিখর ধাওয়ান ৷
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন চোট পান ইশান্ত শর্মা ৷ ফলে অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের বাইরে থাকতে হয় তাঁকে ৷ রিহ্যাবের জন্য এনসিএতে ছিলেন তিনি ৷ সেখানে তাঁর চোট পরীক্ষা করে জানা যায়, পুরো সিরিজ়ে পাওয়া যাবে না এই পেসারকে ৷ যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ়ে দলে ছিলেন শিখর ধাওয়ান ৷ দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানও করেন তিনি ৷
আরও পড়ুন :- রাহানের প্রশংসায় লক্ষ্মণ-ওয়ার্ন
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য বিশাল 42 সদস্যের দল নির্বাচন করেছেন দিল্লির নির্বাচকরা ৷ সেই দলে ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ছাড়াও আছেন, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ, নীতীশ রানা, পবন সুয়াল প্রমুখ৷
শুক্রবারই দল নির্বাচনে বসে দিল্লির নির্বাচক কমিটি ৷ সমস্ত নির্বাচিত ক্রিকেটারকে প্রধান কোচ রাজকুমার শর্মা ও গুরশরণ সিংয়ের কাছে রিপোর্ট করতে বলা হয় ৷