ETV Bharat / sports

শিখরের পর ঈশান্ত, চোটের কারণে নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার - ishant sharma injuryishant sharma is going to miss newzeland tour

দিল্লি বনাম বিদর্ভের ম্যাচে খেলতে গিয়ে গোড়ালিতে চাট পান ঈশান্ত ৷ তার পরই নিশ্চিত হয়ে যায় তিনি আসন্ন নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে যেতে চলেছেন ৷

image
ঈশান্ত শর্মা
author img

By

Published : Jan 22, 2020, 12:48 PM IST


দিল্লি, 22 জানুয়ারি : শিখর ধাওয়ানের পর ঈশান্ত শর্মা ৷ আসন্ন নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ইন্ডিয়ান পেসার ৷ রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান দিল্লি পেসার ৷

DDCA-র সাধারণ সম্পাদক বিনোদ তিহারা বলেন,‘‘ ঈশান্ত শর্মার গোড়ালিতে গ্রেড থ্রি-র চোট লেগেছে ৷ তাঁকে ছয় সপ্তাহ বিশ্রিমে থাকার ও পরে রিহ্যাবিলেটেশনের পরামর্শ দেওয়া হয়েছে ৷ এটা সত্যিই একটি বড় ধাক্কা ৷’’

ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷ বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথমে দক্ষিণ আফ্রিকা, পরে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন তিনি ৷ বুমরার অনুপস্থিতিতে ভারতীয় পেসকে নেতৃত্ব দেন তিনি ৷ তাই শেষ কয়েক বছর 31 বছরের ঈশান্ত ভারতের পেস অ্যাটাকে বুমরা, শামি ও যাদবের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ ছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁর পরিবর্তে নভদীপ সাইনির কথা ভাবছেন নির্বাচকরা ৷


দিল্লি, 22 জানুয়ারি : শিখর ধাওয়ানের পর ঈশান্ত শর্মা ৷ আসন্ন নিউজ়িল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ইন্ডিয়ান পেসার ৷ রঞ্জি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান দিল্লি পেসার ৷

DDCA-র সাধারণ সম্পাদক বিনোদ তিহারা বলেন,‘‘ ঈশান্ত শর্মার গোড়ালিতে গ্রেড থ্রি-র চোট লেগেছে ৷ তাঁকে ছয় সপ্তাহ বিশ্রিমে থাকার ও পরে রিহ্যাবিলেটেশনের পরামর্শ দেওয়া হয়েছে ৷ এটা সত্যিই একটি বড় ধাক্কা ৷’’

ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি ৷ বিশ্বকাপের পর ঘরের মাঠে প্রথমে দক্ষিণ আফ্রিকা, পরে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন তিনি ৷ বুমরার অনুপস্থিতিতে ভারতীয় পেসকে নেতৃত্ব দেন তিনি ৷ তাই শেষ কয়েক বছর 31 বছরের ঈশান্ত ভারতের পেস অ্যাটাকে বুমরা, শামি ও যাদবের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ ছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁর পরিবর্তে নভদীপ সাইনির কথা ভাবছেন নির্বাচকরা ৷

Mumbai, Jan 22 (ANI): The trailer of 'Shubh Mangal Zyada Saavdhan' garnered audience appreciation as soon as it got launched. The makers and star-cast celebrated the success of the trailer. Bollywood actor Ayushmann Khurrana arrived with his wife Tahira Kashyap. Actor Jitendra Kumar was seen at the party in casual look. Actors Gajraj Rao and Neena Gupta also arrived at the party. Actors Maanvi Gagroo and Pankhuri Awasthy looked cute at the party. 'Shubh Mangal Zyada Saavdhan' is based on homosexuality that aims at delivering a social message and it will hit the theatres on Feb 21, 2020.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.