মুম্বই, 4 নভেম্বর : হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন ৷ তা সত্ত্বেও দেশের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে পেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ অস্ট্রেলিয়ায় ফিট রোহিতকে পেতে চাইছে বোর্ড ৷ সাফ জানিয়ে দিয়েছেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ চোট সম্পর্কে রোহিতকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শও দিয়েছিলেন ৷ তা সত্ত্বেও মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেললেন রোহিত শর্মা ৷ হিটম্যানের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ৷
রোহিত শর্মাকে আনফিট ঘোষণা করেছেন ভারতীয় বোর্ডের ফিজিও নীতিন পটেল ৷ যিনি আবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও যুক্ত ৷ তা সত্ত্বেও একপ্রকার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্টের সাবধানবাণী অগ্রাহ্য করেই মাঠে নামেন রোহিত শর্মা ৷ এতে ক্রিকেট বিশেষজ্ঞদের ভ্রু কপালে উঠেছে ৷ রোহিতের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর ৷ ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক বলেছেন, "প্রশ্নটা হল, IPL-টা বেশি গুরুত্বপূর্ণ নাকি দেশের হয়ে খেলাটা? ক্লাব বেশি গুরুত্বপূর্ণ নাকি ভারতীয় দলের হয়ে খেলা?"
জানা গেছে, ফিজিও নীতিন পটেল রোহিতকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন ৷ তা অমান্য করে মাত্র এক সপ্তাহের পরই মাঠে নামলেন রোহিত ৷ এরপর কী ভারতীয় বোর্ড কোনও পদক্ষেপ নেবে, প্রশ্ন তুলেছেন বেঙ্গসরকর ৷ তাঁর কথায়, "BCCI কি কোনও পদক্ষেপ নেবে? নাকি BCCI-এর ফিজিও রোহিতের চোট সঠিকভাবে নির্ণয় করতে ভুল করেছে ৷"