ETV Bharat / sports

IPL: ধাক্কা খেলেও আর্থিক সংকটে পড়বে না বোর্ড, বলছেন সৌরভ - সৌরভ গঙ্গোপাধ্যায়

সামান্য ধাক্কা লাগলেও আর্থিক সমস্যায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ IPL-এর টাইটেল স্পনসর ভিভোর বিদায়ের পর একথা বললেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

IPL-Vivo suspension not financial crisis, just a blip says Sourav Ganguly
IPL-Vivo suspension not financial crisis, just a blip says Sourav Ganguly
author img

By

Published : Aug 9, 2020, 8:16 PM IST

কলকাতা, 9 অগাস্ট: স্পনসর না থাকাটা একটা ধাক্কা অবশ্যই ৷ কিন্তু আর্থিক সংকটে ভুগছে না ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ IPL-এর টাইটেল স্পনসর ভিভোর বিদায়ের পর এই দাবি করলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এবারের IPL ৷ হাতে আর বেশিদিন সময় নেই ৷ তার মধ্যেই চিনা টাইটেল স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে BCCI ৷ ভারত-চিন সীমান্তের পরিস্থিতি ও সাধারণ মানুষের মধ্যে চিন সম্পর্কে বিদ্বেষ বাড়ায় বোর্ড ও স্পনসর সংস্থা আলোচনার মাধ্যমে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ IPL-এর রেভিনিউয়ের একটা বড় অংশ টাইটেল স্পনসর থেকে আসে ৷ আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে যা ভাগ করে দেওয়া হয় ৷ স্পনসর না থাকলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে বোর্ড ৷ কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সাফ বলে দিচ্ছেন, টাইটেল স্পনসর চলে গেলেও কোনওরকম আর্থিক সংকটের মধ্যে নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে চুক্তি ছিন্ন হওয়ায় একটা ধাক্কা যে লেগেছে তা মানছেন তিনি ৷ বলেন, "এটাকে আর্থিক সংকট বলা যায় না ৷ খুব ছোটোখাটো বিষয় ৷ হঠাৎ করে এই সিদ্ধান্ত হওয়ায় একটু ধাক্কা লেগেছে ৷ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া মানে আপনি পেশাদার রূপে আরও মজবুত হবেন ৷ এই পরিস্থিতি সামলানোর ক্ষমতা BCCI-এর রয়েছে ৷"

2018 থেকে 2022 সাল পর্যন্ত IPL-এর টাইটেল স্পনসর হিসেবে চুক্তি ছিল ভিভোর ৷ এই চুক্তির অঙ্ক হিসেবে বোর্ডকে 2 হাজার 199 কোটি টাকা দিয়েছে সংস্থাটি ৷ পাশাপাশি প্রতি মরশুমে টাইটেল স্পনসরের থেকে 440 কোটি টাকার লাভ করে থাকে বোর্ড ৷

কলকাতা, 9 অগাস্ট: স্পনসর না থাকাটা একটা ধাক্কা অবশ্যই ৷ কিন্তু আর্থিক সংকটে ভুগছে না ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ IPL-এর টাইটেল স্পনসর ভিভোর বিদায়ের পর এই দাবি করলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷

19 সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এবারের IPL ৷ হাতে আর বেশিদিন সময় নেই ৷ তার মধ্যেই চিনা টাইটেল স্পনসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে BCCI ৷ ভারত-চিন সীমান্তের পরিস্থিতি ও সাধারণ মানুষের মধ্যে চিন সম্পর্কে বিদ্বেষ বাড়ায় বোর্ড ও স্পনসর সংস্থা আলোচনার মাধ্যমে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ IPL-এর রেভিনিউয়ের একটা বড় অংশ টাইটেল স্পনসর থেকে আসে ৷ আটটি ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে যা ভাগ করে দেওয়া হয় ৷ স্পনসর না থাকলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে পারে বোর্ড ৷ কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সাফ বলে দিচ্ছেন, টাইটেল স্পনসর চলে গেলেও কোনওরকম আর্থিক সংকটের মধ্যে নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে চুক্তি ছিন্ন হওয়ায় একটা ধাক্কা যে লেগেছে তা মানছেন তিনি ৷ বলেন, "এটাকে আর্থিক সংকট বলা যায় না ৷ খুব ছোটোখাটো বিষয় ৷ হঠাৎ করে এই সিদ্ধান্ত হওয়ায় একটু ধাক্কা লেগেছে ৷ এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া মানে আপনি পেশাদার রূপে আরও মজবুত হবেন ৷ এই পরিস্থিতি সামলানোর ক্ষমতা BCCI-এর রয়েছে ৷"

2018 থেকে 2022 সাল পর্যন্ত IPL-এর টাইটেল স্পনসর হিসেবে চুক্তি ছিল ভিভোর ৷ এই চুক্তির অঙ্ক হিসেবে বোর্ডকে 2 হাজার 199 কোটি টাকা দিয়েছে সংস্থাটি ৷ পাশাপাশি প্রতি মরশুমে টাইটেল স্পনসরের থেকে 440 কোটি টাকার লাভ করে থাকে বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.